
নতুন আপডেটের মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও এবং চ্যাট ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। সর্বশেষ আপডেটে ভিডিওর গতিনিয়ন্ত্রণ ও দ্রুত আপলোডের সুবিধা যুক্ত করা হয়েছে। পাশাপাশি অ্যাপটিতে ভিডিওর মানও উন্নত করা হয়েছে।
টেলিগ্রামের সর্বশেষ সংস্করণে ভিডিও প্লেব্যাকের গতি ২ দশমিক ৫ গুণ পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীরা ভিডিওর ডান পাশে ধরে রেখে স্লাইড করে ভিডিও প্লেব্যাকের গতি বাড়াতে পারবেন। ফিচারটি বিদ্যমান ভিডিও স্পিড কন্ট্রোলগুলোর দ্রুত ব্যবহারের সুযোগ দেয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্ক্রিনের বাম এবং ডান পাশে ট্যাপ করে ভিডিওটি ১০ সেকেন্ড পিছিয়ে বা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
টেলিগ্রামের একটি নতুন ভিডিও ফিচার স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগের ওপর ভিত্তিতে ভিডিওর মান নির্বাচন করবে। প্ল্যাটফর্মটি চ্যানেল ক্রিয়েটরদের আপলোড করা উচ্চ রেজল্যুশনের ভিডিওগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেস এবং অপ্টিমাইজ করবে। এখন ভিডিওগুলো নিম্ন, মধ্যম এবং উচ্চ রেজল্যুশনে স্বয়ংক্রিয়ভাবে আপলোড হবে।
এ ছাড়া আইওএস ব্যবহারকারীরা ভিডিওর ওপরে সোয়াইপ করে পিকচার-ইন-পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারবেন।
টেলিগ্রামে মেসেজ পাঠানোর পর এডিটের সুবিধা আগে থেকেই ছিল। তবে নতুন আপডেটের মাধ্যমে টেক্সট মেসেজ এডিটের সময়ই মিডিয়া যুক্ত যুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা কোনো পাঠানো কোনো মেসেজের ওপর ট্যাপ করে তার সঙ্গে একটি ছবি জুড়ে দিতে পারবেন।
এ ছাড়া মেসেজগুলো সর্বশেষ কখন এডিট করা হয়েছে তাও এখন টেলিগ্রামে দেখা যাবে। এ ছাড়া টেলিগ্রামের ছোট গ্রুপে ‘রিড রিসিপট’ সুবিধা যুক্ত করা হবে। অর্থাৎ মেসেজ বা মিডিয়া অন্য কেউ দেখেছে কিনা তা জানা যাবে। এই সুবিধা টেলিগ্রামের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হোয়াটসঅ্যাপে রয়েছে।
টেলিগ্রামে ‘চ্যাট স্পেসিফিক’ হ্যাশটাগ নামের নতুন ফিচারও চালু করা হয়েছে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট গ্রুপ ও চ্যানেলের মধ্যে ট্যাগ সংশ্লিষ্ট মেসেজগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। যেমন: ব্যবহারকারীরা নামে কোনো ট্যাগ দিয়ে সার্চ করলে ‘অ্যাডভেঞ্চার’ চ্যানেলে পোস্ট করা সব বার্তা দেখা যাবে। এতে করে চ্যানেল বা গ্রুপে নির্দিষ্ট পোস্ট খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যাবে।
গ্রুপের মধ্যে বট ব্যবহার করার সুবিধা থাকায় টেলিগ্রাম প্ল্যাটফর্মটি অনেক জনপ্রিয়। একটি বট প্রতি সেকেন্ডে ৩০টি মেসেজ পাঠাতে পারে। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা টেলিগ্রামের ‘স্টার’ ফিচার খরচ করলে বটগুলো প্রতি সেকেন্ডে এক হাজার মেসেজ পাঠাতে পারবে। এ ক্ষেত্রে প্রতিটি মেসেজের জন্য ব্যবহারকারীতে দশমিক ০.১ স্টার ব্যবহার করতে হবে। উল্লেখ্য, স্টার হলো প্ল্যাটফর্মটির ডিজিটাল কারেন্সি।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

নতুন আপডেটের মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও এবং চ্যাট ফিচার নিয়ে এসেছে ম্যাসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম। সর্বশেষ আপডেটে ভিডিওর গতিনিয়ন্ত্রণ ও দ্রুত আপলোডের সুবিধা যুক্ত করা হয়েছে। পাশাপাশি অ্যাপটিতে ভিডিওর মানও উন্নত করা হয়েছে।
টেলিগ্রামের সর্বশেষ সংস্করণে ভিডিও প্লেব্যাকের গতি ২ দশমিক ৫ গুণ পর্যন্ত বাড়ানো যাবে। কোম্পানিটি জানিয়েছে, ব্যবহারকারীরা ভিডিওর ডান পাশে ধরে রেখে স্লাইড করে ভিডিও প্লেব্যাকের গতি বাড়াতে পারবেন। ফিচারটি বিদ্যমান ভিডিও স্পিড কন্ট্রোলগুলোর দ্রুত ব্যবহারের সুযোগ দেয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা স্ক্রিনের বাম এবং ডান পাশে ট্যাপ করে ভিডিওটি ১০ সেকেন্ড পিছিয়ে বা এগিয়ে নিয়ে যেতে পারবেন।
টেলিগ্রামের একটি নতুন ভিডিও ফিচার স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগের ওপর ভিত্তিতে ভিডিওর মান নির্বাচন করবে। প্ল্যাটফর্মটি চ্যানেল ক্রিয়েটরদের আপলোড করা উচ্চ রেজল্যুশনের ভিডিওগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেস এবং অপ্টিমাইজ করবে। এখন ভিডিওগুলো নিম্ন, মধ্যম এবং উচ্চ রেজল্যুশনে স্বয়ংক্রিয়ভাবে আপলোড হবে।
এ ছাড়া আইওএস ব্যবহারকারীরা ভিডিওর ওপরে সোয়াইপ করে পিকচার-ইন-পিকচার (পিআইপি) মোড ব্যবহার করতে পারবেন।
টেলিগ্রামে মেসেজ পাঠানোর পর এডিটের সুবিধা আগে থেকেই ছিল। তবে নতুন আপডেটের মাধ্যমে টেক্সট মেসেজ এডিটের সময়ই মিডিয়া যুক্ত যুক্ত করা যাবে। ফলে ব্যবহারকারীরা কোনো পাঠানো কোনো মেসেজের ওপর ট্যাপ করে তার সঙ্গে একটি ছবি জুড়ে দিতে পারবেন।
এ ছাড়া মেসেজগুলো সর্বশেষ কখন এডিট করা হয়েছে তাও এখন টেলিগ্রামে দেখা যাবে। এ ছাড়া টেলিগ্রামের ছোট গ্রুপে ‘রিড রিসিপট’ সুবিধা যুক্ত করা হবে। অর্থাৎ মেসেজ বা মিডিয়া অন্য কেউ দেখেছে কিনা তা জানা যাবে। এই সুবিধা টেলিগ্রামের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হোয়াটসঅ্যাপে রয়েছে।
টেলিগ্রামে ‘চ্যাট স্পেসিফিক’ হ্যাশটাগ নামের নতুন ফিচারও চালু করা হয়েছে। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট গ্রুপ ও চ্যানেলের মধ্যে ট্যাগ সংশ্লিষ্ট মেসেজগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। যেমন: ব্যবহারকারীরা নামে কোনো ট্যাগ দিয়ে সার্চ করলে ‘অ্যাডভেঞ্চার’ চ্যানেলে পোস্ট করা সব বার্তা দেখা যাবে। এতে করে চ্যানেল বা গ্রুপে নির্দিষ্ট পোস্ট খুঁজে পাওয়া আরও সহজ হয়ে যাবে।
গ্রুপের মধ্যে বট ব্যবহার করার সুবিধা থাকায় টেলিগ্রাম প্ল্যাটফর্মটি অনেক জনপ্রিয়। একটি বট প্রতি সেকেন্ডে ৩০টি মেসেজ পাঠাতে পারে। নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা টেলিগ্রামের ‘স্টার’ ফিচার খরচ করলে বটগুলো প্রতি সেকেন্ডে এক হাজার মেসেজ পাঠাতে পারবে। এ ক্ষেত্রে প্রতিটি মেসেজের জন্য ব্যবহারকারীতে দশমিক ০.১ স্টার ব্যবহার করতে হবে। উল্লেখ্য, স্টার হলো প্ল্যাটফর্মটির ডিজিটাল কারেন্সি।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

জীবন ইতিবাচকভাবে বদলাতে জীবনধারাতেও পরিবর্তন আনা জরুরি। এই ব্যাপারটা বলিউড তারকারা কঠোরভাবে বিশ্বাস করেন। বি টাউনের আলোচিত নায়িকাদের অনেকে নতুন বছরে নিজেদের জীবনধারায় পরিবর্তন এনেছেন। তাঁরা বিশ্বাস করেন, এসব পরিবর্তন তাঁদের ভবিষ্যৎ জীবনে বেশ ইতিবাচক প্রভাব ফেলবে...
৪ মিনিট আগে
শীতের দুপুরে গরম-গরম ভাতের সঙ্গে কলইশাক ভাজি খেতে দারুণ লাগে। এখন এই শাকের মৌসুম। কলইশাক শুধু খেতেই সুস্বাদু নয়, এর রয়েছে বহু উপকারিতা। প্রচুর আঁশ থাকায় এটি হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তা ছাড়া এতে থাকা ক্যালসিয়াম হাড় ও পেশি শক্তিশালী করতে সাহায্য করে। কলইশাক রান্নার মূল ব্যাপারটা...
২ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে প্রচুর এনার্জি থাকবে, কিন্তু সেই এনার্জি অফিসের কাজে না লাগিয়ে বিরিয়ানির দোকান খুঁজতে বেশি খরচ করবেন। ব্যবসায় উন্নতির যোগ আছে, তবে চোর থেকে সাবধান! বিশেষ করে অফিসের কলম বা সহকর্মীর টিফিন চুরির অপবাদ যেন আপনার ঘাড়ে না আসে।
৫ ঘণ্টা আগে
কুয়াশার চাদরে মোড়া সবুজ পাহাড়, নীল আকাশের নিচে স্থির জলরাশি আর দূরে মেঘের আনাগোনা! এই মনোমুগ্ধকর দৃশ্যের টানে প্রতি শীতে প্রকৃতিপ্রেমী ভ্রমণপিয়াসিরা ছুটে যান পাহাড়ের কোলে, খুঁজে নেন প্রশান্তি আর মুগ্ধতার ঠিকানা। এই প্রশান্তির খোঁজে আমাদেরও যাত্রা এবার পাহাড়ে।
৫ ঘণ্টা আগে