আজকের পত্রিকা ডেস্ক

পেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘আলফা ১ II’ উন্মোচন করেছে সনি ইলেকট্রনিকস। এই ক্যামেরায় দ্রুত গতিতে উচ্চ রেজল্যুশনের ছবি তোলা যাবে। সেই সঙ্গে এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বেশ কিছু ফিচারও যুক্ত করা হয়েছে। তাই ক্যামেরাটি দিয়ে বন্যপ্রাণী, খেলাধুলার, পোর্ট্রেট ও বিয়ের ছবি তোলা যাবে। ফটো জার্নালিজমসহ বিভিন্ন ব্যবসায়িক কাজে এটি ব্যবহার করা যাবে।
ক্যামেরাটিতে ৫০ দশমিক ১ মেগাপিক্সেলের এক্সমর আরএস সিএমওএস সেন্সর রয়েছে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম ব্ল্যাকআউট-মুক্ত (কালো স্ক্রিন ছাড়াই) ক্রমাগত ছবি তুলতে পারে। এআই প্রযুক্তির মাধ্যমে ছবির মূল বিষয়টি সনাক্ত করতে পারে ক্যামেরাটি। এছাড়া ক্যামেরাটিতে উন্নত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (৮ দশমিক ৫ স্টপ পর্যন্ত) ক্ষমতা রয়েছে।
ক্যামেরাটিতে একটি ‘প্রি-ক্যাপচার’ ফিচার রয়েছে যা শাটার বাটনে চাপ দেওয়ার এক সেকেন্ড আগে পর্যন্ত ছবি রেকর্ড করতে সক্ষম এবং এটি ৮কে ৩০পি এবং ৪কে ১২০ পিভিডিও রেকর্ডিং সমর্থন করে।
উন্নত স্ট্যাবিলাইজেশন মোড এবং ক্যামেরাটি এলইউটি ফাইল সর্মথন করবে।
সনির নতুন ক্যামেরাটিতে ৩ দশমিক ২ ইঞ্চি ৪-এক্সিস মাল্টি-এঙ্গেল এলসিডি স্ক্রিন হয়েছে। ক্যামেরায় আরও ভালো গ্রিপ পাওয়া যাবে এবং কাস্টমাইজ করার জন্য বিভিন্ন বাটন রয়েছে। এছাড়া ২ দশমিক ৫ জিবেস–টি ল্যান ও ৫জি কানেক্টিভিটর মাধ্যমে ছবি সহজেই স্থানান্তর করা যাবে। এর পাশাপাশি সনির ক্রিয়েটর ক্লাউড এর মাধ্যমে অ্যাডোবি লাইটরুম ও গুগল ড্রাইভের সঙ্গে ইন্টিগ্রেশন সম্ভব।
সনির নতুন ক্যামেরার বিশেষ ফিচার হলো—‘ক্যামেরা অথেনটিসিটি সলিউশন’। এটি এআই ব্যবহার করে ছবি তৈরির ক্ষেত্রে ছবির সঙ্গে মেটাডেটা যুক্ত করে। ফিচারটি ভবিষ্যতে একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়া এবার সনি প্লাস্টিক মুক্ত প্যাকেজিং ব্যবহার করছে। প্যাকেজিংটি বাঁশ, আঁখ এবং পুনর্ব্যবহৃত কাগজ থেকে তৈরি।
২০২৪ সালের ডিসেম্বরে ‘আলফা ১ II’ উন্মোচন হবে। এর মূল্য ৬ হাজার ৪৯৯ ডলার। এর সঙ্গে ডুয়েল ব্যাটারি চার্জার ও ডিপ–টাইপ আইপিস ক্যাপ অ্যাক্সেসরিজ থাকবে।
ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে নতুন ক্যামেরাটি ডিজাইন করা হয়েছে। ক্যামেরাটি পেশাদারদের জন্য একটি শক্তিশালী টুল হিসেবে কাজ করবে।

পেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘আলফা ১ II’ উন্মোচন করেছে সনি ইলেকট্রনিকস। এই ক্যামেরায় দ্রুত গতিতে উচ্চ রেজল্যুশনের ছবি তোলা যাবে। সেই সঙ্গে এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বেশ কিছু ফিচারও যুক্ত করা হয়েছে। তাই ক্যামেরাটি দিয়ে বন্যপ্রাণী, খেলাধুলার, পোর্ট্রেট ও বিয়ের ছবি তোলা যাবে। ফটো জার্নালিজমসহ বিভিন্ন ব্যবসায়িক কাজে এটি ব্যবহার করা যাবে।
ক্যামেরাটিতে ৫০ দশমিক ১ মেগাপিক্সেলের এক্সমর আরএস সিএমওএস সেন্সর রয়েছে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেম ব্ল্যাকআউট-মুক্ত (কালো স্ক্রিন ছাড়াই) ক্রমাগত ছবি তুলতে পারে। এআই প্রযুক্তির মাধ্যমে ছবির মূল বিষয়টি সনাক্ত করতে পারে ক্যামেরাটি। এছাড়া ক্যামেরাটিতে উন্নত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (৮ দশমিক ৫ স্টপ পর্যন্ত) ক্ষমতা রয়েছে।
ক্যামেরাটিতে একটি ‘প্রি-ক্যাপচার’ ফিচার রয়েছে যা শাটার বাটনে চাপ দেওয়ার এক সেকেন্ড আগে পর্যন্ত ছবি রেকর্ড করতে সক্ষম এবং এটি ৮কে ৩০পি এবং ৪কে ১২০ পিভিডিও রেকর্ডিং সমর্থন করে।
উন্নত স্ট্যাবিলাইজেশন মোড এবং ক্যামেরাটি এলইউটি ফাইল সর্মথন করবে।
সনির নতুন ক্যামেরাটিতে ৩ দশমিক ২ ইঞ্চি ৪-এক্সিস মাল্টি-এঙ্গেল এলসিডি স্ক্রিন হয়েছে। ক্যামেরায় আরও ভালো গ্রিপ পাওয়া যাবে এবং কাস্টমাইজ করার জন্য বিভিন্ন বাটন রয়েছে। এছাড়া ২ দশমিক ৫ জিবেস–টি ল্যান ও ৫জি কানেক্টিভিটর মাধ্যমে ছবি সহজেই স্থানান্তর করা যাবে। এর পাশাপাশি সনির ক্রিয়েটর ক্লাউড এর মাধ্যমে অ্যাডোবি লাইটরুম ও গুগল ড্রাইভের সঙ্গে ইন্টিগ্রেশন সম্ভব।
সনির নতুন ক্যামেরার বিশেষ ফিচার হলো—‘ক্যামেরা অথেনটিসিটি সলিউশন’। এটি এআই ব্যবহার করে ছবি তৈরির ক্ষেত্রে ছবির সঙ্গে মেটাডেটা যুক্ত করে। ফিচারটি ভবিষ্যতে একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে পাওয়া যাবে। এছাড়া এবার সনি প্লাস্টিক মুক্ত প্যাকেজিং ব্যবহার করছে। প্যাকেজিংটি বাঁশ, আঁখ এবং পুনর্ব্যবহৃত কাগজ থেকে তৈরি।
২০২৪ সালের ডিসেম্বরে ‘আলফা ১ II’ উন্মোচন হবে। এর মূল্য ৬ হাজার ৪৯৯ ডলার। এর সঙ্গে ডুয়েল ব্যাটারি চার্জার ও ডিপ–টাইপ আইপিস ক্যাপ অ্যাক্সেসরিজ থাকবে।
ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে নতুন ক্যামেরাটি ডিজাইন করা হয়েছে। ক্যামেরাটি পেশাদারদের জন্য একটি শক্তিশালী টুল হিসেবে কাজ করবে।

কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
৩০ মিনিট আগে
বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২১ ব্যাচের সি সেকশনের নেপালি শিক্ষার্থীরা। অনুষদ আয়োজিত এই দেশ ভ্রমণের সুযোগ পেয়ে তাঁরা অনেক খুশি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর!
২ ঘণ্টা আগে
আজ আপনার জেদ বুর্জ খলিফার চেয়েও উঁচুতে থাকবে। পুরোনো কোনো চাচা বা খালু হুট করে এসে হাজির হতে পারেন। সাবধান, আজকের দিনে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে লোন বা টাকা নিয়ে কথা বলতে যাবেন না, ইজ্জত এবং মানিব্যাগ দুটোই পাংচার হতে পারে।
২ ঘণ্টা আগে
ভিয়েতনামের সংস্কৃতির প্রধান ভিত্তি তেত কিংবা চান্দ্র নববর্ষ। এটি শুধু একটি ক্যালেন্ডার পরিবর্তন নয়, বরং ভিয়েতনামের মানুষের আবেগ, ঐতিহ্য এবং পারিবারিক পুনর্মিলনের এক মহোৎসব। ভিয়েতনামের প্রতিটি প্রান্তে এ সময়ে এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
২ ঘণ্টা আগে