Ajker Patrika

গ্যালাক্সি এস২৩–এর ফাঁস হওয়া যত তথ্য

প্রযুক্তি ডেস্ক
গ্যালাক্সি এস২৩–এর ফাঁস হওয়া যত তথ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোনগুলো ফেব্রুয়ারির আগে উন্মোচন করার কোনো সম্ভাবনা নেই। তবে এরই মধ্যে ডিভাইসগুলো সম্পর্কে প্রচুর গুজব এবং তথ্য ফাঁসের কথা শোনা যাচ্ছে। সর্বশেষ হ্যান্ডসেটগুলোর সিগনেচার রং, ছবি এবং উন্মোচনের তারিখ ফাঁস হয়েছে অনলাইনে।

টেক রাডারের এক প্রতিবেদন অনুযায়ী, গ্যালাক্সি এস ২৩–এর সিগনেচার রং হতে যাচ্ছে লাইট গোল্ড অথবা পিংক গোল্ড। গ্যালাক্সি এস ২৩ প্লাস–এর গোলাপি এবং এস ২৩ আল্ট্রাতে সিগনেচার রং হচ্ছে সবুজ। এগুলোকে সিগনেচার রং বলা হয় কারণ এ রংগুলোই প্রধানত ফোনগুলোর বিপণন এবং প্রচারণামূলক কাজে ব্যবহৃত হয়। নতুনত্ব বজায় রাখতে প্রতি বছর ভিন্ন রং ব্যবহার করা হয়। স্যামসাংয়ের প্রচলিত রংগুলোতেও স্মার্টফোনের সংস্করণ আসে তবে এই সিগনেচার রংগুলোই থাকে প্রচারণার কেন্দ্রবিন্দুতে। 

গ্যালাক্সি এস ২৩ সম্পর্কে এ পর্যন্ত ফাঁস হওয়া তথ্য থেকে যতটুকু জানা যায় তাতে, স্মার্টফোনগুলোতে ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিকটাস প্লাস, দ্বিতীয় প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসর,৮–১২ গিগাবাইট র‍্যাম, ১২৮ / ২৫৬ / ৫১২ গিগাবাইট বিল্টইন স্টোরেজ সুবিধাসহ আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। 

আইস ইউনিভার্স নামক অ্যাকাউন্ট এক টুইটে জানায়, স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৩ সিরিজের ফোনগুলো আগামী বছরের ১ ফেব্রুয়ারি উন্মোচন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত