প্রযুক্তি ডেস্ক

‘গুগল হোম’ স্মার্ট স্পিকার হ্যাক করে ব্যবহারকারীর আলাপচারিতায় আড়িপাতা সম্ভব বলে জানিয়েছেন এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। স্মার্ট স্পিকারের বাগ (ত্রুটি) চিহ্নিত করার জন্য গুগলের কাছ থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ ডলারের পুরস্কারও পেয়েছেন ম্যাট কুনজি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, বাগটির সুযোগ নিয়ে স্পিকারের সঙ্গে নিজস্ব গুগল অ্যাকাউন্টের সংযোগ স্থাপন করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীর সব আলাপচারিতা আড়ি পেতে শুনতে পারবে হ্যাকার। গুগলের স্মার্ট স্পিকার হ্যাক করার জন্য হ্যাকারকে শুধু ডিভাইসটির ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকলেই চলবে।
এক ব্লগ পোস্টে কুনজি লিখেছেন, ‘নিজের বাসার গুগল হোম মিনি স্পিকারের সম্ভাব্য দুর্বলতার খোঁজ করতে গিয়েই বাগটি আবিষ্কার করি আমি।’
হ্যাকারকে প্রথমে গুগল স্মার্ট স্পিকারের ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকতে হবে এবং গুগলের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাক অ্যাড্রেস জানতে হবে। এরপর হ্যাকার ‘ডিঅথেনটিকেশন প্যাকেট’ পাঠিয়ে স্পিকারটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে তাতে সেটআপ মোড চালু করতে পারবেন। আর এই সেটআপ মোডে হ্যাকার যন্ত্রটির বিস্তারিত তথ্য খুঁজে নিতে পারবেন এবং তা ব্যবহার করে নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে এর সংযোগ স্থাপন করতে পারবেন। এরপর ইন্টারনেটের মাধ্যম স্পিকার ব্যবহারকারীর আলাপচারিতায় আড়ি পাততে পারবেন হ্যাকার।
তবে শুধু আড়িপাতাই যে সবচেয়ে বড় ভয়ের কারণ তা নয়, অনেক স্মার্ট হোম স্পিকার ব্যবহারকারী তাঁদের ডিভাইসগুলোকে অন্য বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করেন, যেমন: দরজার তালা এবং স্মার্ট সুইচ। ফলে ব্যবহারকারীর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

‘গুগল হোম’ স্মার্ট স্পিকার হ্যাক করে ব্যবহারকারীর আলাপচারিতায় আড়িপাতা সম্ভব বলে জানিয়েছেন এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ। স্মার্ট স্পিকারের বাগ (ত্রুটি) চিহ্নিত করার জন্য গুগলের কাছ থেকে ১ লাখ ৭ হাজার ৫০০ ডলারের পুরস্কারও পেয়েছেন ম্যাট কুনজি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডারের প্রতিবেদন অনুযায়ী, বাগটির সুযোগ নিয়ে স্পিকারের সঙ্গে নিজস্ব গুগল অ্যাকাউন্টের সংযোগ স্থাপন করা সম্ভব। এর ফলে ব্যবহারকারীর সব আলাপচারিতা আড়ি পেতে শুনতে পারবে হ্যাকার। গুগলের স্মার্ট স্পিকার হ্যাক করার জন্য হ্যাকারকে শুধু ডিভাইসটির ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকলেই চলবে।
এক ব্লগ পোস্টে কুনজি লিখেছেন, ‘নিজের বাসার গুগল হোম মিনি স্পিকারের সম্ভাব্য দুর্বলতার খোঁজ করতে গিয়েই বাগটি আবিষ্কার করি আমি।’
হ্যাকারকে প্রথমে গুগল স্মার্ট স্পিকারের ওয়্যারলেস সংযোগ সীমার মধ্যে থাকতে হবে এবং গুগলের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাক অ্যাড্রেস জানতে হবে। এরপর হ্যাকার ‘ডিঅথেনটিকেশন প্যাকেট’ পাঠিয়ে স্পিকারটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে তাতে সেটআপ মোড চালু করতে পারবেন। আর এই সেটআপ মোডে হ্যাকার যন্ত্রটির বিস্তারিত তথ্য খুঁজে নিতে পারবেন এবং তা ব্যবহার করে নিজস্ব অ্যাকাউন্টের সঙ্গে এর সংযোগ স্থাপন করতে পারবেন। এরপর ইন্টারনেটের মাধ্যম স্পিকার ব্যবহারকারীর আলাপচারিতায় আড়ি পাততে পারবেন হ্যাকার।
তবে শুধু আড়িপাতাই যে সবচেয়ে বড় ভয়ের কারণ তা নয়, অনেক স্মার্ট হোম স্পিকার ব্যবহারকারী তাঁদের ডিভাইসগুলোকে অন্য বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যুক্ত করেন, যেমন: দরজার তালা এবং স্মার্ট সুইচ। ফলে ব্যবহারকারীর নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

মধ্যপ্রাচ্যের মরুভূমির বুকে ভ্রমণে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে সৌদি আরব। দেশটিতে এ বছর যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ড্রিম অব দ্য ডেজার্ট’ নামে মধ্যপ্রাচ্যের প্রথম বিলাসবহুল পর্যটন ট্রেন। এই বিশেষ ট্রেনের মাধ্যমে সৌদি আরব শুধু নতুন পরিবহনব্যবস্থা নয়, বিলাসবহুল ভ্রমণের এক ভিন্ন অভিজ্ঞতা উপহার...
৪৪ মিনিট আগে
স্বল্পতম দূরত্বে না হলেও ইকোনমি ক্লাসে দীর্ঘ ভ্রমণে আরামদায়ক অভিজ্ঞতা পেতে সিট নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, যাত্রা আরামদায়ক না হলে ভ্রমণের আনন্দে ভাটা পড়ে। সামনে বা পেছনে সিট নির্বাচনের ক্ষেত্রে বাস্তব কিছু সুবিধা ও অসুবিধা আছে।
৭ ঘণ্টা আগে
বর্তমানে গ্রিনল্যান্ডে চলছে হাড়কাঁপানো শীত। বছরের এ সময়ে আর্কটিকের এই বিশাল দ্বীপ প্রায় ২৪ ঘণ্টা অন্ধকারের চাদরে ঢাকা থাকে। কিন্তু এই হিমশীতল নীরবতা ভেঙে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ৫৬ হাজার জনসংখ্যার দ্বীপটি। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাঁর ‘গ্রিনল্যান্ড প্রয়োজন’।
১০ ঘণ্টা আগে
বর্তমান যুগে মানুষ বই পড়ার চেয়ে স্ক্রিনে স্ক্রল করতে বেশি অভ্যস্ত। এমন সময়ও প্যারিস শহরের মাঝখানে সেইন নদীর ধারে টিকে আছে সাড়ে চার শ বছরের বেশি পুরোনো এক বইয়ের বাজার। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এই বাজারে যাঁরা বই বিক্রি করেন, তাঁদের বলা হয় বুকিনিস্ত। পেশাটির সঙ্গে যুক্ত মানুষের কাছে এটি শুধু জীবিকা...
১৭ ঘণ্টা আগে