প্রযুক্তি ডেস্ক

নতুন বছরে আইপ্যাড প্রোসহ বেশ কয়েকটি নতুন ডিভাইস বাজারে আনবে অ্যাপল। অ্যাপলের নতুন আইপ্যাড প্রো মডেলে ব্যবহার করা হবে ওএলইডি ডিসপ্লে। ধারণা করা হচ্ছে, নতুন ডিসপ্লের আইপ্যাড প্রো ২০২৪ সালে বাজারে আসবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাক রিউমারসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই ওএলইডি ডিসপ্লে যুক্ত আইপ্যাড প্রো মডেল নিয়ে কাজ করছে অ্যাপল। আইপ্যাড গুলি ১১ দশমিক ১ ইঞ্চি এবং ১৩ ইঞ্চি ডিসপ্লের-দুটি সংস্করণে বাজারে আসবে। এ ছাড়া নতুন আইপ্যাড প্রো মডেলগুলোর ডিসপ্লে সরু বেজেল দ্বারা বেষ্টিত থাকবে। ডিসপ্লে বিশ্লেষক রস ইয়াং অবশ্য জানিয়েছিলেন, অ্যাপল ২০২৩ সালে একটি ১৪ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড প্রো মডেল বাজারে আনার পরিকল্পনা করছে।
গত অক্টোবরে অ্যাপল তাদের নতুন এমটু চিপসেটসহ ১১ ইঞ্চি এবং ১২ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড প্রো-এর দুটি সংস্করণ উন্মোচন করেছিল। উন্নত পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে অ্যাপলের নিজস্ব ‘এ ১৪ বায়োনিক’ প্রসেসর ব্যবহার করা হয়। অ্যাপল জানিয়েছে, প্রসেসরটি আগের মডেলের তুলনায় ২০ শতাংশ বেশি ভালো পারফরম্যান্স এবং ১০ শতাংশ বেশি ভালো গ্রাফিকস দিতে সক্ষম।
টাচস্ক্রিন ডিসপ্লের ম্যাকবুক আনার পরিকল্পনাও করছে অ্যাপল। ২০২৫ সালের শুরুর দিকে এই ম্যাকবুক বাজারে মিলতে পারে, নতুন ডিসপ্লে এলইডি প্রযুক্তির হবে বলে জানা গেছে। বহু ল্যাপটপ নির্মাতা অনেক আগেই টাচস্ক্রিন ডিসপ্লের ল্যাপটপ বাজারে সরবরাহ করছে। বহুদিন ধরেই ব্যবহারকারীরা ম্যাকবুকে টাচস্ক্রিন সুবিধা দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এবার ব্যবহারকারীদের দাবি মেনে নিয়ে এ নিয়ে কাজ শুরু করেছে কোম্পানিটি।
নিজেদের ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ তৈরির পরিকল্পনাও করছে অ্যাপল। ২০২৫ সালের শুরুতেই নিজেদের তৈরি ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ দিয়ে তৈরি আইফোন বাজারে আনার আশা করছে কোম্পানিটি। এখন আইফোনসহ নিজে তৈরি বিভিন্ন পণ্যে ব্রডকমের তৈরি ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ ব্যবহার করে অ্যাপল। সেমিকন্ডাক্টর ও অবকাঠামো সফটওয়্যার খাতের এই কোম্পানির সঙ্গে ২০২০ সালে প্রায় দেড় হাজার কোটি ডলারের চুক্তি করে অ্যাপল। আইফোনে নিজস্ব ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ ব্যবহার করলে বিপুল খরচ কমে আসবে অ্যাপলের। ২০১৯ সালে আইফোনে নিজের তৈরি মডেম ব্যবহারের জন্য ইনটেলের কাছ থেকে ১০০ কোটি ডলারের মডেম তৈরির প্রযুক্তি কিনেছিল প্রতিষ্ঠানটি।

নতুন বছরে আইপ্যাড প্রোসহ বেশ কয়েকটি নতুন ডিভাইস বাজারে আনবে অ্যাপল। অ্যাপলের নতুন আইপ্যাড প্রো মডেলে ব্যবহার করা হবে ওএলইডি ডিসপ্লে। ধারণা করা হচ্ছে, নতুন ডিসপ্লের আইপ্যাড প্রো ২০২৪ সালে বাজারে আসবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাক রিউমারসের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন ধরেই ওএলইডি ডিসপ্লে যুক্ত আইপ্যাড প্রো মডেল নিয়ে কাজ করছে অ্যাপল। আইপ্যাড গুলি ১১ দশমিক ১ ইঞ্চি এবং ১৩ ইঞ্চি ডিসপ্লের-দুটি সংস্করণে বাজারে আসবে। এ ছাড়া নতুন আইপ্যাড প্রো মডেলগুলোর ডিসপ্লে সরু বেজেল দ্বারা বেষ্টিত থাকবে। ডিসপ্লে বিশ্লেষক রস ইয়াং অবশ্য জানিয়েছিলেন, অ্যাপল ২০২৩ সালে একটি ১৪ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড প্রো মডেল বাজারে আনার পরিকল্পনা করছে।
গত অক্টোবরে অ্যাপল তাদের নতুন এমটু চিপসেটসহ ১১ ইঞ্চি এবং ১২ দশমিক ৯ ইঞ্চি ডিসপ্লের আইপ্যাড প্রো-এর দুটি সংস্করণ উন্মোচন করেছিল। উন্নত পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে অ্যাপলের নিজস্ব ‘এ ১৪ বায়োনিক’ প্রসেসর ব্যবহার করা হয়। অ্যাপল জানিয়েছে, প্রসেসরটি আগের মডেলের তুলনায় ২০ শতাংশ বেশি ভালো পারফরম্যান্স এবং ১০ শতাংশ বেশি ভালো গ্রাফিকস দিতে সক্ষম।
টাচস্ক্রিন ডিসপ্লের ম্যাকবুক আনার পরিকল্পনাও করছে অ্যাপল। ২০২৫ সালের শুরুর দিকে এই ম্যাকবুক বাজারে মিলতে পারে, নতুন ডিসপ্লে এলইডি প্রযুক্তির হবে বলে জানা গেছে। বহু ল্যাপটপ নির্মাতা অনেক আগেই টাচস্ক্রিন ডিসপ্লের ল্যাপটপ বাজারে সরবরাহ করছে। বহুদিন ধরেই ব্যবহারকারীরা ম্যাকবুকে টাচস্ক্রিন সুবিধা দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এবার ব্যবহারকারীদের দাবি মেনে নিয়ে এ নিয়ে কাজ শুরু করেছে কোম্পানিটি।
নিজেদের ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ তৈরির পরিকল্পনাও করছে অ্যাপল। ২০২৫ সালের শুরুতেই নিজেদের তৈরি ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ দিয়ে তৈরি আইফোন বাজারে আনার আশা করছে কোম্পানিটি। এখন আইফোনসহ নিজে তৈরি বিভিন্ন পণ্যে ব্রডকমের তৈরি ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ ব্যবহার করে অ্যাপল। সেমিকন্ডাক্টর ও অবকাঠামো সফটওয়্যার খাতের এই কোম্পানির সঙ্গে ২০২০ সালে প্রায় দেড় হাজার কোটি ডলারের চুক্তি করে অ্যাপল। আইফোনে নিজস্ব ওয়াই-ফাই ও ব্লুটুথ চিপ ব্যবহার করলে বিপুল খরচ কমে আসবে অ্যাপলের। ২০১৯ সালে আইফোনে নিজের তৈরি মডেম ব্যবহারের জন্য ইনটেলের কাছ থেকে ১০০ কোটি ডলারের মডেম তৈরির প্রযুক্তি কিনেছিল প্রতিষ্ঠানটি।

জনপ্রিয় বলিউড তারকাদের কাছে নববর্ষ কখনোই শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়ার মতো ঘটনা নয়। তাঁদের কাছে নতুন বছর মানে নতুন শুরুর উত্তেজনা, সংকল্প ও কৃতজ্ঞতা জানানোর নতুন কোনো কারণ। বর্তমানে বলিউডে জনপ্রিয় কয়েকজন তারকা রয়েছেন, যাঁরা ২০২৫ সালে নানাভাবে আলোচনায় ছিলেন।
১৩ ঘণ্টা আগে
নতুন বছর মানে পুরোনো জীর্ণতা পেছনে ফেলে নতুন শুরুর অঙ্গীকার। সম্পর্কের ক্ষেত্রেও এ কথাটি চিরন্তন সত্য। বছরের শুরুতে আমরা অনেকেই সম্পর্কের টানাপোড়েন নিয়ে চিন্তিত থাকি। ব্রিটিশ বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, বছরের প্রথম তিন মাসে বিবাহবিচ্ছেদের আবেদন পড়ে সবচেয়ে বেশি।
১৪ ঘণ্টা আগে
শীতে একবার হলেও হাঁসের মাংস খাওয়া হবে না, তা কি হয়? এত দিনেও যাঁরা হাঁসের মাংস রান্না করি করি করে রাঁধতে পারেননি, তাঁরা নতুন বছরের শুরুতে না হয় রেঁধে ফেলুন। শীতের রাতে পোলাও বা খিচুড়ির সঙ্গে অথবা রুমালি রুটি বা চালের আটার রুটি দিয়ে হাঁসের ঝাল ভুনা খেতে নিশ্চয়ই মন্দ লাগবে না! আপনাদের জন্য...
১৬ ঘণ্টা আগে
নিজ গ্রামের বাইরে বিয়ে করলে গুনতে হবে জরিমানা! এমন আইনের কথা কি শুনেছেন? কিংবা ধরুন বিয়ে নিবন্ধন না করে একসঙ্গে বসবাস করলেও গুনতে হবে অর্থ। আবার বিয়ের আগে গর্ভবতী হলে কিংবা বিয়ের পর ১০ মাসের কম সময়ের মধ্যে সন্তান জন্ম দিলেও গুনতে হবে জরিমানার অর্থ! ২০২৬ সালে এসে এমন আইনের কথা শুনলে...
১৮ ঘণ্টা আগে