
আগামী মাসে অ্যাপল কোম্পানির নতুন সিরিজ আইফোন ১৫ প্রো মডেল বাজারে আসছে। আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে সোনালি ও গাড় বেগুনি রঙ থাকছে না। এই সিরিজে স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ব্যবহার করা হবে।
নতুন মডেল দুটিতে স্পেস ব্ল্যাক (কালো) ও সিলভার (রুপালি) রঙের পাশাপাশি ডার্ক ব্লু (গাড় নীল) ও টাইটান গ্রে (ধূসর) ব্যবহার করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘নাইন টু ফাইভ ম্যাক’ এর বরাত দিয়ে গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
আইফোন ১৫ প্রো মডেলে শক্তিশালী ৩ এনএম এ১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হতে পারে, যা ফোনটির কর্মক্ষমতা ও ব্যাটারির দক্ষতা বৃদ্ধি করবে। আইফোন ১৫ প্রো ম্যাক্সে নতুন অপটিক্যাল জুমসহ পেরিস্কোপ ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গারমান এর আগে দাবি করেন, অ্যাপল আইফোন ১৫ প্রো মডেলে স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ব্যবহার করা হবে। এর ফলে ফোনগুলো আরও টেকসই ও হালকা হবে। তিনি বলছেন, আইফোন ১৫ সিরিজ সেপ্টেম্বরের ১২ তারিখে বাজারে চালু করা হবে।
এদিকে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেল দুটি কাল, নীল, সবুজ, গোলাপী ও হলুদ রঙে পাওয়া যাবে।
আইফোন ১৫ সিরিজের প্রতিটি ফোনে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। ইউএসবি টাইপ সি পোর্টের ফলে আইফোনে ডেটা ট্রান্সমিশনের গতি বেড়ে যাবে।
তথ্যসূত্র সঠিক হলে, ফোনগুলোর ডেটা ট্রান্সমিশনের গতি হবে ৪০ জিবিপিএস। ফোনটিতে আধুনিক ইউএসবি কানেক্টরসহ ৩৫ ওয়াটের চার্জার থাকবে। চারটি মডেলেই ডাইনামিক আইল্যান্ড ফিচারটি থাকবে।

আগামী মাসে অ্যাপল কোম্পানির নতুন সিরিজ আইফোন ১৫ প্রো মডেল বাজারে আসছে। আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে সোনালি ও গাড় বেগুনি রঙ থাকছে না। এই সিরিজে স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ব্যবহার করা হবে।
নতুন মডেল দুটিতে স্পেস ব্ল্যাক (কালো) ও সিলভার (রুপালি) রঙের পাশাপাশি ডার্ক ব্লু (গাড় নীল) ও টাইটান গ্রে (ধূসর) ব্যবহার করা হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘নাইন টু ফাইভ ম্যাক’ এর বরাত দিয়ে গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
আইফোন ১৫ প্রো মডেলে শক্তিশালী ৩ এনএম এ১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হতে পারে, যা ফোনটির কর্মক্ষমতা ও ব্যাটারির দক্ষতা বৃদ্ধি করবে। আইফোন ১৫ প্রো ম্যাক্সে নতুন অপটিক্যাল জুমসহ পেরিস্কোপ ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গারমান এর আগে দাবি করেন, অ্যাপল আইফোন ১৫ প্রো মডেলে স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চ্যাসিস ব্যবহার করা হবে। এর ফলে ফোনগুলো আরও টেকসই ও হালকা হবে। তিনি বলছেন, আইফোন ১৫ সিরিজ সেপ্টেম্বরের ১২ তারিখে বাজারে চালু করা হবে।
এদিকে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাস মডেল দুটি কাল, নীল, সবুজ, গোলাপী ও হলুদ রঙে পাওয়া যাবে।
আইফোন ১৫ সিরিজের প্রতিটি ফোনে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি টাইপ সি পোর্ট থাকবে। ইউএসবি টাইপ সি পোর্টের ফলে আইফোনে ডেটা ট্রান্সমিশনের গতি বেড়ে যাবে।
তথ্যসূত্র সঠিক হলে, ফোনগুলোর ডেটা ট্রান্সমিশনের গতি হবে ৪০ জিবিপিএস। ফোনটিতে আধুনিক ইউএসবি কানেক্টরসহ ৩৫ ওয়াটের চার্জার থাকবে। চারটি মডেলেই ডাইনামিক আইল্যান্ড ফিচারটি থাকবে।

সুগন্ধি শুধু একটি প্রসাধনী নয়, বরং এটি মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি স্মৃতি, বিজ্ঞান এবং আত্মপ্রকাশের এক চমৎকার মিশেল। এটি আমাদের মেজাজ ভালো করে এবং আমাদের দিনকে আরও আনন্দময় করে তোলে। বর্তমানে বিশ্বব্যাপী পারফিউমের বাজার প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের; যা ২০৩৪ সাল নাগাদ ১০১ দশমিক ৪৭ বিলিয়ন
৭ ঘণ্টা আগে
আসছে নতুন বছর। পুরোনো বছরের চুলের যত সমস্যা সব যেন নতুন বছরেই সমাধান হয়ে যায়. তাই তো চাইছেন? অন্ধভাবে চুলের যত্নের পণ্য কিনে হতাশ হওয়ার পর্ব শেষ করে কোন পণ্যটি আপনার চুলের জন্য আসলেই ভালো হবে, সেদিকে নজর দেওয়ার বছর হতে যাচ্ছে ২০২৬। ঘন ও স্বাস্থ্য়োজ্জ্বল চুল পেতে হলে ভালো অভ্যাস গড়ে তোলাও জরুরি।
৮ ঘণ্টা আগে
নানের উৎস নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও অনেক খাদ্য ঐতিহাসিক বিশ্বাস করেন, এই রুটির জন্ম প্রাচীন পারস্যে (বর্তমান ইরান)। কারণ, নান শব্দটি ফারসি শব্দ ব্রেড বা রুটি থেকে এসেছে। পারস্যবাসীরা জল ও ময়দা দিয়ে এই রুটি তৈরি করত এবং সম্ভবত উত্তপ্ত নুড়ি পাথরের ওপর এটি সেঁকা হতো।
৯ ঘণ্টা আগে
ঘরকে পরিপাটি রাখার জন্য বেশ কিছু বিষয়ের ওপরে নজর থাকতে হয়। ধুলা মোছা থেকে শুরু করে জায়গা বুঝে আসবাব রাখা পর্যন্ত সবকিছু। এর সঙ্গে একটি বিশেষ দিকে খেয়াল রাখতে হয়, তা হলো ঘরের বাতাসে যেন কোনো দুর্গন্ধ না থাকে। আর সে জন্য অনেকে ব্যবহার করেন বিভিন্ন স্প্রে। আবার কেউ কেউ প্রাকৃতিক উপায়ে ঘরের বাতাসে একটা
১১ ঘণ্টা আগে