
ব্যবহারকারীদের প্রোফাইলে গান যুক্ত করার সুবিধা নিয়ে এল ইনস্টাগ্রাম। এর আগে শুধু পোস্ট, রিলস ও স্টোরির সঙ্গে গান যুক্ত করার সুবিধা ছিল। এখন প্রোফাইল বায়োতে ৩০ সেকেন্ডের একটি গান যোগ করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তবে গানটি প্রোফাইলে ঢোকার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না, গানটি শোনার জন্য এতে ট্যাপ করতে হবে।
এই নতুন ফিচারের প্রচারণার জন্য ‘এস্প্রেসো’ গানের গায়িকা সাবরিনা কারপেন্টারের সঙ্গে চুক্তি করেছে ইনস্টাগ্রাম। গত শুক্রবারে এই ফিচারের মাধ্যমে সাবরিনার প্রোফাইলে তার অপ্রকাশিত গানের কিছু অংশ প্রকাশ করা হয়। প্রথমবারের মতো ভক্তদের এই গান শোনার সুযোগ দেবে ফিচারটি।
ইনস্টাগ্রাম বলছে, গানটি পূর্ণ মুক্তির আগে শোনার ভক্তদের একটি বিশেষ সুযোগ প্রদান করবে এই ফিচার।
প্রোফাইলে গান যুক্ত করবেন যেভাবে
ইনস্টাগ্রাম প্রোফাইলে গান যুক্ত করার জন্য আপনার ফোনে অ্যাপটির সর্বশেষ সংস্করণ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। এরপর নিজের প্রোফাইলে ঢুকে ‘এডিট প্রোফাইল’ অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে স্ক্রল করে ‘মিউজিক’ সেকশনটি খুঁজে বের করতে হবে। এখন ‘অ্যাড মিউজিক টু ইউওর প্রোফাইল’–এ ট্যাপ করতে হবে ফলে একটি নতুন পেজ চালু হবে। এই পেজ থেকে পছন্দের গান নির্বাচন করুন। এবার ৩০ সেকেন্ডে গানটির কতটুকু অংশ রাখতে চান তা নির্বাচন করুন। গানটি ব্যবহারকারীর প্রোফাইলে থাকবে যতক্ষণ না তারা সেটি মুছে ফেলে বা নতুন গান দিয়ে আপডেট করে।
গত বছর নোটস ও ক্যারাসোল পোস্টে গান যুক্ত করা সুবিধা নিয়ে আসে ইনস্টাগ্রাম।
এ ছাড়া ইনস্টাগ্রামের নোটস ফিচারের এখন রঙের পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে নোটগুলো লিখলে এতে নোটস ফিচারের রঙের পরিবর্তন দেখা যাবে। বর্তমানে ‘ডেমিউর’, ‘কিউটসি’, ‘কনসিডারেট’ ও ‘মাইন্ডফুল’—এই চারটি শব্দ ব্যবহার করলে নোটসের পরিবর্তন হবে। শব্দগুলো ব্যবহার করলে গোলাপি রঙের বিভিন্ন বর্ণ দেখা যাবে।
এর আগে নোটসে ‘সোনালি’ রং ব্যবহার করেছিল ইনস্টাগ্রাম। পরবর্তীতে ফিচারটি বাতিল করা হয়। তাই নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে আর ব্যবহারকারীরা নোটসের রং সোনালি করতে পারে না।

ব্যবহারকারীদের প্রোফাইলে গান যুক্ত করার সুবিধা নিয়ে এল ইনস্টাগ্রাম। এর আগে শুধু পোস্ট, রিলস ও স্টোরির সঙ্গে গান যুক্ত করার সুবিধা ছিল। এখন প্রোফাইল বায়োতে ৩০ সেকেন্ডের একটি গান যোগ করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তবে গানটি প্রোফাইলে ঢোকার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না, গানটি শোনার জন্য এতে ট্যাপ করতে হবে।
এই নতুন ফিচারের প্রচারণার জন্য ‘এস্প্রেসো’ গানের গায়িকা সাবরিনা কারপেন্টারের সঙ্গে চুক্তি করেছে ইনস্টাগ্রাম। গত শুক্রবারে এই ফিচারের মাধ্যমে সাবরিনার প্রোফাইলে তার অপ্রকাশিত গানের কিছু অংশ প্রকাশ করা হয়। প্রথমবারের মতো ভক্তদের এই গান শোনার সুযোগ দেবে ফিচারটি।
ইনস্টাগ্রাম বলছে, গানটি পূর্ণ মুক্তির আগে শোনার ভক্তদের একটি বিশেষ সুযোগ প্রদান করবে এই ফিচার।
প্রোফাইলে গান যুক্ত করবেন যেভাবে
ইনস্টাগ্রাম প্রোফাইলে গান যুক্ত করার জন্য আপনার ফোনে অ্যাপটির সর্বশেষ সংস্করণ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। এরপর নিজের প্রোফাইলে ঢুকে ‘এডিট প্রোফাইল’ অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে স্ক্রল করে ‘মিউজিক’ সেকশনটি খুঁজে বের করতে হবে। এখন ‘অ্যাড মিউজিক টু ইউওর প্রোফাইল’–এ ট্যাপ করতে হবে ফলে একটি নতুন পেজ চালু হবে। এই পেজ থেকে পছন্দের গান নির্বাচন করুন। এবার ৩০ সেকেন্ডে গানটির কতটুকু অংশ রাখতে চান তা নির্বাচন করুন। গানটি ব্যবহারকারীর প্রোফাইলে থাকবে যতক্ষণ না তারা সেটি মুছে ফেলে বা নতুন গান দিয়ে আপডেট করে।
গত বছর নোটস ও ক্যারাসোল পোস্টে গান যুক্ত করা সুবিধা নিয়ে আসে ইনস্টাগ্রাম।
এ ছাড়া ইনস্টাগ্রামের নোটস ফিচারের এখন রঙের পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে নোটগুলো লিখলে এতে নোটস ফিচারের রঙের পরিবর্তন দেখা যাবে। বর্তমানে ‘ডেমিউর’, ‘কিউটসি’, ‘কনসিডারেট’ ও ‘মাইন্ডফুল’—এই চারটি শব্দ ব্যবহার করলে নোটসের পরিবর্তন হবে। শব্দগুলো ব্যবহার করলে গোলাপি রঙের বিভিন্ন বর্ণ দেখা যাবে।
এর আগে নোটসে ‘সোনালি’ রং ব্যবহার করেছিল ইনস্টাগ্রাম। পরবর্তীতে ফিচারটি বাতিল করা হয়। তাই নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে আর ব্যবহারকারীরা নোটসের রং সোনালি করতে পারে না।

নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
৪ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
৬ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১১ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১২ ঘণ্টা আগে