
আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দুর্দান্ত প্রযুক্তি নিয়ে গত রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে উন্মোচিত হয়েছে ‘অপো রেনো ১৩ সিরিজ’। বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সিরিজের দুটি মডেল—অপো রেনো ১৩ ৫জি এবং অপো রেনো ১৩ এফ—প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের পানির নিচেও উচ্চমানের ছবি ও ভিডিও ধারণের সুযোগ দেবে।
অপোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপি ৬৯–রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তির ফলে পানির দুই মিটার গভীরেও ৩০ মিনিট পর্যন্ত স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। এ ছাড়া, পানির নিচে পর্যাপ্ত আলো ও রঙের ভারসাম্য নিশ্চিত করতে অপোর এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম কার্যকরভাবে ফোকাস, রং ও কনট্রাস্ট উন্নত করবে।
‘রেনো ১৩ সিরিজ’-এ নতুন ‘এআই লাইভ ফটো’ ফিচার সংযোজিত হয়েছে, যা শাটার প্রেসের আগে–পরে ১.৫ সেকেন্ডের টাইম ক্যাপসুল রেকর্ড করে। এআই ডি–ব্লারিং, ইআইএস ও ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম যে কোনো শট স্থিতিশীল রাখতে সাহায্য করে।
এ ছাড়া, এআই এডিটর স্যুট–এর মাধ্যমে ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’ ঝাপসা ছবির রেজ্যুলেশন বাড়ায়, ‘এআই আনব্লার’ মোশন–ব্লার শট শার্প করে, ‘এআই রিফ্লেকশন রিমুভার’ অযাচিত রিফ্লেকশন মুছে ফেলে এবং ‘এআই ইরেজার ২.০’ অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে নিখুঁত ছবি তৈরি করে।
গেমার ও স্ট্রিমারদের জন্য এতে রয়েছে এআই লিংকবুস্ট ২.০ প্রযুক্তি। দুর্বল সিগন্যাল এবং জনসমাবেশ স্থলেও নেটওয়ার্ক থাকে শক্তিশালী।
এর ও+ কানেক্ট অ্যাপের মাধ্যমে অপো ও আইওএস ডিভাইসের মধ্যে নির্বিঘ্নে ফাইল শেয়ারিং সম্ভব।
অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, ‘মেক ইউর মোমেন্ট প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বর্তমান সময়কে ধারণ ও ভালো লাগার মুহূর্তকে গ্রহণের জন্য একটি নতুন প্রজন্মকে ক্ষমতায়িত করছি। তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই অপো রেনো ১৩ সিরিজ টি ডিজাইন করা হয়েছে।’
ফোনের কনফিগারেশন
অপো রেনো ১৩ সিরিজ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে
৫৬০০ এমএএইচ ব্যাটারি
৮০ ওয়াট সুপারভোগ চার্জিং
১২ জিবি র্যাম (১২ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে ৬৯ হাজার ৯৯০ টাকায়।
রেনো ১৩ এফ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে
৫৮০০ এমএএইচ ব্যাটারি
৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং
৮ জিবি র্যাম (৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে ৩৪ হাজার ৯৯০ টাকায়।

আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দুর্দান্ত প্রযুক্তি নিয়ে গত রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে উন্মোচিত হয়েছে ‘অপো রেনো ১৩ সিরিজ’। বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সিরিজের দুটি মডেল—অপো রেনো ১৩ ৫জি এবং অপো রেনো ১৩ এফ—প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের পানির নিচেও উচ্চমানের ছবি ও ভিডিও ধারণের সুযোগ দেবে।
অপোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপি ৬৯–রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তির ফলে পানির দুই মিটার গভীরেও ৩০ মিনিট পর্যন্ত স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। এ ছাড়া, পানির নিচে পর্যাপ্ত আলো ও রঙের ভারসাম্য নিশ্চিত করতে অপোর এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম কার্যকরভাবে ফোকাস, রং ও কনট্রাস্ট উন্নত করবে।
‘রেনো ১৩ সিরিজ’-এ নতুন ‘এআই লাইভ ফটো’ ফিচার সংযোজিত হয়েছে, যা শাটার প্রেসের আগে–পরে ১.৫ সেকেন্ডের টাইম ক্যাপসুল রেকর্ড করে। এআই ডি–ব্লারিং, ইআইএস ও ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম যে কোনো শট স্থিতিশীল রাখতে সাহায্য করে।
এ ছাড়া, এআই এডিটর স্যুট–এর মাধ্যমে ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’ ঝাপসা ছবির রেজ্যুলেশন বাড়ায়, ‘এআই আনব্লার’ মোশন–ব্লার শট শার্প করে, ‘এআই রিফ্লেকশন রিমুভার’ অযাচিত রিফ্লেকশন মুছে ফেলে এবং ‘এআই ইরেজার ২.০’ অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে নিখুঁত ছবি তৈরি করে।
গেমার ও স্ট্রিমারদের জন্য এতে রয়েছে এআই লিংকবুস্ট ২.০ প্রযুক্তি। দুর্বল সিগন্যাল এবং জনসমাবেশ স্থলেও নেটওয়ার্ক থাকে শক্তিশালী।
এর ও+ কানেক্ট অ্যাপের মাধ্যমে অপো ও আইওএস ডিভাইসের মধ্যে নির্বিঘ্নে ফাইল শেয়ারিং সম্ভব।
অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, ‘মেক ইউর মোমেন্ট প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বর্তমান সময়কে ধারণ ও ভালো লাগার মুহূর্তকে গ্রহণের জন্য একটি নতুন প্রজন্মকে ক্ষমতায়িত করছি। তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই অপো রেনো ১৩ সিরিজ টি ডিজাইন করা হয়েছে।’
ফোনের কনফিগারেশন
অপো রেনো ১৩ সিরিজ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে
৫৬০০ এমএএইচ ব্যাটারি
৮০ ওয়াট সুপারভোগ চার্জিং
১২ জিবি র্যাম (১২ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে ৬৯ হাজার ৯৯০ টাকায়।
রেনো ১৩ এফ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে
৫৮০০ এমএএইচ ব্যাটারি
৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং
৮ জিবি র্যাম (৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে ৩৪ হাজার ৯৯০ টাকায়।

ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
১০ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
১২ ঘণ্টা আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
১৪ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
১৬ ঘণ্টা আগে