তানভীর হাসান, শাবিপ্রবি

‘স্টেপস টুওয়ার্ড ইয়োর ড্রিম’ স্লোগানে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি একঝাঁক স্বপ্নবাজ তরুণের হাতে গড়ে ওঠে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ারবিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’। পড়ালেখা শেষ করে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন নাকি বিসিএস ক্যাডার, ব্যাংকার, করপোরেট চাকরি, উদ্যোক্তা হবেন—এসব নিয়ে থাকেন দ্বিধাগ্রস্ত।
আর এমন সিদ্ধান্তহীনতায় নষ্ট হয়ে যায় অনেকটা সময়। এসব শিক্ষার্থীকে সহায়তার জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমানে দশম কমিটির ৬০ জন কার্যনির্বাহী সদস্য এবং শুরু থেকে ৩ হাজার ৫০০ জনের বেশি সদস্য ক্লাবটির সঙ্গে যুক্ত রয়েছেন।
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে ক্লাবটি প্রতিবছর ক্যাম্পাসে ‘জব ফেস্ট’ বা ‘চাকরি মেলার’ আয়োজন করে।সংগঠনটি নবীন শিক্ষার্থীদের তিনটি ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষা এবং একটি বিষয়ের ওপর প্রেজেন্টেশন নিয়ে ‘ট্যালেন্ট হান্ট’ করে থাকে। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মাস্টারমাইন্ড’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে থাকে তারা।
পড়ালেখার বাইরে খেলাধুলা, সংগীত, বিতর্ক, সাহিত্য, উদ্ভাবন, নাটকসহ নানা বিষয়ে মেধার পরিচয় দেওয়া শিক্ষার্থীদের সম্মান জানিয়ে ক্লাবটি ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব ফেস্টিভ্যাল’ উদ্যাপন করে থাকে।
প্রতি সপ্তাহে কুইজ প্রতিযোগিতা, গবেষণা-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ধারণার জন্য ‘রিসার্চ টক’, শিক্ষা, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে ‘নলেজ টক’ নামে সেমিনার আয়োজন করে সাস্ট ক্যারিয়ার ক্লাব। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহায়তার জন্য নিয়মিত আয়োজন করা হয় বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও কর্মশালা। এ ছাড়া নিয়মিত চাকরির বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা এবং চাকরির প্রস্তুতি বিষয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বিসিএস, ব্যাংক জব, সরকারি জব, করপোরেট জব, গবেষণা, উচ্চশিক্ষা, সেই সঙ্গে উদ্যোক্তা হওয়া নিয়েও বছরব্যাপী ক্যাম্পাসে নানা আয়োজন করে থাকেন ক্লাবের স্বপ্নবাজ তরুণেরা।
সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক জুবাইর আহসান জানান, শিক্ষার্থীরা যেসব কারণে তাঁদের ক্যারিয়ারকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন, সেগুলো নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি করার পরিকল্পনা আছে সংগঠনটির।
সংগঠনের সভাপতি মো. সাকিব হাসান রাসেল বলেন, ‘আমরা চেষ্টা করি একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পর্যায় থেকেই যেন তাঁর লক্ষ্য নির্ধারণ করতে পারেন।’

‘স্টেপস টুওয়ার্ড ইয়োর ড্রিম’ স্লোগানে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি একঝাঁক স্বপ্নবাজ তরুণের হাতে গড়ে ওঠে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ারবিষয়ক সংগঠন ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব’। পড়ালেখা শেষ করে অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাবেন নাকি বিসিএস ক্যাডার, ব্যাংকার, করপোরেট চাকরি, উদ্যোক্তা হবেন—এসব নিয়ে থাকেন দ্বিধাগ্রস্ত।
আর এমন সিদ্ধান্তহীনতায় নষ্ট হয়ে যায় অনেকটা সময়। এসব শিক্ষার্থীকে সহায়তার জন্য কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমানে দশম কমিটির ৬০ জন কার্যনির্বাহী সদস্য এবং শুরু থেকে ৩ হাজার ৫০০ জনের বেশি সদস্য ক্লাবটির সঙ্গে যুক্ত রয়েছেন।
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে ক্লাবটি প্রতিবছর ক্যাম্পাসে ‘জব ফেস্ট’ বা ‘চাকরি মেলার’ আয়োজন করে।সংগঠনটি নবীন শিক্ষার্থীদের তিনটি ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষা এবং একটি বিষয়ের ওপর প্রেজেন্টেশন নিয়ে ‘ট্যালেন্ট হান্ট’ করে থাকে। এ ছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘মাস্টারমাইন্ড’ নামে একটি প্রতিযোগিতার আয়োজন করে থাকে তারা।
পড়ালেখার বাইরে খেলাধুলা, সংগীত, বিতর্ক, সাহিত্য, উদ্ভাবন, নাটকসহ নানা বিষয়ে মেধার পরিচয় দেওয়া শিক্ষার্থীদের সম্মান জানিয়ে ক্লাবটি ‘সাস্ট ক্যারিয়ার ক্লাব ফেস্টিভ্যাল’ উদ্যাপন করে থাকে।
প্রতি সপ্তাহে কুইজ প্রতিযোগিতা, গবেষণা-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে ধারণার জন্য ‘রিসার্চ টক’, শিক্ষা, সমাজ, সংস্কৃতি, রাজনীতি, মুক্তিযুদ্ধ ও বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে ‘নলেজ টক’ নামে সেমিনার আয়োজন করে সাস্ট ক্যারিয়ার ক্লাব। পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহায়তার জন্য নিয়মিত আয়োজন করা হয় বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও কর্মশালা। এ ছাড়া নিয়মিত চাকরির বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা এবং চাকরির প্রস্তুতি বিষয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বিসিএস, ব্যাংক জব, সরকারি জব, করপোরেট জব, গবেষণা, উচ্চশিক্ষা, সেই সঙ্গে উদ্যোক্তা হওয়া নিয়েও বছরব্যাপী ক্যাম্পাসে নানা আয়োজন করে থাকেন ক্লাবের স্বপ্নবাজ তরুণেরা।
সংগঠনটির বর্তমান সাধারণ সম্পাদক জুবাইর আহসান জানান, শিক্ষার্থীরা যেসব কারণে তাঁদের ক্যারিয়ারকেন্দ্রিক চিন্তাভাবনা থেকে লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন, সেগুলো নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি করার পরিকল্পনা আছে সংগঠনটির।
সংগঠনের সভাপতি মো. সাকিব হাসান রাসেল বলেন, ‘আমরা চেষ্টা করি একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক পর্যায় থেকেই যেন তাঁর লক্ষ্য নির্ধারণ করতে পারেন।’

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১৫ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১৭ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৯ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৯ ঘণ্টা আগে