নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনেকটা সময় দিয়ে, ধৈর্যের সঙ্গে, মনের মাধুরী মিশিয়ে যেসব বধূ রান্নার আয়োজন করেন, তাঁদের জন্যই ‘ঠাকুরবাড়ির রান্না’ বইটি প্রকাশ করেন পূর্ণিমা ঠাকুর। ঠাকুর পরিবারের ইন্দিরা দেবী চৌধুরানীও রান্না বিষয়ে পারদর্শী ছিলেন। রান্নার প্রতি ভালোবাসা থেকেই ইন্দিরা দেবী একটা লম্বা খাতা বানিয়েছিলেন, যেখানে ঠাকুরবাড়ির বিশেষ পদসহ পছন্দের সব খাবারের রেসিপি টুকে রাখতেন তিনি। সেই খাতা সময়ের ধারাবাহিকতায় এসে পড়ে পূর্ণিমা ঠাকুরের হাতে। মায়ের কাছে শেখা রান্না আর সেই পুরোনো খাতার রেসিপি মিলিয়ে পূর্ণিমা ঠাকুর ১৯৮৬ সালে প্রকাশ করেন ‘ঠাকুরবাড়ির রান্না’ বইটি। সে বই থেকে ৩টি রেসিপি রইল পাঠকদের জন্য।
আলুর দম
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। কড়াইয়ে ঘি চড়িয়ে কাঁচা মরিচ দিতে হবে। এবার একটু টকদই, আদা ও পোস্তবাটা দিতে হবে। বেশ ভালো করে কষে নিয়ে সেদ্ধ আলু দিতে হবে। এবার লবণ, চিনি ও একটু পানি দিতে হবে। পানি শুকিয়ে আলু মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে।
পোস্তবাটা দিয়ে মাছ
রুই বা ট্যাংরা মাছ লাগবে। আলু ছোট ছোট করে কাটতে হবে। রসুন ও পোস্তবাটা লাগবে। মাছ ভালো করে ভেজে নিতে হবে। একই কড়াইয়ে রসুনবাটা দিয়ে কেটে রাখা আলু দিয়ে বেশ ভালোভাবে ভাজতে হবে। লবণ ও কাঁচা মরিচ দিতে হবে। কিছুক্ষণ পর পোস্তবাটা দিয়ে নাড়তে হবে। পোস্ত লাল হলে পানি দিয়ে ফুটে উঠলে মাছ দিয়ে দিতে হবে। আলু সেদ্ধ হলে ও পানি কমে এলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।
ছোলার ডাল তেঁতুল দিয়ে
ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে কাঁচা মরিচ দিয়ে। জিরা ও শুকনো মরিচ তাওয়ায় টেলে গুঁড়ো করে নিন। তেঁতুল আন্দাজমতো গুলে রাখতে হবে। সঙ্গে পেঁয়াজ ও রসুনও কুচি করে রাখতে হবে।
চুলায় তেল গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে নিয়ে সেদ্ধ করা ডাল ফুটিয়ে নিতে হবে। বেশ খানিকটা ফুটে উঠলে গুলে রাখা তেঁতুল, লবণ ও অল্প চিনি দিতে হবে। ঘন হয়ে সুন্দর গন্ধ বের হলে নামিয়ে ওপর থেকে গুঁড়ো মসলা ছড়িয়ে দিতে হবে। চাইলে গরম মসলাবাটা ও ঘি ছড়িয়ে দেওয়া যায়।

অনেকটা সময় দিয়ে, ধৈর্যের সঙ্গে, মনের মাধুরী মিশিয়ে যেসব বধূ রান্নার আয়োজন করেন, তাঁদের জন্যই ‘ঠাকুরবাড়ির রান্না’ বইটি প্রকাশ করেন পূর্ণিমা ঠাকুর। ঠাকুর পরিবারের ইন্দিরা দেবী চৌধুরানীও রান্না বিষয়ে পারদর্শী ছিলেন। রান্নার প্রতি ভালোবাসা থেকেই ইন্দিরা দেবী একটা লম্বা খাতা বানিয়েছিলেন, যেখানে ঠাকুরবাড়ির বিশেষ পদসহ পছন্দের সব খাবারের রেসিপি টুকে রাখতেন তিনি। সেই খাতা সময়ের ধারাবাহিকতায় এসে পড়ে পূর্ণিমা ঠাকুরের হাতে। মায়ের কাছে শেখা রান্না আর সেই পুরোনো খাতার রেসিপি মিলিয়ে পূর্ণিমা ঠাকুর ১৯৮৬ সালে প্রকাশ করেন ‘ঠাকুরবাড়ির রান্না’ বইটি। সে বই থেকে ৩টি রেসিপি রইল পাঠকদের জন্য।
আলুর দম
আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিতে হবে। কড়াইয়ে ঘি চড়িয়ে কাঁচা মরিচ দিতে হবে। এবার একটু টকদই, আদা ও পোস্তবাটা দিতে হবে। বেশ ভালো করে কষে নিয়ে সেদ্ধ আলু দিতে হবে। এবার লবণ, চিনি ও একটু পানি দিতে হবে। পানি শুকিয়ে আলু মাখা মাখা হলে নামিয়ে নিতে হবে।
পোস্তবাটা দিয়ে মাছ
রুই বা ট্যাংরা মাছ লাগবে। আলু ছোট ছোট করে কাটতে হবে। রসুন ও পোস্তবাটা লাগবে। মাছ ভালো করে ভেজে নিতে হবে। একই কড়াইয়ে রসুনবাটা দিয়ে কেটে রাখা আলু দিয়ে বেশ ভালোভাবে ভাজতে হবে। লবণ ও কাঁচা মরিচ দিতে হবে। কিছুক্ষণ পর পোস্তবাটা দিয়ে নাড়তে হবে। পোস্ত লাল হলে পানি দিয়ে ফুটে উঠলে মাছ দিয়ে দিতে হবে। আলু সেদ্ধ হলে ও পানি কমে এলে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।
ছোলার ডাল তেঁতুল দিয়ে
ছোলার ডাল সেদ্ধ করে নিতে হবে কাঁচা মরিচ দিয়ে। জিরা ও শুকনো মরিচ তাওয়ায় টেলে গুঁড়ো করে নিন। তেঁতুল আন্দাজমতো গুলে রাখতে হবে। সঙ্গে পেঁয়াজ ও রসুনও কুচি করে রাখতে হবে।
চুলায় তেল গরম করে পেঁয়াজ ও রসুন ভেজে নিয়ে সেদ্ধ করা ডাল ফুটিয়ে নিতে হবে। বেশ খানিকটা ফুটে উঠলে গুলে রাখা তেঁতুল, লবণ ও অল্প চিনি দিতে হবে। ঘন হয়ে সুন্দর গন্ধ বের হলে নামিয়ে ওপর থেকে গুঁড়ো মসলা ছড়িয়ে দিতে হবে। চাইলে গরম মসলাবাটা ও ঘি ছড়িয়ে দেওয়া যায়।

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১২ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১৪ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
১৬ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
১৬ ঘণ্টা আগে