নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের কেনাকাটা প্রায় শেষ। এই শেষ মুহূর্তে ঘরের ভেতরটা কীভাবে সাজাবেন ভেবেছেন কি? বসার কিংবা শোওয়ার ঘরে রাখতে পারেন তাজা ফুলের তোড়া। এটি ঈদের দিন আপনার ঘর রাখবে সতেজ ও সুরভিত।
বসার ঘরের কোনায়, টি-টেবিলের মাঝ বরাবর, খাবার টেবিলের এক কোনায় এবং শোয়ার ঘরে খাটের এক কোনায় তাজা গোলাপ, গ্লডিওলাস, রজনীগন্ধা রাখতে পারেন। সিরামিক, টেরাকোটা কিংবা মাটির ফুলদানিতে সাজাতে পারেন প্রিয় ফুল।
দরজার পেছনে ও বসার ঘরে মাঝারি আকারের ফুলদানিতে লম্বা ডাঁটার ফুল রাখতে পারেন। খাবার টেবিলের ওপর ছোট ফুলদানি রেখে ছোট ফুল ও পাতা দিয়ে সাজানো তোড়া রাখতে পারেন।
বাথরুমের বেসিনের সামনে পছন্দের ফুল রেখে দিতে পারেন। এতে মন ফুরফুরে থাকবে। সুরভিত থাকবে ঘর।
ফুলদানিতে ফুল রাখলে নিয়মিত পানি বদলাতে হবে। ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে ফুল সতেজ থাকবে। তেরছা ভাবে ফুলের ডগা কেটে রাখতে পারেন।
কোথায় পাবেন
ঈদের সময় পাড়ার মোড়ে বসা ফুলের দোকান থেকে তাজা ফুল কিনুন। এ ছাড়া পুষ্পনীড় ওয়েডিং প্ল্যানিং অ্যান্ড ইভেন্ট, মারুফ ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, স্কাই বর্ন ইভেন্ট অ্যান্ড ওয়েডিং প্ল্যানার, কালার টাচ ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে বড় ফুলের দোকানগুলো থেকে কিনতে পারেন পছন্দের ফুল।

ঈদের কেনাকাটা প্রায় শেষ। এই শেষ মুহূর্তে ঘরের ভেতরটা কীভাবে সাজাবেন ভেবেছেন কি? বসার কিংবা শোওয়ার ঘরে রাখতে পারেন তাজা ফুলের তোড়া। এটি ঈদের দিন আপনার ঘর রাখবে সতেজ ও সুরভিত।
বসার ঘরের কোনায়, টি-টেবিলের মাঝ বরাবর, খাবার টেবিলের এক কোনায় এবং শোয়ার ঘরে খাটের এক কোনায় তাজা গোলাপ, গ্লডিওলাস, রজনীগন্ধা রাখতে পারেন। সিরামিক, টেরাকোটা কিংবা মাটির ফুলদানিতে সাজাতে পারেন প্রিয় ফুল।
দরজার পেছনে ও বসার ঘরে মাঝারি আকারের ফুলদানিতে লম্বা ডাঁটার ফুল রাখতে পারেন। খাবার টেবিলের ওপর ছোট ফুলদানি রেখে ছোট ফুল ও পাতা দিয়ে সাজানো তোড়া রাখতে পারেন।
বাথরুমের বেসিনের সামনে পছন্দের ফুল রেখে দিতে পারেন। এতে মন ফুরফুরে থাকবে। সুরভিত থাকবে ঘর।
ফুলদানিতে ফুল রাখলে নিয়মিত পানি বদলাতে হবে। ফুল রাখার আগে পানিতে লবণ ও ভিনেগার মিশিয়ে নিন। এতে ফুল সতেজ থাকবে। তেরছা ভাবে ফুলের ডগা কেটে রাখতে পারেন।
কোথায় পাবেন
ঈদের সময় পাড়ার মোড়ে বসা ফুলের দোকান থেকে তাজা ফুল কিনুন। এ ছাড়া পুষ্পনীড় ওয়েডিং প্ল্যানিং অ্যান্ড ইভেন্ট, মারুফ ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, স্কাই বর্ন ইভেন্ট অ্যান্ড ওয়েডিং প্ল্যানার, কালার টাচ ওয়েডিং প্ল্যানার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদিতে বড় ফুলের দোকানগুলো থেকে কিনতে পারেন পছন্দের ফুল।

সকালের নাশতায় ডিম অনেকের প্রথম পছন্দ। এটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ভরপুর। ডিমের হরেক পদের মধ্যে স্ক্র্যাম্বলড এগ বা ডিমের ঝুরি এর স্বাদের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। স্ক্র্যাম্বলড এগ তৈরি করা খুব কঠিন কিছু নয়। তবে ভালো টেক্সচার পেতে হলে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হয়।
১ ঘণ্টা আগে
প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
১১ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
১৭ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১৯ ঘণ্টা আগে