ফিচার ডেস্ক

‘নিজের পছন্দে খাবার, অন্যের পছন্দে পোশাক’! অর্থাৎ বলা হয়, খাবারটা নিজের পছন্দে খেতে হয়। আর যে পোশাকটা দেখে মানুষ বলে, ‘ওয়াও, দারুণ মানিয়েছে তো’, সেটাই পরতে হয়। হয়তো বিষয়টা একেবারে ফেলনা নয়। পোশাক যেহেতু শরীরের আবরণ এবং ওটাই মানুষের চোখে পড়ে প্রথম, তাই ‘পাবলিক কমেন্টে’র দাম আছে বৈকি। কিন্তু একেবারেই কি তাই?
সম্ভবত নয়। কারণ, পোশাকের ক্ষেত্রে নিজের পছন্দও গুরুত্বপূর্ণ। কোন রংটা ভালো লাগে, প্রাচ্য নাকি পাশ্চাত্য, কোন ধরনের পোশাক ভালো লাগে, এসবই গুরুত্বপূর্ণ। তার ওপর আছে পোশাকটা পড়ে স্বচ্ছন্দবোধ করছেন কি না। এ ক্ষেত্রে আরও একটি বিষয় হয়তো গুরুত্বপূর্ণ। তা হলো ঋতু।
শরৎকালের প্রথম সপ্তাহ শেষ। এ সময়ের যে বৈশিষ্ট্য, তাতে এই লিলুয়া বাতাস, তো এই কঠিন রোদ। আবার কখনো ঝুম বৃষ্টি। এ সময়ে এমন কাপড়ের পোশাক দরকার, যেগুলো শরীরে বাতাস প্রবেশে বাধা তৈরি করবে না। ফলে শরীর ঘামবে কম। আবার হঠাৎ বৃষ্টিতে ভিজলেও তেমন কোনো সমস্যা হবে না। একটু রোদ বা ফ্যানের বাতাস কিংবা এসিতে থাকলেই শুকিয়ে যাবে। সুতি, লিনেন কিংবা সিনথেটিক সে ধরনের কাপড়। এগুলো দিয়ে তৈরি টপস, কাফতান কিংবা টিউনিক হতে পারে এ সময়ের আদর্শ পোশাক।
এই পোশাকগুলোর সুবিধা হলো, ফরমাল কিংবা ইনফরমাল যেকোনো অবস্থাতেই পরা যায়। ফিটিংস কেমন হলো, সে বিষয়ে খুব একটা মাথা না ঘামালেও চলে। ফ্যাশনের টিপিক্যাল ভাবনা যখন ভেঙে গেছে, তখন এগুলোর সঙ্গে টাইট জিনস, নাকি পছন্দের কোনো পোশাক পরলেন, সেটা নিয়েও তেমন কেউ মাথা ঘামাবে না। তবে হ্যাঁ, ঋতুর সঙ্গে রংটা মানানসই হলে সেটা সোনায় সোহাগা। সে ক্ষেত্রে সাদা, নীল, ছাই রং কিংবা যেকোনো মিষ্টি রং বেছে নিতে পারেন। অথবা এই রংগুলোর মিশেলেও বিভিন্ন রং বেছে নিতে পারেন। সেই সঙ্গে যদি এগুলোর নকশায় ঋতুর আবহ থাকে, তাহলে তো কথাই নেই। দেশের প্রায় সব ফ্যাশন হাউস এখন তরুণদের জন্য টপস, কাফতান কিংবা টিউনিকের মতো পোশাকগুলো তৈরি করে। ফলে সেগুলো হাতের নাগালেই পাওয়া যায়। ঢাকা শহরে তো বটেই, যেকোনো জেলা শহরের ফ্যাশন হাউসগুলোতে খুঁজলে পছন্দসই টপস, কাফতান অথবা টিউনিকের দেখা পাওয়া যাবে। আর যদি না পান, তাহলে ঢাকাকেন্দ্রিক যেকোনো ফ্যাশন হাউসের ভেরিফায়েড ফেসবুক পেজ বা ই-কমার্স সাইটে অর্ডার করলে দেশের যেকোনো প্রান্তে বসেই পোশাকগুলো পাওয়া যাবে।
দামের কথা ভাবছেন? হাতের নাগালেই বলতে হবে। ১ থেকে ২ হাজার টাকার মধ্যে এগুলো পাওয়া যায়। তবে পোশাকের গুণমান আর ব্র্যান্ড অনুসারে দাম কমবেশি হতে পারে।

‘নিজের পছন্দে খাবার, অন্যের পছন্দে পোশাক’! অর্থাৎ বলা হয়, খাবারটা নিজের পছন্দে খেতে হয়। আর যে পোশাকটা দেখে মানুষ বলে, ‘ওয়াও, দারুণ মানিয়েছে তো’, সেটাই পরতে হয়। হয়তো বিষয়টা একেবারে ফেলনা নয়। পোশাক যেহেতু শরীরের আবরণ এবং ওটাই মানুষের চোখে পড়ে প্রথম, তাই ‘পাবলিক কমেন্টে’র দাম আছে বৈকি। কিন্তু একেবারেই কি তাই?
সম্ভবত নয়। কারণ, পোশাকের ক্ষেত্রে নিজের পছন্দও গুরুত্বপূর্ণ। কোন রংটা ভালো লাগে, প্রাচ্য নাকি পাশ্চাত্য, কোন ধরনের পোশাক ভালো লাগে, এসবই গুরুত্বপূর্ণ। তার ওপর আছে পোশাকটা পড়ে স্বচ্ছন্দবোধ করছেন কি না। এ ক্ষেত্রে আরও একটি বিষয় হয়তো গুরুত্বপূর্ণ। তা হলো ঋতু।
শরৎকালের প্রথম সপ্তাহ শেষ। এ সময়ের যে বৈশিষ্ট্য, তাতে এই লিলুয়া বাতাস, তো এই কঠিন রোদ। আবার কখনো ঝুম বৃষ্টি। এ সময়ে এমন কাপড়ের পোশাক দরকার, যেগুলো শরীরে বাতাস প্রবেশে বাধা তৈরি করবে না। ফলে শরীর ঘামবে কম। আবার হঠাৎ বৃষ্টিতে ভিজলেও তেমন কোনো সমস্যা হবে না। একটু রোদ বা ফ্যানের বাতাস কিংবা এসিতে থাকলেই শুকিয়ে যাবে। সুতি, লিনেন কিংবা সিনথেটিক সে ধরনের কাপড়। এগুলো দিয়ে তৈরি টপস, কাফতান কিংবা টিউনিক হতে পারে এ সময়ের আদর্শ পোশাক।
এই পোশাকগুলোর সুবিধা হলো, ফরমাল কিংবা ইনফরমাল যেকোনো অবস্থাতেই পরা যায়। ফিটিংস কেমন হলো, সে বিষয়ে খুব একটা মাথা না ঘামালেও চলে। ফ্যাশনের টিপিক্যাল ভাবনা যখন ভেঙে গেছে, তখন এগুলোর সঙ্গে টাইট জিনস, নাকি পছন্দের কোনো পোশাক পরলেন, সেটা নিয়েও তেমন কেউ মাথা ঘামাবে না। তবে হ্যাঁ, ঋতুর সঙ্গে রংটা মানানসই হলে সেটা সোনায় সোহাগা। সে ক্ষেত্রে সাদা, নীল, ছাই রং কিংবা যেকোনো মিষ্টি রং বেছে নিতে পারেন। অথবা এই রংগুলোর মিশেলেও বিভিন্ন রং বেছে নিতে পারেন। সেই সঙ্গে যদি এগুলোর নকশায় ঋতুর আবহ থাকে, তাহলে তো কথাই নেই। দেশের প্রায় সব ফ্যাশন হাউস এখন তরুণদের জন্য টপস, কাফতান কিংবা টিউনিকের মতো পোশাকগুলো তৈরি করে। ফলে সেগুলো হাতের নাগালেই পাওয়া যায়। ঢাকা শহরে তো বটেই, যেকোনো জেলা শহরের ফ্যাশন হাউসগুলোতে খুঁজলে পছন্দসই টপস, কাফতান অথবা টিউনিকের দেখা পাওয়া যাবে। আর যদি না পান, তাহলে ঢাকাকেন্দ্রিক যেকোনো ফ্যাশন হাউসের ভেরিফায়েড ফেসবুক পেজ বা ই-কমার্স সাইটে অর্ডার করলে দেশের যেকোনো প্রান্তে বসেই পোশাকগুলো পাওয়া যাবে।
দামের কথা ভাবছেন? হাতের নাগালেই বলতে হবে। ১ থেকে ২ হাজার টাকার মধ্যে এগুলো পাওয়া যায়। তবে পোশাকের গুণমান আর ব্র্যান্ড অনুসারে দাম কমবেশি হতে পারে।

বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
২৪ মিনিট আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১ ঘণ্টা আগে
বিশ্বের ধনী ও উচ্চ-মধ্যবিত্তদের কাছে ‘গোল্ডেন ভিসা’ শুধু একটি বাড়তি ভিসা নয়; বরং এটি এখন নিরাপত্তা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নত জীবনের একধরনের নিশ্চয়তা। ২০২৫ সাল সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে দিয়েছে। কোথাও কর্মসূচি বন্ধ, কোথাও কঠোর আইন, আবার কোথাও নতুন করে দরজা খুলে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১৮ ঘণ্টা আগে