রিনা আক্তার

উপকরণ
ইলিশ মাছ ৫ টুকরো, হলুদ সরিষা আড়াই চা-চামচ, কালো সরিষা দেড় চা-চামচ, মরিচেরগুঁড়ো স্বাদমতো, হলুদের গুঁড়ো ১ চা-চামচ, ধনেগুঁড়ো আধা চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা আধা চা-চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, নারিকেলবাটা ১ টেবিল চামচ, কলাপাতা ৫/৬টি, কাঁচা মরিচ ৬/৭টি, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
দুই ধরনের সরিষা বেটে নিন। বাটার সময় অল্প পরিমাণ লবণ ও কাঁচামরিচ দিন। এতে সরিষাবাটা তেতো হবে না। মাছের টুকরো লবণ ও হলুদ দিয়ে মেখে রেখে দিন কিছুক্ষণ। একটি ছড়ানো বাটিতে সরিষার তেল, সরিষাবাটা, হলুদ, ধনে, মরিচের গুঁড়োসহ সব মসলা নিন। কাঁচা মরিচের মুখ চিরে দিয়ে দিন। মেখে রাখা মাছ দিয়ে দিন মসলার মিশ্রণে। হাত দিয়ে মসলা মেখে নিন মাছের টুকরোগুলোতে। ২০ থেকে ২৫ রেখে দিন।
এরপর কলাপাতার ডাঁটা ফেলে ধুয়েমুছে নিয়ে চুলার আগুনে হালকা সেঁকে নিন। এতে ভাঁজ করার সময়ে পাতা ছিঁড়ে যাবে না। তারপর কলাপাতাগুলো একটার ওপর একটা দিয়ে বিছিয়ে নিয়ে তাতে মসলাসহ মাছগুলো ঢেলে দিন। তারপর কলাপাতা দিয়ে মাছগুলো মুড়ে নিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিন, যাতে পাতা খুলে না যায়।
তারপর একটা তওয়া বা ফ্রাইপ্যানে হালকা তেল দিয়ে একটু মুছে নিয়ে মাছ মুড়ানো কলাপাতা দিয়ে মাঝারি আঁচে ৫ মিনিট রাখুন। ৫ মিনিট পর পাতা উল্টে দিয়ে আরও ৫ মিনিট অল্প আঁচে রাখুন। ১০ মিনিট হয়ে গেলে জাল বন্ধ করে দিন। তারপর ফ্রাইপ্যান থেকে তুলে একটি পাত্রে রেখে সুতাগুলো কেটে ফেলে পরিবেশন করুন।

উপকরণ
ইলিশ মাছ ৫ টুকরো, হলুদ সরিষা আড়াই চা-চামচ, কালো সরিষা দেড় চা-চামচ, মরিচেরগুঁড়ো স্বাদমতো, হলুদের গুঁড়ো ১ চা-চামচ, ধনেগুঁড়ো আধা চা-চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা আধা চা-চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, নারিকেলবাটা ১ টেবিল চামচ, কলাপাতা ৫/৬টি, কাঁচা মরিচ ৬/৭টি, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
দুই ধরনের সরিষা বেটে নিন। বাটার সময় অল্প পরিমাণ লবণ ও কাঁচামরিচ দিন। এতে সরিষাবাটা তেতো হবে না। মাছের টুকরো লবণ ও হলুদ দিয়ে মেখে রেখে দিন কিছুক্ষণ। একটি ছড়ানো বাটিতে সরিষার তেল, সরিষাবাটা, হলুদ, ধনে, মরিচের গুঁড়োসহ সব মসলা নিন। কাঁচা মরিচের মুখ চিরে দিয়ে দিন। মেখে রাখা মাছ দিয়ে দিন মসলার মিশ্রণে। হাত দিয়ে মসলা মেখে নিন মাছের টুকরোগুলোতে। ২০ থেকে ২৫ রেখে দিন।
এরপর কলাপাতার ডাঁটা ফেলে ধুয়েমুছে নিয়ে চুলার আগুনে হালকা সেঁকে নিন। এতে ভাঁজ করার সময়ে পাতা ছিঁড়ে যাবে না। তারপর কলাপাতাগুলো একটার ওপর একটা দিয়ে বিছিয়ে নিয়ে তাতে মসলাসহ মাছগুলো ঢেলে দিন। তারপর কলাপাতা দিয়ে মাছগুলো মুড়ে নিয়ে সুতা দিয়ে পেঁচিয়ে নিন, যাতে পাতা খুলে না যায়।
তারপর একটা তওয়া বা ফ্রাইপ্যানে হালকা তেল দিয়ে একটু মুছে নিয়ে মাছ মুড়ানো কলাপাতা দিয়ে মাঝারি আঁচে ৫ মিনিট রাখুন। ৫ মিনিট পর পাতা উল্টে দিয়ে আরও ৫ মিনিট অল্প আঁচে রাখুন। ১০ মিনিট হয়ে গেলে জাল বন্ধ করে দিন। তারপর ফ্রাইপ্যান থেকে তুলে একটি পাত্রে রেখে সুতাগুলো কেটে ফেলে পরিবেশন করুন।

বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
২ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
৪ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
৪ ঘণ্টা আগে
আজ নিজেকে মার্ভেল কমিকসের হিরো মনে হতে পারে। সকালে ব্রাশ করার সময় আয়নায় নিজেকে দেখে মনে হবে—পৃথিবীটা আপনার হাতের মুঠোয়। বিকেল ৫টার মধ্যে কোনো অসমাপ্ত প্রজেক্ট শেষ হবে। তবে নতুন প্রজেক্টে হাত দেওয়ার আগে বসের মুডটা বুঝে নিন।
৪ ঘণ্টা আগে