
শীতের আমেজ এখন জমে উঠেছে। শীতের সকালে কাজ কিংবা উষ্ণ সন্ধ্যায় আড্ডায় এক কাপ গরম কফির চেয়ে ভালো অনুভূতি আর হয় না। তবে সমস্যা একটাই—শীতে দ্রুত ঠান্ডা হয়ে যায় কফি। তবে চিন্তা নেই! এই সমস্যারও সমাধান রয়েছে। নিচে রইল পাঁচটি সহজ টিপস। যেগুলো মেনে চললে আপনার কফি থাকবে গরম আর মন থাকবে ফুরফুরে।
শীতকালে কফি গরম রাখার উপায়
১. থার্মোস ব্যবহার করুন
শীতকালে ভ্যাকুয়াম-ইনসুলেটেড থার্মোস মগ হবে আপনার সেরা বন্ধু। এই বিশেষ মগগুলো দীর্ঘ সময় ধরে তাপ ধরে রাখার জন্য নকশা করা হয়েছে, যা কফি গরম রাখে। এটি কাজের সময় দীর্ঘক্ষণ বা ঠান্ডা রাস্তার যাত্রার জন্য আদর্শ। এর স্পিল-প্রুফ ঢাকনা কফি ছড়িয়ে পড়া থেকে রক্ষা করে। ফলে গাড়িতে দূর যাত্রার ভ্রমণের জন্যও উপযুক্ত। একটি ভালো থার্মোস কিনুন, এতে কফি ও স্বাদে সন্তুষ্টি পাবেন।
২. মগ গরম করুন
কফি দীর্ঘক্ষণ গরম রাখতে চান? তাহলে শুরুতেই আপনার মগ গরম করুন। মগে গরম পানি ঢেলে এক মিনিট রেখে দিন। পরে পানি ফেলে দিয়ে গরম কফি ঢালুন। এই পদ্ধতিতে তাপমাত্রা বেশি সময় ধরে থাকবে। এটি সহজ কিন্তু কার্যকর একটি উপায়। একবার ব্যবহার করে দেখুন, আপনি আগেই কেন এটি জানতেন না, তা নিয়ে আফসোস করবেন।

৩. কফি ওয়ার্মার ব্যবহার করুন
যদি আপনি কফিপ্রেমী হন, তবে কফি ওয়ার্মার আপনার রান্নাঘরে অবশ্যই থাকা উচিত। এই ছোট যন্ত্রটি কফি গরম রাখতে সাহায্য করে, আবার বারবার গরম করার ঝামেলা থেকেও মুক্তি দেয়। এটি দীর্ঘ সময়ের কাজের জন্য আদর্শ, বিশেষ করে যখন বিছানায় শুয়ে প্রিয় পানীয় উপভোগ করতে চান। এটি বেশির ভাগই বড় মাপের হয়, যাতে বেশি কফি সংরক্ষণ করা যায়। এ ছাড়া এগুলোর স্পিল-প্রুফ ঢাকনা এবং নন-স্লিপ বেজ রয়েছে।
৪. ঢাকনা দিয়ে ঢেকে রাখুন
কোনো ঝামেলা ছাড়াই কফি গরম রাখতে চান? তাহলে ঢেকে রাখুন! যদি আপনার মগে ঢাকনা না থাকে, তবে একটি প্লেট, সসার বা একটি বিস্কুট দিয়ে ঢেকে রাখুন। এই পদ্ধতিতে ভাপ আটকে থাকবে এবং কফি দীর্ঘক্ষণ গরম থাকবে। দীর্ঘ আড্ডার সময় এটি বেশ কার্যকর।

৫. মগ মুড়িয়ে রাখুন
শীত থেকে নিজেকে গুটিয়ে রাখতে শুধু নিজেকে মুড়িয়ে রাখবেন না, আপনার কফি মগকেও মুড়িয়ে রাখুন! একটি মোটা রুমাল, স্কার্ফ বা একটি উলের জ্যাকেট দিয়ে মগ মুড়িয়ে রাখুন। এটি তাপ ধরে রাখতে সহায়ক। এই ডিআইওয়াই পদ্ধতি দ্রুততার সঙ্গে ব্যবহার করা যায়, বিশেষ করে যখন অন্য কোনো বিকল্প থাকে না। সঠিকভাবে মুড়িয়ে রাখুন এবং মগ সোজা রাখুন, যাতে কফি ছড়িয়ে না পড়ে। আপনি নিশ্চিত থাকুন আপনার সৃজনশীলতার জন্য সবাই প্রশংসা করবে।
সূত্র: এনডিটিভি

শীতের আমেজ এখন জমে উঠেছে। শীতের সকালে কাজ কিংবা উষ্ণ সন্ধ্যায় আড্ডায় এক কাপ গরম কফির চেয়ে ভালো অনুভূতি আর হয় না। তবে সমস্যা একটাই—শীতে দ্রুত ঠান্ডা হয়ে যায় কফি। তবে চিন্তা নেই! এই সমস্যারও সমাধান রয়েছে। নিচে রইল পাঁচটি সহজ টিপস। যেগুলো মেনে চললে আপনার কফি থাকবে গরম আর মন থাকবে ফুরফুরে।
শীতকালে কফি গরম রাখার উপায়
১. থার্মোস ব্যবহার করুন
শীতকালে ভ্যাকুয়াম-ইনসুলেটেড থার্মোস মগ হবে আপনার সেরা বন্ধু। এই বিশেষ মগগুলো দীর্ঘ সময় ধরে তাপ ধরে রাখার জন্য নকশা করা হয়েছে, যা কফি গরম রাখে। এটি কাজের সময় দীর্ঘক্ষণ বা ঠান্ডা রাস্তার যাত্রার জন্য আদর্শ। এর স্পিল-প্রুফ ঢাকনা কফি ছড়িয়ে পড়া থেকে রক্ষা করে। ফলে গাড়িতে দূর যাত্রার ভ্রমণের জন্যও উপযুক্ত। একটি ভালো থার্মোস কিনুন, এতে কফি ও স্বাদে সন্তুষ্টি পাবেন।
২. মগ গরম করুন
কফি দীর্ঘক্ষণ গরম রাখতে চান? তাহলে শুরুতেই আপনার মগ গরম করুন। মগে গরম পানি ঢেলে এক মিনিট রেখে দিন। পরে পানি ফেলে দিয়ে গরম কফি ঢালুন। এই পদ্ধতিতে তাপমাত্রা বেশি সময় ধরে থাকবে। এটি সহজ কিন্তু কার্যকর একটি উপায়। একবার ব্যবহার করে দেখুন, আপনি আগেই কেন এটি জানতেন না, তা নিয়ে আফসোস করবেন।

৩. কফি ওয়ার্মার ব্যবহার করুন
যদি আপনি কফিপ্রেমী হন, তবে কফি ওয়ার্মার আপনার রান্নাঘরে অবশ্যই থাকা উচিত। এই ছোট যন্ত্রটি কফি গরম রাখতে সাহায্য করে, আবার বারবার গরম করার ঝামেলা থেকেও মুক্তি দেয়। এটি দীর্ঘ সময়ের কাজের জন্য আদর্শ, বিশেষ করে যখন বিছানায় শুয়ে প্রিয় পানীয় উপভোগ করতে চান। এটি বেশির ভাগই বড় মাপের হয়, যাতে বেশি কফি সংরক্ষণ করা যায়। এ ছাড়া এগুলোর স্পিল-প্রুফ ঢাকনা এবং নন-স্লিপ বেজ রয়েছে।
৪. ঢাকনা দিয়ে ঢেকে রাখুন
কোনো ঝামেলা ছাড়াই কফি গরম রাখতে চান? তাহলে ঢেকে রাখুন! যদি আপনার মগে ঢাকনা না থাকে, তবে একটি প্লেট, সসার বা একটি বিস্কুট দিয়ে ঢেকে রাখুন। এই পদ্ধতিতে ভাপ আটকে থাকবে এবং কফি দীর্ঘক্ষণ গরম থাকবে। দীর্ঘ আড্ডার সময় এটি বেশ কার্যকর।

৫. মগ মুড়িয়ে রাখুন
শীত থেকে নিজেকে গুটিয়ে রাখতে শুধু নিজেকে মুড়িয়ে রাখবেন না, আপনার কফি মগকেও মুড়িয়ে রাখুন! একটি মোটা রুমাল, স্কার্ফ বা একটি উলের জ্যাকেট দিয়ে মগ মুড়িয়ে রাখুন। এটি তাপ ধরে রাখতে সহায়ক। এই ডিআইওয়াই পদ্ধতি দ্রুততার সঙ্গে ব্যবহার করা যায়, বিশেষ করে যখন অন্য কোনো বিকল্প থাকে না। সঠিকভাবে মুড়িয়ে রাখুন এবং মগ সোজা রাখুন, যাতে কফি ছড়িয়ে না পড়ে। আপনি নিশ্চিত থাকুন আপনার সৃজনশীলতার জন্য সবাই প্রশংসা করবে।
সূত্র: এনডিটিভি

শিশু সদ্যই স্বাভাবিক খাবার খেতে শুরু করেছে। সকাল, দুপুর কিংবা বিকেলে নানা ধরনের খাবারের সঙ্গে তো তাকে পরিচয় করিয়ে দিতে হবে, পাশাপাশি এসব খাবারের পুষ্টিগুণও যাচাই করতে হবে। আবার সুস্বাদু না হলে সবকিছুই বরবাদ। এ সবই পূরণ হবে এক প্যান কেকে। শিশুকে তৈরি করে দিন বিভিন্ন স্বাদের এই প্যান কেক। কীভাবে...
২ ঘণ্টা আগে
কনফিডেন্স আপনার আকাশছোঁয়া। তবে খেয়াল রাখবেন, কনফিডেন্স যেন ওভার কনফিডেন্সে না বদলে যায়। বসের ভুল ধরতে যাবেন না। কারণ, ‘বস ইজ অলওয়েজ রাইট’, বিশেষ করে যখন মাসের শেষ! সঙ্গীর সঙ্গে তর্কে জেতার চেষ্টা করবেন না। মনে রাখবেন, শান্তিতে ডাল-ভাত খাওয়া, ঝগড়া করে বিরিয়ানি খাওয়ার চেয়ে ভালো।
২ ঘণ্টা আগে
সকালের নাশতায় ডিম অনেকের প্রথম পছন্দ। এটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণে ভরপুর। ডিমের হরেক পদের মধ্যে স্ক্র্যাম্বলড এগ বা ডিমের ঝুরি এর স্বাদের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। স্ক্র্যাম্বলড এগ তৈরি করা খুব কঠিন কিছু নয়। তবে ভালো টেক্সচার পেতে হলে কিছু সহজ ধাপ অনুসরণ করতে হয়।
৪ ঘণ্টা আগে
প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
১৪ ঘণ্টা আগে