Ajker Patrika

৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডেথ ভ্যালিতে মানুষ যা করে

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২২: ৫৮
৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডেথ ভ্যালিতে মানুষ যা করে

গরম কমার কোনো লক্ষণই নেই। ঘর থেকে বের হলেই রোদের তাপে শরীর ঝলসে যায় বলে মনে হচ্ছে। ঘরেও রেহাই নেই, বনবন করে ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখার বাতাসটাও যে গরম। গত কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। পাঠকদেরও কিছুটা সান্ত্বনা দিতে গতকাল পৃথিবীর বেশি গরম পড়ে এমন ১০টি জায়গার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলাম, যেসব জায়গায় তাপমাত্রা আমাদের দেশের বিভিন্ন শহরের থেকে অনেক বেশি থাকে। এই তালিকায় প্রথম ছিল মার্কিন মুল্লুকের ডেথ ভ্যালির নাম। অনেকের মতেই পৃথিবীর সবচেয়ে উষ্ণ জায়গা এটি। আজ সেখানে বাস করা মানুষের জীবন কীভাবে কাটে তা-ই জানাব। আশা করা যায়, এই লেখা পড়ার পর কিছুটা স্বস্তি পাবেন এই ভেবে, সেখানে থাকতে হচ্ছে না আপনাকে! 

তিন শতাধিক মানুষের বাস আমেরিকার ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে। আগস্টে দিনে এখানকার গড় তাপমাত্রা থাকে ১২০ ডিগ্রি ফারেনহাইট (৪৮.৯ ডিগ্রি সেলসিয়াস)। যে কোনো বিচারেই জায়গাটিকে বিবেচনা করা যায় পৃথিবীর উষ্ণতম জায়গাগুলোর একটি হিসেবে। এখানকার অধিবাসীদের বেশির ভাগ ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের কর্মকর্তা–কর্মচারী কিংবা স্থানীয় হোটেলের কর্মী। 

তাপমাত্রা তখন ৫৩ ডিগ্রি সেলসিয়াস২০২০ সালের আগস্টের একদিন দুপুরের পরে সেখানে পৌঁছে শরীর ঝলসে দেওয়া ১৩০ ডিগ্রি ফারেনহাইট বা ৫৪ ডিগ্রি সেলসিয়াস। ২০২২ সালে সেপ্টেম্বরে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ে ডেথ ভ্যালি, সেটি ১২৬ ডিগ্রি ফারেনহাইট। 

রেকর্ড হোক বা না হোক, জুলাই আর আগস্টের বেশির ভাগ দিনে আপনার মনে হবে ওভেনের ভেতর দিয়ে হাঁটছেন। এটি আমার কথা নয়, সেখানকার ফার্নেস ক্রিকের বাসিন্দা ও ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের পাবলিক ইনফরমেশন অফিসার ব্র্যান্ডি স্টুয়ার্টের। ‘আপনি বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গেই টের পাবেন এটি। আপনার ত্বক এটা জানান দেবে, তবে ঘামের উপস্থিতি অনুভব করবেন না। কারণ, এটা বাষ্পীভূত হয়ে যায় দ্রুত।’ বলেন তিনি।

ডেথ ভ্যালিতে সারা বছর থাকা ৩০০ থেকে ৪০০ মানুষের আগস্টজুড়ে দিনে ১১০ থেকে ১২৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাতেই সব কাজ করতে হয়। রাতে অবশ্য তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের (৩২.২ ডিগ্রি সেলসিয়াস) আশপাশে থাকে। তবে এই আগুনে গরমেই এখানকার বাসিন্দারা কাজ করেন, সামাজিক যোগাযোগ বজায় এমনকি বাইরে ব্যায়াম কিংবা শরীরচর্চাও করেন।

কাউ ক্রিকের প্লে গ্রাউন্ডে খেলা করছে শিশুরাডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের শিক্ষা বিভাগের প্রধান প্যাট্রিক টেইলর জানান, এখানকার তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়াটা মোটেই সহজ নয়। এখানে প্রথম গ্রীষ্মটা বেশ কঠিন ছিল তাঁর জন্য। এ সময় প্রচণ্ড ক্লান্তির পাশাপাশি প্রচুর ঘামের অভিজ্ঞতা হতে পারে। এমনকি থাকে হিট স্ট্রোকের ঝুঁকিও।

টেইলর জানান, তাঁর মোটামুটি এক বছর লেগেছে এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে। অন্যদের বেলায়ও মোটামুটি একই ঘটনা ঘটার সম্ভাবনা।

তবে একটা ভালো দিক হচ্ছে, এখানকার তাপটা শুষ্ক। মানে, ঘাম দ্রুত বাষ্পীভূত হয়। শরীরটা এভাবে দ্রুত শীতল হয়।

ডেথ ভ্যালির প্রচণ্ড গরমের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ নয়শীত পরিস্থিতি অবশ্য একেবারেই আলাদা। দিনে এখানকার সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৬০ ডিগ্রি ফারেনহাইটের (১৫.৫ ডিগ্রি সেলসিয়াস) আশপাশে, রাতে নেমে আসে ৩০ ডিগ্রি ফারেনোইটের আশপাশে, অর্থাৎ সেলসিয়াসে হিসেব করলে কখনো কখনো হিমাঙ্কের নিচে।

কাছাকাছি থাকা
কাউ ক্রিক, টিমবিশা শশন ভিলেজ আর স্টোভপাইপ ওয়েলসে ডেথ ভ্যালিতে বছরজুড়ে থাকা মানুষদের বেশিরভাগের বাস। কাছের শহরে গাড়িতে এক ঘণ্টার যাত্রা। এখানকার কিছু কিছু শিশু এক ঘণ্টা বাস ভ্রমণ করে স্কুলে যায়। অবশ্য টেইলর ও তাঁর স্ত্রী বাড়িতেই তাঁদের পাঁচ মেয়েকে পড়ালেখা করান। 

কাউ ক্রিক কমপ্লেক্সে ৮০টির মতো হাউজিং ইউনিট আছে। বেশির ভাগই একটি থেকে আরেকটি হাঁটা দূরত্বে। এখানে জিম, খেলার জায়গা এমনকি পাঠাগারও আছে। বেশির ভাগ বাড়িতেই শীতাতপ নিয়ন্ত্রণের দুই ধরনের ব্যবস্থা আছে। একটি সাধারণ এসি ইউনিট। অপরটি সোয়াম্প বা এভাপোরেটিভ কুলার, যেটি শুকনো, উষ্ণ বাতাসকে শীতল করে। 

তবে সব বাসিন্দাই যে দুই ধরনের শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা ব্যবহার করেন তা নয়। এমনকি একটিও ব্যবহার করেন না কেউ কেউ। 

‘কেউ কেউ এয়ার কন্ডিশনার ব্যবহার করেন না।’ বলেন টেইলর। তিনি জানান, মূলত অর্থ সাশ্রয়েই এটা করেন তাঁরা। টেইলর আরও বলেন, এখানে সবাই একসঙ্গে মিলেমিশে থাকে। ন্যাশনাল পার্কের মোটামুটি ১৫০ জন চাকরিজীবী বুক ক্লাব, ক্রাফটিং ক্লাবসহ নানা সংগঠনের মাধ্যমে মিলেমিশে থাকেন। 

শুনে চমকাবেন, এমনকি জুলাইয়েও ডেথ ভ্যালির বাসিন্দারা বাইরে দৌড়ান। ‘আমরা এখানে ঘুরতে আসা কাউকে গ্রীষ্মে বাইরে দৌড়ানোর পরামর্শ দেব না কখনোই।’ বলেন টেইলর, ‘তবে আপনি যদি প্রতিদিন দৌড়ান, তাহলে ১১৯ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার সঙ্গেও মানিয়ে নেবে।’ 

 ন্যাশনাল পার্কের মাঝখান দিয়ে চলে যাওয়া রাস্তাতবে বাইরে বের হওয়ার সময় বাড়তি কিছু সতর্কতা মানতে হয় এখানকার বাসিন্দাদের। গ্রীষ্মে ডেথ ভ্যালির রোদ সাধারণ কাজকেও বিপজ্জনক করে তোলে। 

টেইলর ও তাঁর পরিবারের সদস্যরা বাড়তি স্যাটেলাইট ফোন ছাড়া বের হন না। স্টুয়ার্ট কখনো বয়ফ্রেন্ড ও পানিভর্তি বড় একটি জগ ছাড়া মুদি দোকানে যান না। নিয়মিতই গাড়িটার দিকে নজর থাকে তাঁর। পাছে চাকা ফেঁসে গিয়ে দুর্গম জায়গায় অসহায় অবস্থায় আটকা পড়তে হয়।

বড় বিপদ জলবায়ু পরিবর্তন
জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে ডেথ ভ্যালির বাসিন্দাদের ওপরও। গত ২০ বছর ডেথ ভ্যালির ইতিহাসের সবচেয়ে ১০টি মাসের মধ্যে ছয়টি রেকর্ড করা হয়েছে।

ডেথ ভ্যালির একটি ফিলিং স্টেশনযুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশানিক অ্যান্ড এটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের সূত্রে জানা যায়, ১০ বছর আগে আগস্টে ডেথ ভ্যালির গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮৬ ডিগ্রি ফারেনহাইট, গত বছর এটি ছিল ৯০ ডিগ্রি ফারেনহাইট। তেমনি সেপ্টেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা ৭৪ থেকে উঠেছে ৮০ ডিগ্রি ফারেনহাইটে। ‘রাতে ঘুরে বেড়াতে এবং খেলাধুলা করার অভ্যাস করে নিয়েছি আমরা।’ বলেন টেইলর।

মজার ঘটনা, ডেথ ভ্যালিতে একটি গলফ কোর্স বা গলফ মাঠও আছে। পৃথিবীর সবচেয়ে নিম্নতম গলফ মাঠ এটা, সাগর সমতল থেকে যার অবস্থান ২১৪ ফুট নিচে। 

সর্বোচ্চ তাপমাত্রা
ডেথ ভ্যালির ফার্নেস ক্রিকের দখলে বায়ুর উষ্ণতম তাপমাত্রার রেকর্ডটি। এই মরু উপত্যকায় ১৯১৩ সালের গ্রীষ্মে তাপমাত্রা পৌঁছায় ৫৬.৭ ডিগ্রি সেলসিয়াসে। তবে কিছু কারণে ওই রেকর্ড নিয়েও সংশয় সৃষ্টি হয়েছে।

ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কে ঘুরতে আসা এক পর্যটকওয়েদার হিস্টরিয়ান বা আবহাওয়া বিষয়ের ঐতিহাসিক ক্রিস্টোফার বার্ট বলেন, ডেথ ভ্যালির ১৯১৩ সালের রেকর্ডটিকে সন্দেহযুক্ত করেছে একই সময়ে এই এলাকায় নেওয়া অন্য রিডিংগুলো। ফার্নেস ক্রিকের রিডিংটা ছিল আশপাশের অন্য আবহাওয়া স্টেশনগুলোর তুলনায় ২-৩ ডিগ্রি বেশি।

রেকর্ড বুকে থাকার পরও ওটাকে যদি গণনায় না-ও ধরেন, তার পরও গ্রহণযোগ্য সূত্র থেকে পাওয়া উচ্চ তাপমাত্রার রিডিংগুলোর মধ্যে সবার ওপরে ফার্নেস ক্রিকই। ২০২০-এর আগস্টে এখানে তাপমাত্রা পৌঁছায় ৫৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। বুঝুন, এখানে অবলীলায় বছরের পর বছর ধরে বাস করছে ৩০০-৪০০ মানুষ! আর এটা চিন্তা করে মাথার ওপর আগুন ঢালা সূর্যটাকে রেখে, কিংবা ঘরের ভেতরের অসহ্য গরমের পরও একটু তৃপ্তির ঢেকুর তো তুলতেই পারেন, যাক ডেথ ভ্যালিতে অন্তত থাকতে হচ্ছে না।

সূত্র: বিজনেস ইনসাইডার, বিবিসি

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

১০ মিনিটের ধ্যানে কমাতে পারে মানসিক চাপ

ফিচার ডেস্ক
ছবি: ফ্রিপিক
ছবি: ফ্রিপিক

বর্তমান জীবনে মানসিক চাপ প্রায় সবার নিত্যসঙ্গী। কাজের চাপ, দ্রুত যোগাযোগ, পারিবারিক দায়িত্ব এবং সারাক্ষণ মোবাইল ও স্ক্রিনের সঙ্গে থাকা। সব মিলিয়ে আমরা অনেক সময় নিজের জন্য এক মুহূর্তও থামতে পারি না। এর ফল হিসেবে দেখা দেয় অস্থিরতা, দুশ্চিন্তা, উদ্বেগ, মনোযোগের অভাব এবং ঘুমের সমস্যা। এই অবস্থায় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন অল্প সময় ধ্যান করলেই মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

ধ্যান কী এবং কেন এটি সহজ

অনেকেই মনে করেন ধ্যান মানে কঠিন কিছু। বিশেষ ভঙ্গিতে বসতে হয় বা জটিল নিয়ম মেনে চলতে হয়। আসলে বিষয়টি মোটেও তেমন নয়। ধ্যান খুবই সহজ একটি মানসিক অনুশীলন। ধ্যান বলতে মূলত নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া এবং বর্তমান মুহূর্তে নিজেকে স্থির রাখাকেই বোঝায়। এই সময় কোনো কিছু জোর করে ভাবার দরকার নেই, আবার সব চিন্তা বন্ধ করার চেষ্টাও করতে হয় না। শুধু শান্তভাবে শ্বাস নেওয়া ও ছাড়ার দিকে মন দিলেই ধ্যান শুরু হয়ে যায়। ধ্যান করতে কোনো যন্ত্রপাতি লাগে না, বিশেষ পোশাকের প্রয়োজন হয় না এবং এর জন্য আলাদা কোনো খরচও নেই। বয়স, জায়গা বা সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। ব্যস্ত জীবনের মাঝেও কয়েক মিনিট সময় বের করে নেওয়া সম্ভব বলেই ধ্যান আজকের দিনে মানসিক চাপ কমানোর একটি সহজ ও কার্যকর উপায় হিসেবে বিবেচিত হচ্ছে।

কীভাবে উপকার পাওয়া যায়

অনেকে ভাবেন ধ্যান করতে হলে অনেক সময় দরকার। কিন্তু বিশেষজ্ঞদের মতে, নিয়মিত অল্প সময়ই সবচেয়ে কাজে দেয়। ২০২৫ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মাইন্ডফুলনেস মেডিটেশন মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা কমাতে সাহায্য করে। ধ্যান আমাদের জীবনের গতি একটু কমিয়ে দেয়। এতে আমরা শ্বাস নেওয়ার সুযোগ পাই, চিন্তাগুলো পরিষ্কার করতে পারি এবং মানসিকভাবে নতুন শক্তি ফিরে পাই। এই ছোট বিরতিই মস্তিষ্ককে চাপ সামলাতে সাহায্য করে।

ছবি: ফ্রিপিক
ছবি: ফ্রিপিক

সকালে ধ্যান করলে কেন বেশি লাভ

দিনের শুরুটা যেমন হয়, অনেক সময় পুরো দিনটাই তেমন কাটে। সকালে মাত্র ১০ মিনিট ধ্যান করলে মন শান্ত থাকে এবং অকারণ দুশ্চিন্তা কমে যায়। বিশেষজ্ঞদের মতে, ধ্যানের সময় সচেতনভাবে শ্বাস নেওয়ার ফলে শরীরের স্ট্রেস হরমোনের মাত্রা কমে। এর প্রভাব সারা দিন থাকে। নিয়মিত সকালে ধ্যান করলে ধীরে ধীরে শান্ত থাকা মানুষের স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়।

ধ্যান ও মনোযোগের সম্পর্ক

বর্তমানে অনেকে মনোযোগ ধরে রাখতে সমস্যায় ভোগেন। পড়াশোনা বা কাজে বসলে মন স্থির থাকে না, অল্প সময়ের মধ্যেই চিন্তা অন্যদিকে চলে যায়। নানা দুশ্চিন্তা আর কাজের চাপের কারণে এই সমস্যা আরও বেড়েছে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ধ্যান করলে মস্তিষ্কের মনোযোগ ধরে রাখা, চিন্তাভাবনা করা এবং সিদ্ধান্ত নেওয়ার অংশ সক্রিয় হয়। এর ফলে বিভ্রান্তি কমে, মাথার ভেতরের অগোছালো চিন্তাগুলো ধীরে ধীরে দূর হতে থাকে। ধ্যানের অভ্যাস গড়ে উঠলে কাজে মন বসানো সহজ হয়, দীর্ঘ সময় একাগ্রতা বজায় থাকে এবং কাজের মান ও দক্ষতা দুটোই বাড়ে।

ধ্যান শুরু করবেন কীভাবে

ধ্যান শুরু করতে কোনো বিশেষ জ্ঞান বা প্রশিক্ষণের প্রয়োজন নেই। আরাম করে বসে বা শুয়ে চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়ার দিকে মন দিলেই যথেষ্ট। মনে অন্য চিন্তা এলে বিরক্ত না হয়ে আবার শ্বাসের দিকে মন ফেরাতে হয়। প্রতিদিন নিয়ম করে মাত্র ১০ মিনিট সময় দিলেই ধীরে ধীরে এর সুফল বোঝা যায়।

ধ্যান কোনো জাদু নয়, আবার জটিল কিছুই নয়। ব্যস্ত জীবনের মাঝেও প্রতিদিন নিজের জন্য ১০ মিনিট সময় বের করে নেওয়াই হতে পারে মানসিক চাপ কমানো, মন শান্ত রাখা এবং সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনে ফেরার একটি সহজ উপায়।

সূত্র: হেলথশট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বর্ষবরণের পানীয় হোক স্ট্রবেরি লেমোনেড

ফিচার ডেস্ক
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২: ২০
ছবি: মরিয়ম হোসেন নূপুর।
ছবি: মরিয়ম হোসেন নূপুর।

নতুন বছর বরণ করার সময় চলে এসেছে। রাত ১২টার ঘণ্টা জানান দেবে ২০২৬-এর আগমন। বছরের প্রথম দিনে জম্পেশ খাওয়াদাওয়া তো হবেই। এসব খাবারের পাশাপাশি রাখতে পারেন স্ট্রবেরি দিয়ে তৈরি লাল পানীয়। আপনাদের জন্য স্ট্রবেরি লেমোনেডের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী মরিয়ম হোসেন নূপুর

উপকরণ

স্ট্রবেরি ২টি, পানি ১/৪ কাপ, লেবুর রস ২ চা চামচ, সোডা ওয়াটার ৩/৪ কাপ, সুগার সিরাপ ২ চা চামচ, পুদিনা পাতা ১ টেবিল চামচ।

প্রণালি

স্ট্রবেরি পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিতে হবে। একটি গ্লাসে পুদিনা পাতা দিয়ে একটু থেঁত করে নিয়ে এরপর এতে লেবুর রস, ছেঁকে রাখা স্ট্রবেরি জুস এবং সুগার সিরাপ মিশিয়ে নিতে হবে। পরিবেশনের আগে সোডা ওয়াটার মিশিয়ে নিতে হবে। সবশেষে লেবুর টুকরা এবং বরফ দিয়ে পরিবেশন করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

কেনাকাটার আসক্তি দূর করবেন যেভাবে

ফিচার ডেস্ক
ছবি: ফ্রিপিক
ছবি: ফ্রিপিক

কেনাকাটা করতে সবাই ভালোবাসে। নতুন জামা, দরকারি জিনিস বা পছন্দের কিছু কিনলে মন ভালো হয়, এটা স্বাভাবিক। কিন্তু যখন কেউ প্রয়োজন না থাকলেও বা টাকা নেই জেনেও বারবার কেনাকাটা করতে থাকে, তখন সেটি আর শখ থাকে না। তখন সেটি কেনাকাটার আসক্তিতে পরিণত হয়।

এই সমস্যা মানুষ বুঝতে পারে। কেনাকাটা করা ঠিক হচ্ছে না জেনেও নিজেকে থামাতে পারে না। ধীরে ধীরে এতে আর্থিক চাপ, ঋণ আর মানসিক অশান্তি বাড়তে থাকে।

কেনাকাটার আসক্তি আসলে কী?

কিছু কিনলে হঠাৎ আনন্দ অনুভব করেন অনেকে। সেই আনন্দ আবার পেতে বারবার কেনাকাটা করা একসময় অভ্যাসে পরিণত হয়। কেউ নির্দিষ্ট জিনিসে আসক্ত হয় যেমন জামাকাপড়, গয়না, মোবাইল বা প্রসাধনী। আবার কেউ যা চোখে পড়ে তাই কিনে ফেলে। যেমন খাবার, অপ্রয়োজনীয় জিনিস, এমনকি জমি বা শেয়ারও।

অনেক সময় মানসিক চাপ, দুঃখ, একাকিত্ব বা রাগ থেকে মুক্তি পেতেই মানুষ কেনাকাটার দিকে ঝোঁকে। কিন্তু কেনাকাটার আনন্দটা খুব অল্প সময়ের হয়। পরে আফসোস হয় এবং ঋণের বোঝা বাড়ে।

ছবি: ফ্রিপিক
ছবি: ফ্রিপিক

কী কী লক্ষণ দেখলে সতর্ক হবেন?

  • কেনাকাটার আসক্তি অনেক সময় গোপন থাকে। বাইরে থেকে বোঝা নাও যেতে পারে। তবে কিছু সাধারণ লক্ষণ আছে—
  • প্রায়ই কেনাকাটার চিন্তা মাথায় ঘুরতে থাকে
  • মন খারাপ বা চাপের সময় বাজারে ঢুকে পড়া
  • প্রয়োজন না থাকা সত্ত্বেও জিনিস কেনা
  • কেনা জিনিস ব্যবহার না করেই পড়ে থাকা
  • ক্রেডিট কার্ডের সীমা বারবার শেষ হয়ে যাওয়া
  • পুরোনো ঋণ শোধ না করেই নতুন কার্ড নেওয়া
  • কেনাকাটার পর অল্প সময় খুব আনন্দ পাওয়া
  • পরে অনুশোচনা হওয়া, কিন্তু আবার একই কাজ করা
  • টাকা বা কেনাকাটার কথা লুকানো, মিথ্যা বলা
  • বারবার চেষ্টা করেও কেনাকাটা কমাতে না পারা

এই লক্ষণগুলো দীর্ঘদিন চললে সেটি গুরুতর সমস্যায় রূপ নিতে পারে।

ছবি: ফ্রিপিক
ছবি: ফ্রিপিক

এর সমাধান কী?

কেনাকাটা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। কারণ, জীবনের জন্য কেনাকাটা দরকার। তাই সমাধান হলো নিয়ন্ত্রণ শেখা।

  • অনেক ক্ষেত্রে শুরুতে—
  • কার্ড বা নগদ টাকার ব্যবহার সীমিত করা
  • পরিবারের কাউকে সাময়িকভাবে টাকা দেখভালের দায়িত্ব দেওয়া

খুব কাজে আসে কাউন্সেলিং বা আচরণগত থেরাপি।

থেরাপির মাধ্যমে মানুষ শেখে—

  • হঠাৎ কেনাকাটার ইচ্ছা কীভাবে থামাতে হয়
  • কোন পরিস্থিতিতে কেনাকাটা করতে মন চায় তা চিনতে
  • কেনাকাটার বদলে চাপ সামলানোর নতুন উপায়
  • সমস্যার পেছনে লুকানো মানসিক কষ্ট বুঝতে

সহায়তা কোথায় পাওয়া যায়?

অনেক দেশে এবং অনলাইনে কেনাকাটার নেশা থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন ধরনের সহায়তা ব্যবস্থা রয়েছে। এর মধ্যে অর্থ ব্যবস্থাপনার প্রশিক্ষণ কর্মসূচি মানুষকে আয়-ব্যয়ের হিসাব করা, বাজেট তৈরি করা এবং অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে শেখায়। পাশাপাশি পুনরুদ্ধার প্রোগ্রাম রয়েছে, যেখানে একই সমস্যায় ভোগা মানুষ একে অপরের অভিজ্ঞতা শেয়ার করেন। এতে একাকিত্ব কমে এবং মানসিক সাহস পাওয়া যায়। আর যদি ঋণের পরিমাণ খুব বেশি হয়ে যায়, তখন পরিস্থিতি সামাল দিতে ঋণ পরামর্শক সংস্থা বা অভিজ্ঞ আর্থিক পরামর্শকের সহায়তা নেওয়া অত্যন্ত জরুরি হয়ে ওঠে।

ভবিষ্যৎ কী?

যদি সময়মতো সাহায্য নেওয়া যায়, তাহলে এই সমস্যা থেকে বের হওয়া সম্ভব। মাঝেমধ্যে আবার পুরোনো অভ্যাস ফিরে আসতে পারে, এটা স্বাভাবিক। তবে সঠিক সহায়তা থাকলে আবার নিয়ন্ত্রণে ফেরা যায়।

কেনাকাটার আসক্তি ধীরে ধীরে মানুষকে ঋণ, দুশ্চিন্তা ও মানসিক চাপের দিকে নিয়ে যায়। শুরুতে বিষয়টি তেমন গুরুতর মনে না হলেও, সময়ের সঙ্গে সঙ্গে এটি জীবনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তবে সচেতনতা, পরিবার ও বন্ধুদের সহায়তা এবং প্রয়োজনে পেশাদার সাহায্য নিলে এই সমস্যা থেকে বেরিয়ে এসে আবার সুস্থ, নিয়ন্ত্রিত ও শান্ত জীবনে ফিরে আসা সম্ভব।

সূত্র: হেলথলাইন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বর্ষবরণে যেসব শুভ রঙে নিজেকে সাজাতে পারেন

ফারিয়া রহমান খান 
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯: ১৭
২০২৬ সালে নিজের ব্যক্তিত্বকে দৃঢ়ভাবে প্রকাশ করতে বেগুনি রঙের পোশাক হতে পারে এক অনবদ্য পছন্দ। ছবি সৌজন্য: ওয়্যারহাউজ
২০২৬ সালে নিজের ব্যক্তিত্বকে দৃঢ়ভাবে প্রকাশ করতে বেগুনি রঙের পোশাক হতে পারে এক অনবদ্য পছন্দ। ছবি সৌজন্য: ওয়্যারহাউজ

পুরোনোকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করে নেওয়ার ব্যাপারটি সত্যিই বিশেষ। একটি বছর ঘুরে যখন নতুন বছর আসে, তখন আমাদের মনে জাগে একরাশ প্রত্যাশা। এই নতুন সময়ে আমরা বেশ কিছু ছোট ছোট কাজ করে নিজের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করি। বছরের প্রথম দিন প্রতিটি কাজই আমরা এমনভাবে করার চেষ্টা করি যাতে পুরো বছরে তার একটা রেশ থাকে। পোশাকের রং নির্বাচনের বেলায়ও কিন্তু এ কথাটা খাটে। জ্যোতিষশাস্ত্র মতে, আসছে বছর অর্থাৎ ২০২৬ সালে পৃথিবীর ওপর সূর্যের প্রভাব থাকবে। ফলে কয়েকটি শুভ রঙের পোশাক আলমারিতে রাখলে পুরো বছরটাই চনমনে কাটবে বলে আশা করা হচ্ছে। কয়েকটি বিশেষ রংকে শক্তি, সুরক্ষা ও সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। তবে পোশাকের রং নির্বাচনের মাধ্যমেই যে আপনি সফল হয়ে যাবেন, বিষয়টা এমন নয়। বরং, এই প্রতীকী ভঙ্গিটি আপনার মানসিক সংকল্পকে দৃঢ় করবে। ২০২৬ সালকে বরণ করতে যে ৭টি রং আপনার জীবনে শুভ বার্তা নিয়ে আসতে পারে, তা নিয়েই আজকের এই ফিচার।

নতুন বছরে লাল রঙের পোশাক আপনার মধ্যে সাহস ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। ছবি সৌজন্য: ওয়্যারহাউজ
নতুন বছরে লাল রঙের পোশাক আপনার মধ্যে সাহস ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। ছবি সৌজন্য: ওয়্যারহাউজ

যেসব রঙের পোশাক আলমারিতে রাখতে পারেন

লাল

জীবনীশক্তি ও সুরক্ষার প্রতীক লাল রংকে এশিয়ান সংস্কৃতিতে বিশেষ করে চীনে সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয়। বিয়ে থেকে শুরু করে নববর্ষ—সব শুভ উপলক্ষেই লাল রং প্রাধান্য পায়। এটি নেতিবাচকতা ও অশুভ শক্তিকে দূরে রাখার শক্তিশালী ঢাল হিসেবেও কাজ করে। এই নতুন বছরে লাল রঙের পোশাক আপনার মধ্যে সাহস ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে।

সোনালি

প্রাচুর্য ও ধারাবাহিক সাফল্যের প্রতীক এই রং যুগ যুগ ধরে স্বর্ণ বা মূল্যবান ধাতুর সমার্থক, যা সরাসরি সম্পদ ও ক্ষমতার জানান দেয়। নতুন বছরে যারা ক্যারিয়ার বা ব্যবসায় বিশেষ উন্নতি ও সমৃদ্ধি খুঁজছেন, তাঁদের জন্য সোনালি রঙের পোশাক হবে আত্মবিশ্বাসের এক চমৎকার উৎস।

রুপালি

মানসিক স্বচ্ছতা এবং অন্তর্দৃষ্টির প্রতীক রুপালি রঙের সঙ্গে চাঁদের স্নিগ্ধ আভার সম্পর্ক রয়েছে। অন্ধকারে যেমন চাঁদের আলো পথ দেখায়, তেমনই রুপালি রং প্রতিকূলতার মধ্যেও সঠিক পথ দেখায় বলে মনে করা হয়। ভারসাম্যপূর্ণ ও শান্ত নতুন বছরের জন্য রুপালি রঙের পোশাক বেছে নেওয়া হতে পারে বুদ্ধিমানের কাজ।

প্রকৃতির মতোই সবুজ রং নবজীবন, বিকাশ ও সুস্থতার প্রতীক। ছবি সৌজন্য: ওয়্যারহাউজ
প্রকৃতির মতোই সবুজ রং নবজীবন, বিকাশ ও সুস্থতার প্রতীক। ছবি সৌজন্য: ওয়্যারহাউজ

সবুজ

প্রকৃতির মতোই সবুজ রং নবজীবন, বিকাশ ও সুস্থতার প্রতীক। এটি হঠাৎ আসা কোনো সৌভাগ্য নয়, বরং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে পাওয়া টেকসই সাফল্যের কথা মনে করিয়ে দেয়। যাঁরা নতুন বছরে নিজের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর জোর দিতে চান এবং জীবনে স্থিতিশীল সমৃদ্ধি আনতে চান, তাঁদের পোশাকে সবুজের ছোঁয়া থাকা জরুরি।

নীল

মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে হাজার বছর ধরে নীল রংকে অশুভ দৃষ্টি ও ঈর্ষা থেকে বাঁচার এক শক্তিশালী কবচ হিসেবে দেখা হয়। এ ছাড়া নীল রঙের মাহাত্ম্য মানসিক প্রশান্তি, ভারসাম্য ও স্থিরতার ধারক হিসেবেও রয়েছে। আধুনিক জীবনের চরম অস্থিরতা ও দুশ্চিন্তা কাটিয়ে যাঁরা নতুন বছরে স্থিতিশীল থাকতে চান, নীল রঙের পোশাক হবে তাঁদের জন্য এক ধরনের আশ্রয়ের মতো, যা আপনাকে সুরক্ষার অনুভূতি দিয়ে আত্মবিশ্বাসী করে তুলবে।

সাদা

সাদা রঙের দুটি বিশেষ দিক রয়েছে। এটি যেমন বিদায়কে সম্মান জানায়, তেমনই নতুনের পবিত্রতাকেও তুলে ধরে। পুরোনো বছরের সব ক্লান্তি মুছে ফেলে যারা একেবারে নতুন করে জীবন শুরু করতে চান, সাদা রং তাদের জন্য সেরা। এটি যেন জীবনের এক ‘ব্ল্যাঙ্ক পেজ’ বা সাদা পাতার মতো, যেখানে আপনি নিজের মতো করে নিজের জীবনের গল্প লিখতে পারবেন।

বেগুনি

ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, বেগুনি রং একসময় সাধারণের ধরাছোঁয়ার বাইরে ছিল। এটি শুধু রাজপরিবার, সম্রাট এবং উচ্চপদস্থ ব্যক্তিদের পোশাকের জন্যই বরাদ্দ থাকত। এর মূল কারণ ছিল এই রঙের দুষ্প্রাপ্যতা এবং উচ্চমূল্য। এখনো এই রংকে ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা আর ব্যক্তিগত আভিজাত্যের প্রতীক হিসেবেই দেখা হয়। ২০২৬ সালে নিজের ব্যক্তিত্বকে দৃঢ়ভাবে প্রকাশ করতে এই রং হতে পারে এক অনবদ্য পছন্দ।

সূত্র: গ্ল্যামার ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত