
সৌদি আরবের রিয়াদে দুই কিলোমিটার উঁচু একটি ভবন তৈরি করা হবে। ইতিমধ্যে এর নকশা করা শুরু করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ফস্টার অ্যান্ড পার্টনারস। নির্মাণ হওয়ার পর এটি হবে পৃথিবীর উচ্চতম ভবন।
যুক্তরাজ্যের স্পাপত্যবিদ্যা বিষয়ক ম্যাগাজিন আর্কিটেক্টস জার্নালের (এজে) এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যের স্টুডিওটি সৌদি আরবের রাজধানী শহরের উত্তর অংশে তৈরির জন্য অট্টালিকাটির নকশা করছে।
এজের প্রতিবেদন অনুসারে অট্টালিকাটি স্থাপিত হবে শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। এয়ারপোর্টটির সংস্কার করছে ফস্টার অ্যান্ড পার্টনারস (ফস্টার+পার্টনারস)। নির্মাণ হওয়ার পরে এটি হতে পারে বিশ্বের সবচেয়ে দীর্ঘ দালান। বর্তমান রেকর্ডধারী বুর্জ খলিফার দ্বিগুণের বেশি হবে এর উচ্চতা। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার।
স্বাভাবিকভাবেই মক্কার ৬০০ মিটার উঁচু আবরাজ আল বাইত ক্লক টাওয়ারকে টপকে দেশটির সর্বোচ্চ দালানও হবে এটি।
প্রস্তাবটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণে সৌদি আরবে দ্বিতীয় প্রচেষ্টা। অ্যাড্রিয়ান স্মিথ অ্যান্ড গিল গর্ডন আর্কিটেকচারের নকশা করা ১০০০ মিটার উঁচু জেদ্দা টাওয়ার বর্তমানে নির্মাণাধীন।
জেদ্দা টাওয়ারের সম্ভাব্য প্রথম চিত্র প্রকাশিত হয়েছিল ২০১১ সালে। ২০১৩ সালে নির্মাণ শুরু হয় এর। তবে প্রকল্পটি অনেক দিন আটকে রাখা হয় এবং গত বছর পুনরায় চালু করা হয়েছে।
সৌদি আরব বর্তমানে বিপুলসংখ্যক স্থাপত্য প্রকল্প গ্রহণ করেছে। এদের ‘গিগা প্রকল্প’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে আছে ১৭০ কিলোমিটার-দীর্ঘ শহর দ্য লাইন। সেখানেও অনেক উঁচু অট্টালিকা নির্মাণের পরিকল্পনা আছে।
ফস্টার অ্যান্ড পার্টনারস সৌদি আরবে অনেক প্রকল্প সম্পন্ন করেছে। যার মধ্যে আল ফয়সালিয়াহ টাওয়ার। ২০০০ সালে সম্পন্ন হলে এটি ছিল দেশের সবচেয়ে উঁচু ভবন। ২০১৯ সালে, স্টুডিওটির নকশা করা উচ্চ-গতির চার রেল স্টেশন সবার জন্য খুলে দেওয়া হয়।
উঁচু উঁচু দালান এবং রিয়াদ বিমানবন্দরের পাশাপাশি, স্টুডিওটি আরও দুটি বিমানবন্দরে কাজ করছে। এর একটি রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নির্মাণকাজ শুরু হয়েছে। এ ছাড়া লোহিত সাগর উপকূলে একটি বিলাসবহুল রিসোর্টের জন্য একটি বেসরকারি বিমানবন্দর টার্মিনাল এবং কন্ট্রোল টাওয়ারেরও নকশা করছে কোম্পানিটি।
সূত্র: ডিজিন ডট কম

সৌদি আরবের রিয়াদে দুই কিলোমিটার উঁচু একটি ভবন তৈরি করা হবে। ইতিমধ্যে এর নকশা করা শুরু করেছে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ফস্টার অ্যান্ড পার্টনারস। নির্মাণ হওয়ার পর এটি হবে পৃথিবীর উচ্চতম ভবন।
যুক্তরাজ্যের স্পাপত্যবিদ্যা বিষয়ক ম্যাগাজিন আর্কিটেক্টস জার্নালের (এজে) এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাজ্যের স্টুডিওটি সৌদি আরবের রাজধানী শহরের উত্তর অংশে তৈরির জন্য অট্টালিকাটির নকশা করছে।
এজের প্রতিবেদন অনুসারে অট্টালিকাটি স্থাপিত হবে শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে। এয়ারপোর্টটির সংস্কার করছে ফস্টার অ্যান্ড পার্টনারস (ফস্টার+পার্টনারস)। নির্মাণ হওয়ার পরে এটি হতে পারে বিশ্বের সবচেয়ে দীর্ঘ দালান। বর্তমান রেকর্ডধারী বুর্জ খলিফার দ্বিগুণের বেশি হবে এর উচ্চতা। বুর্জ খলিফার উচ্চতা ৮২৮ মিটার।
স্বাভাবিকভাবেই মক্কার ৬০০ মিটার উঁচু আবরাজ আল বাইত ক্লক টাওয়ারকে টপকে দেশটির সর্বোচ্চ দালানও হবে এটি।
প্রস্তাবটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণে সৌদি আরবে দ্বিতীয় প্রচেষ্টা। অ্যাড্রিয়ান স্মিথ অ্যান্ড গিল গর্ডন আর্কিটেকচারের নকশা করা ১০০০ মিটার উঁচু জেদ্দা টাওয়ার বর্তমানে নির্মাণাধীন।
জেদ্দা টাওয়ারের সম্ভাব্য প্রথম চিত্র প্রকাশিত হয়েছিল ২০১১ সালে। ২০১৩ সালে নির্মাণ শুরু হয় এর। তবে প্রকল্পটি অনেক দিন আটকে রাখা হয় এবং গত বছর পুনরায় চালু করা হয়েছে।
সৌদি আরব বর্তমানে বিপুলসংখ্যক স্থাপত্য প্রকল্প গ্রহণ করেছে। এদের ‘গিগা প্রকল্প’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে আছে ১৭০ কিলোমিটার-দীর্ঘ শহর দ্য লাইন। সেখানেও অনেক উঁচু অট্টালিকা নির্মাণের পরিকল্পনা আছে।
ফস্টার অ্যান্ড পার্টনারস সৌদি আরবে অনেক প্রকল্প সম্পন্ন করেছে। যার মধ্যে আল ফয়সালিয়াহ টাওয়ার। ২০০০ সালে সম্পন্ন হলে এটি ছিল দেশের সবচেয়ে উঁচু ভবন। ২০১৯ সালে, স্টুডিওটির নকশা করা উচ্চ-গতির চার রেল স্টেশন সবার জন্য খুলে দেওয়া হয়।
উঁচু উঁচু দালান এবং রিয়াদ বিমানবন্দরের পাশাপাশি, স্টুডিওটি আরও দুটি বিমানবন্দরে কাজ করছে। এর একটি রেড সি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নির্মাণকাজ শুরু হয়েছে। এ ছাড়া লোহিত সাগর উপকূলে একটি বিলাসবহুল রিসোর্টের জন্য একটি বেসরকারি বিমানবন্দর টার্মিনাল এবং কন্ট্রোল টাওয়ারেরও নকশা করছে কোম্পানিটি।
সূত্র: ডিজিন ডট কম

কৈশোর পেরিয়ে তারুণ্যে পা রাখা এক অদ্ভুত সুন্দর সময়। এ নিয়ে কত কবিতা, কত গান! তবে এই পরিবর্তনটাও জীবনের ‘একটু ভুল’ হয়ে যাওয়ার সময়। কৈশোরের গণ্ডি পেরিয়ে তারুণ্যে পা রাখার সময়টিতে ছেলেমেয়েদের জীবনে শারীরিক ও মানসিক অনেক পরিবর্তন আসে। এ সময়েই তারা ডেটিং বা রোমান্টিক সম্পর্কের প্রতি আগ্রহী হয়ে ওঠে...
১৭ ঘণ্টা আগে
বেশি ভ্রমণ করা দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। পুরো দেশটিকে পর্যটকদের জন্য বিভিন্নভাবে সাজিয়েছে সে দেশের সরকার। কিন্তু গত বছর থেকে রাজনৈতিক অবস্থা এবং বর্তমান সরকারের কর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের কারণে জনপ্রিয়তা হারানো শুরু করেছে যুক্তরাষ্ট্রে ভ্রমণের বিষয়টি...
১৯ ঘণ্টা আগে
সামনেই বসন্ত। আর আপনি? ৪০টি বসন্ত পার করে এসেছেন। এখন আপনার মধ্য়ে তরুণীসুলভ ভাব নেই, দারুণ কিছুতেও খুব নিয়ন্ত্রিত আবেগ দেখান। স্বাধীন, আত্মবিশ্বাসী ও জীবনকে নিয়ন্ত্রণে রাখার দুনিয়ায় আপনাকে স্বাগতম।
২১ ঘণ্টা আগে
বাজারে ও ফলের দোকানে পাওয়া যায় শাকালু। এটি সবজি না ফল, তা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা আছে। কিন্তু যে বিষয়ে দ্বিধা নেই তা হলো, এটি রান্না করে খাওয়া যায়। আবার সালাদ হিসেবেও খাওয়া যায়। আপনাদের জন্য শাকালু দিয়ে তৈরি দুই রকমের সালাদের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা...
২১ ঘণ্টা আগে