Ajker Patrika

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২৫, ১৭: ০৬
সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা
ছবি: সংগৃহীত

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকারা গেজেটেড পদমর্যাদা লাভ করতে যাচ্ছেন, যা ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

উপসচিব (বাস্তবায়ন অনুবিভাগ) মোহাম্মদ গোলাম কবিরের সই করা চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, এডুকেশন ডিপার্টমেন্টের ১৯৭০ সালের ১৭ জুলাইয়ের স্মারক নম্বর ৮৩২ ইডিএনের তফসিলে ‘সহকারী শিক্ষক বা শিক্ষিকা’ পদটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এই পদ এখন থেকে গেজেটেড হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকেরা বর্ধিত বেতনসহ অন্যান্য সরকারি সুবিধা ভোগ করবেন।

আরও বলা হয়, দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুটি অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পাবেন। এই আদেশ ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হবে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চিঠিটি পেয়েছি। এখন অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে অফিস আদেশ জারি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত