Ajker Patrika

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি

সবচেয়ে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা হিসেবে বিবেচিত বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষা। এ পরীক্ষার তিনটি ধাপের মধ্যে লিখিত পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। তাই পরীক্ষার্থীদের ভালো ফল করার জন্য গুরুত্বের সঙ্গে প্রস্তুতি নেওয়া জরুরি। বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন ৪৩তম বিসিএসে তথ্য ক্যাডার হিসেবে নির্বাচিত মো: আব্দুল্লাহ শেখ। 

বিগত প্রশ্নপত্র বিশ্লেষণ
লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্রের ধরন বুঝতে পারলে প্রস্তুতির কৌশল নির্ধারণ করা সহজ হয়। এ ছাড়া বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। এ ক্ষেত্রে প্রতিদিনের পত্রিকা পড়ার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো মিলিয়ে পড়া সহায়ক হতে পারে।

বিষয় ভিত্তিক পরামর্শ
বাংলা: বাংলা সাহিত্যে প্রস্তুতির জন্য ‘অগ্রদূত’ এবং ড. সৌমিত্র শেখরের লেখা ‘বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা’ বই অনুসরণ করতে পারেন। ব্যাকরণের জন্য বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে সমাধান করতে হবে। এ ছাড়া নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ (পুরোনো ভার্সনের) এবং ড. হায়াৎ মামুদের লেখা ‘উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা–শিক্ষা’ বই থেকে সিলেবাসের সঙ্গে মিলিয়ে পড়তে পারেন। 

ইংরেজি: ইংরেজিতে ভালো করতে হলে Sentence making structure, vocabulary, synonym, antonyms, idiom phrases, linking verb, grammatical rules ইত্যাদি আয়ত্ত করা প্রয়োজন। পাশাপাশি বাংলা ও ইংরেজি অনুবাদে দক্ষতা অর্জন করতে হবে। ইংরেজি সাহিত্যের জন্য ‘A Handbook on English Literature’ বইটি বেশ সহায়ক, আর ভোকাবুলারির জন্য ‘Saifur’s Student Vocabulary’ এবং T.J. Fitikides-এর ‘Common Mistakes in English’ বই পড়া যেতে পারে।

তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান: তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ের জন্য আগের প্রশ্ন ও সিলেবাস দেখে সমন্বয় করে পড়তে হবে। পরীক্ষায় সময় কম হওয়ায় অপ্রাসঙ্গিক কথা না লেখার বদলে সংক্ষেপে প্রাসঙ্গিক উত্তর করা উচিত। 

গণিত: গণিতে ভালো নম্বর পেতে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করতে হবে। এ ক্ষেত্রে ‘খাইরুল’স বেসিক ম্যাথ’ বই থেকে অনুশীলন করতে পারেন। পাশাপাশি সিলেবাস অনুযায়ী নবম-দশম শ্রেণির ‘সাধারণ গণিত ও উচ্চতর গণিত’ বই অনুসরণ করলেই হবে। 

মানসিক দক্ষতা: এই অংশের অনুশীলনের জন্য ‘IQ Doctor’ বইটি অনুসরণ করা যেতে পারে।

বাংলাদেশ বিষয়ক প্রস্তুতি: বিভিন্ন ঐতিহাসিক ও চিরাচরিত বিষয় যেমন ভূগোল, নদী, মুক্তিযুদ্ধ, সংবিধান, অর্থনীতি, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বিষয়ে ভালো ধারণা রাখতে হবে। পরীক্ষার খাতায় এই বিষয়গুলোতে গ্রাফ, চার্ট, টেবিল ইত্যাদি ব্যবহার করে উপস্থাপনা করলে ভালো নম্বর পাওয়া যায়। 

আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক পরিসরে আলোচিত বিষয়গুলো পড়া জরুরি। এ ক্ষেত্রে ইসরায়েল-ফিলিস্তিন, রাশিয়া-ইউক্রেন, মধ্যপ্রাচ্য উত্তেজনা, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বিষয়, জাতিসংঘ ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত। আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলাদেশকে ঘিরে বৈশ্বিক ভূমিকা, সমস্যা, সুবিধা-অসুবিধা, বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ইত্যাদি বিষয়ে ভালো ধারণা রাখতে হবে।

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন: অনেকেই মনে করে যে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন অংশে নম্বর তোলা যায় না। এটি ভুল ধারণা। শুধু বিগত প্রশ্ন পড়লেও এই অংশ থেকে তিন থেকে চার নম্বর কমন পাওয়া যায়। এ বিষয়ে প্রস্তুতি নেওয়ার জন্য বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলনের পাশাপাশি ‘Basic View’ বইটি সহায়ক হতে পারে। 

ভূগোল ও দুর্যোগ ব্যবস্থাপনা: এই অংশে ভালো করতে হলে নবম-দশম শ্রেণির ভূগোল বইয়ের পাশাপাশি ‘এমপি থ্রি’ বইটি পড়া যেতে পারে। পাশাপাশি Basic View’ বইটিও সহায়ক হতে পারে।

সাধারণ বিজ্ঞান: তরঙ্গ ও শব্দ, স্থির এবং চল তড়িৎ, ইলেকট্রনিকস, শক্তির উৎস এবং এর প্রয়োগ, খাদ্য ও পুষ্টি, রক্ত ও রক্ত সঞ্চালন, মা ও শিশুর স্বাস্থ্য, সংক্রামক রোগ এবং আধুনিক পদার্থবিজ্ঞান—সাধারণ বিজ্ঞানে এই সব বিষয় থেকে প্রতিবারই কোনো না কোনো প্রশ্ন আসছে। তাই এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। এ ছাড়া সিলেবাসের বিষয় অনুযায়ী নবম-দশম শ্রেণির জীববিজ্ঞান, রসায়ন ও পদার্থবিজ্ঞান বই থেকে নোট করে পড়বেন। পাশাপাশি সহায়ক বই হিসেবে ‘এমপি থ্রি’ ভালো কাজে দিতে পারে। 

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি: এই অংশে ভালো করার জন্য ‘আলাল’স কম্পিউটার আওয়ার’ বইটি বেশ সহায়ক। 

অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

স্থানীয় সরকার বিভাগের অধীনে চাকরি, বেতন ১৩–২০ গ্রেডে

চাকরি ডেস্ক 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণারয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন পাবনা জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৫ ক্যাটাগরির পদে মােট ৫ জনকে নিয়ােগ দেওয়া হবে। গত ১০ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: হিসাব রক্ষক।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি।

বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)।

পদের নাম: সাঁটলিপিকার।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান সনদ থাকতে হবে।

বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (১৩তম গ্রেড)।

পদের নাম: পরিবহন চালক।

পদ সংখ্যা: ১টি।

যোগ্যতা: হালকা যান চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)।

পদের নাম: ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম-দপ্তরী।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সনদ থাকতে হবে।

বেতন: ৮,৮০০–২১,৩১০ টাকা (১৮তম গ্রেড)।

পদের নাম: অফিস সহায়ক।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (২০তম গ্রেড)।

আবেদন পদ্ধতি: আবেদনকারী কর্তৃক নির্ধারিত আবেদন ফর্ম স্ব-হস্তে লিখিত হতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক আবেদন ফর্ম ডাকযোগে অফিস চলাকালীন সময়ের মধ্যে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পাবনা’ বরাবর পৌঁছাতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মৎস্য উন্নয়ন করপোরেশনের ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫: ৩৮
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এতে ১১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) করপোরেশনের যুগ্ম পরিচালক মো. মাসুদুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদগুলো হলো ফিশ প্রসেসিং, টেকনোলজিস্ট, ফিশ কালচারিস্ট, নিরাপত্তা অফিসার, হিসাবরক্ষক, অডিটর, উচ্চমান অফিস সহকারী, স্টোরকিপার, মার্কেটিং সহকারী, প্লাম্বার, মেকানিক।

এর আগে একইদিন ১২ ডিসেম্বর প্রতিষ্ঠানটির এই নিয়োগের লিখিত পরীক্ষা তেজগাঁও কলেজ ও তেজগাঁও সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেশনের জনবল নিয়োগসংক্রান্ত বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী লিখিত পরীক্ষায় পদভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের সুপারিশ করা হয়েছে। প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে টেলিটকের মাধ্যমে এসএমএসযোগে প্রার্থীদের জানানো হবে এবং যথারীতি করপোরেশনের ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরীক্ষা ২৯ ডিসেম্বর

চাকরি ডেস্ক 
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরীক্ষা ২৯ ডিসেম্বর

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার পদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ ডিসেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ১০ ডিসেম্বর একই দিন ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ ডিসেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম বন্দর কলেজ মাঠে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের একই দিনে বেলা ৩টায় প্রতিষ্ঠানটির বোর্ডরুমে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রার্থীরা প্রতিষ্ঠানটির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে আবেদনপত্রে উল্লেখিত রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড পাঠানো হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন শেষ ২০ ডিসেম্বর

চাকরি ডেস্ক 
মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আবেদন শেষ ২০ ডিসেম্বর

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির স্টোর বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ১০ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: সিনিয়র ম্যানেজার/এজিএম, (স্টোর, মেঘনা সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীর কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র : অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: নারায়ণগঞ্জ (সোনারগাঁও)।

বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ–সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত