আপনার জিজ্ঞাসা
মুফতি ইশমাম আহমেদ

প্রশ্ন: গত রমজানে আমি অসুস্থতার কারণে অনেক রোজা রাখতে পারিনি। এখন যেহেতু দিন ছোট হয়ে এসেছে, তাই আমি রোজাগুলোর কাজা আদায় করতে চাচ্ছি। রোজার কাজা আদায়ের বিধান সম্পর্কে জানালে উপকৃত হব। হামিদুর রশীদ, চট্টগ্রাম
উত্তর: অসুস্থতা বা অন্য কোনো শরিয়া অনুমোদিত কারণে রমজানের ফরজ রোজা রাখতে না পারলে তার কাজা আদায় করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যে এ মাসে থাকবে, সে যেন তাতে রোজা রাখে। আর যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির, সে অন্য দিনে সংখ্যা পূরণ করে নেবে, আল্লাহ তোমাদের জন্য সহজটাই চান, কঠিন করতে চান না।’ (সুরা বাকারা: ১৮৫)
রোজার কাজা যাদের জন্য
কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমান ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখলে বা অনিচ্ছায় ভেঙে ফেললে অথবা কোনো ওজরের কারণে ভেঙে ফেললে পরে ওই রোজার কাজা আদায় করতে হবে। মুসাফির ও অসুস্থ ব্যক্তি রোজা রাখতে কষ্ট হলে, একইভাবে গর্ভবতী বা দুগ্ধদানকারী নারী যদি নিজের বা বাচ্চার ক্ষতির আশঙ্কা করে, তাহলে রমজানে রোজা না রেখে পরে তা কাজা করে নিতে পারবে, এ ক্ষেত্রে কাফফারা দিতে হবে না। (তিরমিজি: ৭১৫) আর যে নারীর রমজানে ঋতুস্রাব হবে, তার জন্য সেই সময় রোজা রাখা বৈধ নয়; সেই রোজা পরে কাজা করে দিতে হবে।
লাগাতার আদায়ের নিয়ম
রমজানের কাজা রোজার ব্যাপারে সব ইমাম একমত, কোনো ব্যক্তি যে কয় দিনের রোজা রাখতে পারেনি, সে কয় দিনের রোজা কাজা করবে। একাধিক রোজা কাজা থাকলে তা লাগাতার কাজা আদায় করতে হবে না। ইচ্ছা করলে লাগাতার রোজা রাখা যাবে, আবার ইচ্ছে করলে বিরতি দিয়েও রাখা যাবে। সাধ্যানুযায়ী প্রতি সপ্তাহে এক দিন অথবা প্রতি মাসে এক দিন রোজা রাখতে কোনো অসুবিধা নেই। কারণ ওপরে উল্লিখিত আয়াতে কাজা পালনে লাগাতার রোজা রাখার কোনো শর্ত করা হয়নি। বরং শুধু যে কয় দিন রোজা ভঙ্গ করা হয়েছে, তার সমসংখ্যক দিন রোজা রাখা ফরজ করা হয়েছে।’ (আল-মাজমু: ৬ / ১৬৭; আল-মুগনি ৪ / ৪০৮)
কাজা রোজা আদায়ের সময়
পরের রমজান মাস আসার আগেই যত দ্রুত সম্ভব, রমজানের রোজার কাজা আদায় করতে হবে। কোনো কারণ ছাড়া কাজা আদায়ে দেরি করা উচিত নয়। কারও ওপর যদি রমজানের রোজা কাজা থাকে, তবে সে অন্যান্য নফল রোজা আদায় না করে আগে কাজা আদায় করে নেবে। অবশ্য, নফল রোজা আদায় করলে তা শুদ্ধ হয়ে যাবে। দুই ঈদের দিনগুলো এবং মানতের রোজার জন্য নির্ধারিত দিন ছাড়া বছরের যেকোনো দিন রমজানের রোজার কাজা আদায় করা যায়। (আল-ফিকহুল ইসলামি ওয়া-আদিল্লাতুহু: ৩ / ১০৭-১১৩)
উত্তর দিয়েছেন: মুফতি ইশমাম আহমেদ, ইসলামবিষয়ক গবেষক

প্রশ্ন: গত রমজানে আমি অসুস্থতার কারণে অনেক রোজা রাখতে পারিনি। এখন যেহেতু দিন ছোট হয়ে এসেছে, তাই আমি রোজাগুলোর কাজা আদায় করতে চাচ্ছি। রোজার কাজা আদায়ের বিধান সম্পর্কে জানালে উপকৃত হব। হামিদুর রশীদ, চট্টগ্রাম
উত্তর: অসুস্থতা বা অন্য কোনো শরিয়া অনুমোদিত কারণে রমজানের ফরজ রোজা রাখতে না পারলে তার কাজা আদায় করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যে এ মাসে থাকবে, সে যেন তাতে রোজা রাখে। আর যে ব্যক্তি অসুস্থ বা মুসাফির, সে অন্য দিনে সংখ্যা পূরণ করে নেবে, আল্লাহ তোমাদের জন্য সহজটাই চান, কঠিন করতে চান না।’ (সুরা বাকারা: ১৮৫)
রোজার কাজা যাদের জন্য
কোনো সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমান ইচ্ছাকৃত রমজানের রোজা না রাখলে বা অনিচ্ছায় ভেঙে ফেললে অথবা কোনো ওজরের কারণে ভেঙে ফেললে পরে ওই রোজার কাজা আদায় করতে হবে। মুসাফির ও অসুস্থ ব্যক্তি রোজা রাখতে কষ্ট হলে, একইভাবে গর্ভবতী বা দুগ্ধদানকারী নারী যদি নিজের বা বাচ্চার ক্ষতির আশঙ্কা করে, তাহলে রমজানে রোজা না রেখে পরে তা কাজা করে নিতে পারবে, এ ক্ষেত্রে কাফফারা দিতে হবে না। (তিরমিজি: ৭১৫) আর যে নারীর রমজানে ঋতুস্রাব হবে, তার জন্য সেই সময় রোজা রাখা বৈধ নয়; সেই রোজা পরে কাজা করে দিতে হবে।
লাগাতার আদায়ের নিয়ম
রমজানের কাজা রোজার ব্যাপারে সব ইমাম একমত, কোনো ব্যক্তি যে কয় দিনের রোজা রাখতে পারেনি, সে কয় দিনের রোজা কাজা করবে। একাধিক রোজা কাজা থাকলে তা লাগাতার কাজা আদায় করতে হবে না। ইচ্ছা করলে লাগাতার রোজা রাখা যাবে, আবার ইচ্ছে করলে বিরতি দিয়েও রাখা যাবে। সাধ্যানুযায়ী প্রতি সপ্তাহে এক দিন অথবা প্রতি মাসে এক দিন রোজা রাখতে কোনো অসুবিধা নেই। কারণ ওপরে উল্লিখিত আয়াতে কাজা পালনে লাগাতার রোজা রাখার কোনো শর্ত করা হয়নি। বরং শুধু যে কয় দিন রোজা ভঙ্গ করা হয়েছে, তার সমসংখ্যক দিন রোজা রাখা ফরজ করা হয়েছে।’ (আল-মাজমু: ৬ / ১৬৭; আল-মুগনি ৪ / ৪০৮)
কাজা রোজা আদায়ের সময়
পরের রমজান মাস আসার আগেই যত দ্রুত সম্ভব, রমজানের রোজার কাজা আদায় করতে হবে। কোনো কারণ ছাড়া কাজা আদায়ে দেরি করা উচিত নয়। কারও ওপর যদি রমজানের রোজা কাজা থাকে, তবে সে অন্যান্য নফল রোজা আদায় না করে আগে কাজা আদায় করে নেবে। অবশ্য, নফল রোজা আদায় করলে তা শুদ্ধ হয়ে যাবে। দুই ঈদের দিনগুলো এবং মানতের রোজার জন্য নির্ধারিত দিন ছাড়া বছরের যেকোনো দিন রমজানের রোজার কাজা আদায় করা যায়। (আল-ফিকহুল ইসলামি ওয়া-আদিল্লাতুহু: ৩ / ১০৭-১১৩)
উত্তর দিয়েছেন: মুফতি ইশমাম আহমেদ, ইসলামবিষয়ক গবেষক

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
৩ ঘণ্টা আগে
চলতি বছর বিভিন্ন বিভাগ থেকে ১ হাজার ২৮৩ জন শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে রয়েছেন দাওরায়ে হাদিস (মাওলানা) প্রায় ৯০০ জন, পবিত্র কোরআনের হাফেজ ১১৭ জন, মুফতি (ইফতা) ৬৬ জন, মুহাদ্দিস (উলুমুল হাদিস) ৮ জন, আরবি সাহিত্যে ডিপ্লোমা ৯৩ জন, মুফাসসির ২৪ জন, কারি (কেরাতে হাফস ও সাবা) ৬৯ জন...
১৫ ঘণ্টা আগে
জুমার দিন মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ নিয়ামত। এই দিনটিকে সপ্তাহের সেরা দিন হিসেবে ঘোষণা দিয়েছেন নবী করিম (সা.)। জুমার দিন কেবল একটি নামাজ আদায়ের মাধ্যম নয়; বরং এদিনের প্রতিটি মুহূর্তেই রহমত, বরকত ও মাগফিরাত বর্ষিত হয়।
১৭ ঘণ্টা আগে
একটি রাষ্ট্রের প্রকৃত পরিচয় তার সংবিধানে নয়, বরং সেই সংবিধানের ন্যায়সংগত প্রয়োগের ওপর নির্ভর করে। ইতিহাস সাক্ষী দেয়—বিপুল সম্পদ, আধুনিক প্রযুক্তি কিংবা শক্তিশালী সামরিক বাহিনী কোনো রাষ্ট্রকে টিকিয়ে রাখতে পারে না, যদি সেখানে ইনসাফ বা ন্যায়বিচার অনুপস্থিত থাকে।
১৭ ঘণ্টা আগে