রেলওয়ে বা ট্রেন এক আনন্দদায়ক ও আরামদায়ক ভ্রমণের মাধ্যম। ট্রেনে বসে জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যায় সবুজ খেত, নদী, গ্রামের সৌন্দর্য ও প্রকৃতির রূপ। এতে এক ভিন্ন অনুভূতি জাগে মনে। ট্রেনের গতি মসৃণ হওয়ায় দীর্ঘ ভ্রমণও আরামদায়ক হয়। তাই ভ্রমণে অনেকেরই প্রথম পছন্দ ট্রেন। কিন্তু অনেককে দেখা যায়, ইচ্ছায় বা অনিচ্ছায় রাষ্ট্রীয় এই বাহন দিয়ে আরামে যাতায়াত করে ঠিকই, কিন্তু টিকিট কাটে না! এভাবে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করলে কি গুনাহ হবে?
এ বিষয়ে ইসলামের বিধান হলো, টিকিট না কেটে ট্রেনে ভ্রমণ করা বৈধ নয়। এ ছাড়া রাষ্ট্রীয় আইনেও এটা অপরাধ। বিনা টিকিটে ভ্রমণের ফলে রাষ্ট্রীয় এই খাতে নেতিবাচক প্রভাব পড়ে। রেলওয়ে রাজস্ব হারায়, যা উন্নয়নকাজে ব্যাঘাত সৃষ্টি করে। সর্বোপরি বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ মারাত্মক পর্যায়ের খেয়ানতের মধ্যে পড়ে। আর খেয়ানতকারীর বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘কোনো নবীর জন্য খিয়ানত করা শোভনীয় নয়। আর যে ব্যক্তি খিয়ানত করবে, সে কিয়ামতের দিন তার খিয়ানতের বস্তুসহ উপস্থিত হবে। অতঃপর প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের পূর্ণ প্রতিদান পাবে। তাদের প্রতি কোনো অবিচার করা হবে না।’ (সুরা আলে ইমরান: ১৬১)
কেউ কেউ টিকিট না কেটে ট্রেনের ভেতরে দায়িত্ব পালন করা ব্যক্তিদের কিছু টাকা দিয়ে ভ্রমণ করার কথাও শোনা যায়। নিয়মতান্ত্রিক টিকিট না কেটে ট্রেনের দায়িত্বশীল কাউকে কিছু টাকা দিয়ে ভ্রমণ করলে তা ভাড়া হিসেবে গণ্য হবে না। বরং সেটা হবে ঘুষ, যা ইসলামে সম্পূর্ণ অবৈধ। সাহাবি আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, ঘুষ গ্রহণকারী ও ঘুষ প্রদানকারী দুজনকেই আল্লাহর রাসুল অভিসম্পাত করেছেন। (জামে তিরমিজি: ১৩৩৭)
শয়তানের ধোঁকায় পড়ে অথবা অপারগ হয়ে কখনো টিকিট ছাড়া কেউ ট্রেনে ভ্রমণ করে থাকলে, সমপরিমাণ মূল্যের সিটবিহীন অর্থাৎ স্ট্যান্ডিং টিকিট কেটে ছিঁড়ে ফেলে দেবেন। এতে আপনি ওই অপরাধ থেকে মুক্ত হতে পারবেন বলে আশা করা যায়। (ফাতহুল কাদির: ৬ / ৩৫৯, ইমদাদুল ফাতাওয়া ৩ / ৪৪৫, তাফসিরে মাজহারি: ৩ / ১৪৫)

সুরা কাফিরুন কোরআনের ৩০তম পারায় অবস্থিত। সুরাটি মক্কায় নাজিল হয়েছে, তাই এটি মাক্কি সুরা হিসেবে পরিচিত। ফজিলতের দিক থেকে এ সুরা পাঠ করলে কোরআনের এক-চতুর্থাংশ তিলাওয়াতের সমান সওয়াব পাওয়া যায়।
১৭ ঘণ্টা আগে
সুরা নাসর (سورة النصر) পবিত্র কোরআনের ১১০ তম সুরা। এটি পবিত্র মদিনায় অবতীর্ণ হওয়া সর্বশেষ পূর্ণাঙ্গ সুরা। মাত্র ৩টি আয়াতের এই ছোট সুরাটিতে ইসলামি মিশনের পূর্ণতা এবং রাসুলুল্লাহ (সা.)-এর ইহকাল ত্যাগের ইঙ্গিত দেওয়া হয়েছে। একে ‘সুরা তাওদি’ বা বিদায়ের সুরা নামেও অভিহিত করা হয়।
১৮ ঘণ্টা আগে
ইসলামি শরিয়তে সহবাসের পর গোসল করার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা—যেমন: এক ঘণ্টা বা দুই ঘণ্টা নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে নিয়ম হলো, পরবর্তী ওয়াক্তের নামাজ কাজা হওয়ার আগেই গোসল করে পবিত্র হওয়া ফরজ। নবী করিম (সা.) এবং সালফে সালেহিনের আমল অনুযায়ী, যত দ্রুত সম্ভব ফরজ গোসল করে নেওয়াটাই সুন্নাহ...
২১ ঘণ্টা আগে
পাপের প্রতি ঝোঁক মানুষের স্বভাবজাত বিষয়। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই মানুষের অন্তরে পাপকাজের প্রতি আকর্ষণ সৃষ্টি করেছেন। মানুষ ভুল করে, গোনাহে জড়িয়ে পড়ে, এটিই মানবিক বাস্তবতা। কিন্তু মানুষের এই দুর্বলতার পাশাপাশি আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন অসীম দয়ালু ও পরম ক্ষমাশীল হিসেবে।
২১ ঘণ্টা আগে