Ajker Patrika

মাতৃভূমির প্রতি মুমিনের ভালোবাসা

মাহমুদ হাসান ফাহিম, ইসলামবিষয়ক গবেষক
মাতৃভূমির প্রতি মুমিনের ভালোবাসা

মা, মাতৃভূমি এবং মাতৃভাষা—এ তিনটি জিনিস মানুষের সবচেয়ে প্রিয়। মাতৃভূমির প্রতি টান মানুষের সহজাত প্রবৃত্তি। জীবন-জীবিকার প্রয়োজনে, কর্তব্যের টানে মানুষ বিদেশে থাকলেও জন্মভূমির কথা, মাতৃভূমির মায়া ভুলে থাকতে পারে না। এই ভালোবাসা ও মমত্ববোধকে বলা হয় দেশপ্রেম। যেকোনো দেশের স্বাধীনতা সুরক্ষিত করতে হলে দেশপ্রেমের বিকল্প নেই।

পবিত্র কোরআনের একাধিক আয়াতে দেশের প্রতি ভালোবাসা অনুপ্রাণিত করা হয়েছে। যদিও স্পষ্টভাবে কোথাও এর উল্লেখ নেই কিন্তু এর ইঙ্গিত রয়েছে একাধিক আয়াতে। জন্মভূমি মক্কার প্রতি মহানবী (সা.)-এর অপরিসীম ভালোবাসার কথা সবারই জানা। মক্কার লোকদের চরম নিষ্ঠুরতায় একসময় তিনি প্রিয় জন্মভূমি ছেড়ে চলে যেতে বাধ্য হন। তখন পবিত্র মদিনার উদ্দেশে রওয়ানা হয়ে প্রিয় মাতৃভূমির দিকে ফিরে তাকিয়ে বলেছিলেন, ‘কত উত্তম ভূখণ্ড তুমি! আমার কত প্রিয়! আমার স্বজাতি যদি আমাকে তোমার কাছ থেকে বের করে না দিত, তবে তোমাকে ছেড়ে আমি কোথাও যেতাম না।’ (তিরমিজি: ৩৯২৬)

হিজরতের পর মহানবী (সা.) মদিনাকে আপন করে নিলেও মক্কার কথা ভুলতে পারেননি। মক্কায় ফিরে যাওয়ার জন্য হৃদয় সব সময় ব্যাকুল থাকত তাঁর। এ কারণে আল্লাহ তাআলা তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছেন, ‘যিনি তোমার জন্য কোরআনকে জীবনবিধান বানিয়েছেন, তিনি অবশ্যই তোমাকে তোমার প্রিয়ভূমিতে ফিরিয়ে আনবেন।’ (সুরা কাসাস: ৮৫)

দেশের প্রতি ভালোবাসা মানুষের ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত করে এবং পারস্পরিক সদাচরণ শেখায়। দেশাত্মবোধ অন্যায় ও অপরাধপ্রবণতা থেকে মানুষকে বিরত রাখতে পারে। তাই দেশের প্রকৃত উন্নয়ন ও অগ্রগতি সাধন করতে হলে অবশ্যই দেশপ্রেমকে সদা জাগ্রত রাখতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল ওরফে দাউদ কে, মাস্ক পরা ব্যক্তিটিই কি তিনি

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ