ইসলাম ডেস্ক
ইসলাম বলে, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। কেউ কারও স্বাধীনতায় অবৈধ হস্তক্ষেপ করার অধিকার নেই। রাজা-প্রজা, আমির-ফকির সবাই সমান। বিদায় হজের ভাষণে মহানবী (সা.) বলেন, ‘কালোর ওপর সাদার প্রাধান্য নেই, অনারবের ওপর আরবের শ্রেষ্ঠত্ব নেই।’ (মুসনাদে আহমাদ: ২৩৫৩৬)
বর্ণ, ভাষা, ভূমির পার্থক্য মানুষকে শ্রেষ্ঠত্ব দেয় না। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি তাকওয়া। পবিত্র কোরআনে তিনি বলেন, ‘হে মানুষ, আমি তোমাদের সকলকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা বেশি মর্যাদাবান সে-ই, যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি আল্লাহভীরু। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে অবহিত।’ (সুরা হুজুরাত: ১৩)
সেই সূত্রে মানুষ সৃষ্টিগতভাবেই স্বাধীন। অন্য কোনো সৃষ্টির অধীনে তাকে বাধা পড়তে হয় না। স্রষ্টার আনুগত্যের পর দিগন্তজুড়ে তার স্বাধীনতা। তবে এই স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতার স্বাধীনতা নয়। বরং কল্যাণের স্বাধীনতা, অসহায়ের পাশে দাঁড়ানোর স্বাধীনতা, গৌরবোজ্জ্বল ইতিহাস গড়ার স্বাধীনতা।
এই স্বাধীনতা মানুষের জন্য আল্লাহ তাআলার অপার দান। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী, তাঁর মদদেই বিজয় আর স্বাধীনতা আসে। নবী-রাসুলগণ যুগে যুগে স্বাধীনতা ও মানবতার মুক্তির জন্য সংগ্রাম করেছেন। কখনো স্বাধীনতা অর্জন ও এর সুরক্ষার জন্য বাধ্য হয়ে যুদ্ধও করেছেন। নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের বিশেষ মর্যাদা দান করেছে ইসলাম।
আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি নিজের সম্পদ, দ্বীন, জীবন এবং পরিবার-পরিজনের নিরাপত্তা রক্ষায় মারা যায়, সে শহীদ।’ (সুনানে তিরমিজি: ১৪২১)
ইসলাম বলে, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। কেউ কারও স্বাধীনতায় অবৈধ হস্তক্ষেপ করার অধিকার নেই। রাজা-প্রজা, আমির-ফকির সবাই সমান। বিদায় হজের ভাষণে মহানবী (সা.) বলেন, ‘কালোর ওপর সাদার প্রাধান্য নেই, অনারবের ওপর আরবের শ্রেষ্ঠত্ব নেই।’ (মুসনাদে আহমাদ: ২৩৫৩৬)
বর্ণ, ভাষা, ভূমির পার্থক্য মানুষকে শ্রেষ্ঠত্ব দেয় না। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি তাকওয়া। পবিত্র কোরআনে তিনি বলেন, ‘হে মানুষ, আমি তোমাদের সকলকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা বেশি মর্যাদাবান সে-ই, যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি আল্লাহভীরু। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে অবহিত।’ (সুরা হুজুরাত: ১৩)
সেই সূত্রে মানুষ সৃষ্টিগতভাবেই স্বাধীন। অন্য কোনো সৃষ্টির অধীনে তাকে বাধা পড়তে হয় না। স্রষ্টার আনুগত্যের পর দিগন্তজুড়ে তার স্বাধীনতা। তবে এই স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতার স্বাধীনতা নয়। বরং কল্যাণের স্বাধীনতা, অসহায়ের পাশে দাঁড়ানোর স্বাধীনতা, গৌরবোজ্জ্বল ইতিহাস গড়ার স্বাধীনতা।
এই স্বাধীনতা মানুষের জন্য আল্লাহ তাআলার অপার দান। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী, তাঁর মদদেই বিজয় আর স্বাধীনতা আসে। নবী-রাসুলগণ যুগে যুগে স্বাধীনতা ও মানবতার মুক্তির জন্য সংগ্রাম করেছেন। কখনো স্বাধীনতা অর্জন ও এর সুরক্ষার জন্য বাধ্য হয়ে যুদ্ধও করেছেন। নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের বিশেষ মর্যাদা দান করেছে ইসলাম।
আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি নিজের সম্পদ, দ্বীন, জীবন এবং পরিবার-পরিজনের নিরাপত্তা রক্ষায় মারা যায়, সে শহীদ।’ (সুনানে তিরমিজি: ১৪২১)
হজ ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই ইবাদত মানুষকে আত্মশুদ্ধি, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধ শেখায়। নানা জাতি, ভাষা ও বর্ণের মুসলমান একত্র হয় এ সময়। ত্যাগ, সততা, একতা ও সমতার জানান দেয় হজ পালনের প্রতিটি বিধানে। প্রতিবছর জিলহজ মাসে মক্কার পবিত্র স্থানসমূহে নির্দিষ্ট নিয়মে পালিত হয় হজ। চলতি সপ্তাহেই শুরু...
৪ ঘণ্টা আগেহজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি, যা মুসলমানদের জীবনে এক অনন্য রুহানি অভিজ্ঞতা। এটি শুধু শরীরের পরিশ্রম নয়, বরং আত্মার প্রশান্তি ও গুনাহ মোচনের সুবর্ণ সুযোগ। হজ যেন শুধুই একটি ভ্রমণ না হয়, বরং আল্লাহর নৈকট্য অর্জনের এক বাস্তব মাধ্যম হয়ে ওঠে; সে জন্য প্রয়োজন পূর্ণ প্রস্তুতি। নিচে হজের সফরের আগে...
৪ ঘণ্টা আগেমিনারের সঙ্গে ইসলামি স্থাপত্যের এক নিবিড় সম্পর্ক জড়িয়ে আছে। এর অবয়ব যেন মনে করিয়ে দেয় ইসলামি শাসন ও মুসলিম শাসকদের নানা কীর্তিগাথা। ইসলামের ইতিহাসে মূলত আজানের শব্দ দূরে পৌঁছানোর জন্য মিনারের ব্যবহার শুরু হয়। একসময় মিনারগুলো থেকে ভেসে আসত ‘আস-সালাতু খাইরুম মিনান নাউম’-এর মায়াবি ধ্বনি।
৪ ঘণ্টা আগেনামাজ ইসলামের এক গুরুত্বপূর্ণ বিধান। নির্ধারিত সময়ে নামাজ আদায় করে নেওয়া আবশ্যক। আকাশপথে সফরের সময় ফরজ নামাজ সম্ভব হলে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে রুকু-সিজদাসহ আদায় করবেন। দাঁড়ানো সম্ভব না হলে বসে স্বাভাবিকভাবে কিবলামুখী হয়ে রুকু-সিজদা করে আদায় করবেন। এভাবে নামাজ আদায় করতে পারলে পরবর্তী সময়ে তা পুনরায় আদা
৪ ঘণ্টা আগে