ইউশা আসরার

ইস্পাহান ইরানের তৃতীয় বৃহত্তম শহর ও প্রধান পর্যটন নগরী। সমৃদ্ধ মুসলিম ঐতিহ্য ও নান্দনিক স্থাপত্যের জন্য বিখ্যাত এটি। একসময় শহরটিকে ‘ইস্পাহান নিসফে জানান’ বলা হতো, যার অর্থ ইস্পাহান পৃথিবীর অর্ধেক। ছন্দোবদ্ধ এই প্রবাদ আসলেই সত্য। এটি পৃথিবীর অন্যতম বড় শহর ছিল এবং দুবার ইরানের রাজধানী হওয়ার গৌরব অর্জন করেছিল।
আকিমিনীয়দের থেকে শুরু করে কাজার রাজবংশ পর্যন্ত—অনেকেরই পরপর আক্রমণের বিস্তৃত ইতিহাসের শহর ইস্পাহান। সর্বমোট ১৪টি ভিন্ন ভিন্ন সাম্রাজ্য এই শহর শাসন করেছে। এই দীর্ঘ সময়ে অনেক উত্থান-পতনের সাক্ষী হয়েছে ইস্পাহানের পথঘাট।
৬৫১ সালে মুসলমানদের পারস্য জয়ের পর থেকেই ইরান মুসলিম খেলাফতের অধীনে ছিল। ১২২০ সালে ইরানিরা পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এই সময়ে নিজামুল মুলকের নির্মিত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো মসজিদে জামে ইস্পাহান। প্রায় হাজার বছরের ইতিহাস গায়ে মেখে মসজিদটি এখনো সৌন্দর্যপিপাসুদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে।
মঙ্গোল আমলে ইস্পাহানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন ওলজিতু খান। শিল্পের প্রতি তাঁর প্রবল আকর্ষণ ছিল। তিনি মসজিদে জামে ইস্পাহানের সৌন্দর্যবর্ধনে অনেক কাজ করেন। তিনিই প্রথম মঙ্গোল শাসক, যিনি শিয়া ধর্মবিশ্বাস গ্রহণ করেছিলেন।
ইস্পাহান শাসন করা আরেকটি রাজবংশ আলে মুজাফফর। ইরানের শ্রেষ্ঠ কবি ও দার্শনিক হাফিজ এই সময়েরই কবি ছিলেন। এরপর আসে তিমুরি সাম্রাজ্য। এরপর কারাকাইউনলুলার সাম্রাজ্য, যাঁরা ইস্পাহানের বিখ্যাত দারবে ইমান নামের নান্দনিক স্থাপত্যের একটি সমাধি নির্মাণ করেছিলেন।
এরপর আসে সাফাভিরা। ইস্পাহানে স্বর্ণযুগের সূচনা হয় সাফাভিদেরই হাত ধরে। খাজৌ সেতু, মসজিদে হাকিম, তালার-ই-আশরাফ ও চেহেল সোতোনের মতো সুরম্য প্রাসাদগুলো এই আমলেই নির্মিত হয়।
আফগানদের শাসনকালে একটিমাত্র স্থাপনা তৈরি হয়। তা হলো মসজিদে জামে ইস্পাহানের পোর্চ অব ওমর নামের মিহরাবটি। ১৭৫৩ সালে করিম খান শাসনক্ষমতা হাতে নিলে শিরাজকে রাজধানী করেন।
কাজার আমলে রাজধানী তেহরানে স্থানান্তরিত হলে ইস্পাহানের স্থাপনা নির্মাণে ভাটা পড়ে। এই সময়ে মসজিদে সৈয়্যদ নামে একটিমাত্র স্থাপনা ইস্পাহানে নির্মিত হয়।
মুসলিম ঐতিহ্যের শহর ইস্পাহানকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। ব্রিটিশ পর্যটক রবার্ট বায়রন এথেন্স বা রোমের মতো বিরল স্থানগুলোর সঙ্গে ইস্পাহানকে তুলনা করেছেন। ইস্পাহানের ইতিহাস ও চিত্তাকর্ষক স্থাপত্যের কারণে শহরটিকে ‘ইরানের লুকানো রত্ন’ও বলা হয়।

ইস্পাহান ইরানের তৃতীয় বৃহত্তম শহর ও প্রধান পর্যটন নগরী। সমৃদ্ধ মুসলিম ঐতিহ্য ও নান্দনিক স্থাপত্যের জন্য বিখ্যাত এটি। একসময় শহরটিকে ‘ইস্পাহান নিসফে জানান’ বলা হতো, যার অর্থ ইস্পাহান পৃথিবীর অর্ধেক। ছন্দোবদ্ধ এই প্রবাদ আসলেই সত্য। এটি পৃথিবীর অন্যতম বড় শহর ছিল এবং দুবার ইরানের রাজধানী হওয়ার গৌরব অর্জন করেছিল।
আকিমিনীয়দের থেকে শুরু করে কাজার রাজবংশ পর্যন্ত—অনেকেরই পরপর আক্রমণের বিস্তৃত ইতিহাসের শহর ইস্পাহান। সর্বমোট ১৪টি ভিন্ন ভিন্ন সাম্রাজ্য এই শহর শাসন করেছে। এই দীর্ঘ সময়ে অনেক উত্থান-পতনের সাক্ষী হয়েছে ইস্পাহানের পথঘাট।
৬৫১ সালে মুসলমানদের পারস্য জয়ের পর থেকেই ইরান মুসলিম খেলাফতের অধীনে ছিল। ১২২০ সালে ইরানিরা পারস্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এই সময়ে নিজামুল মুলকের নির্মিত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো মসজিদে জামে ইস্পাহান। প্রায় হাজার বছরের ইতিহাস গায়ে মেখে মসজিদটি এখনো সৌন্দর্যপিপাসুদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে।
মঙ্গোল আমলে ইস্পাহানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন ওলজিতু খান। শিল্পের প্রতি তাঁর প্রবল আকর্ষণ ছিল। তিনি মসজিদে জামে ইস্পাহানের সৌন্দর্যবর্ধনে অনেক কাজ করেন। তিনিই প্রথম মঙ্গোল শাসক, যিনি শিয়া ধর্মবিশ্বাস গ্রহণ করেছিলেন।
ইস্পাহান শাসন করা আরেকটি রাজবংশ আলে মুজাফফর। ইরানের শ্রেষ্ঠ কবি ও দার্শনিক হাফিজ এই সময়েরই কবি ছিলেন। এরপর আসে তিমুরি সাম্রাজ্য। এরপর কারাকাইউনলুলার সাম্রাজ্য, যাঁরা ইস্পাহানের বিখ্যাত দারবে ইমান নামের নান্দনিক স্থাপত্যের একটি সমাধি নির্মাণ করেছিলেন।
এরপর আসে সাফাভিরা। ইস্পাহানে স্বর্ণযুগের সূচনা হয় সাফাভিদেরই হাত ধরে। খাজৌ সেতু, মসজিদে হাকিম, তালার-ই-আশরাফ ও চেহেল সোতোনের মতো সুরম্য প্রাসাদগুলো এই আমলেই নির্মিত হয়।
আফগানদের শাসনকালে একটিমাত্র স্থাপনা তৈরি হয়। তা হলো মসজিদে জামে ইস্পাহানের পোর্চ অব ওমর নামের মিহরাবটি। ১৭৫৩ সালে করিম খান শাসনক্ষমতা হাতে নিলে শিরাজকে রাজধানী করেন।
কাজার আমলে রাজধানী তেহরানে স্থানান্তরিত হলে ইস্পাহানের স্থাপনা নির্মাণে ভাটা পড়ে। এই সময়ে মসজিদে সৈয়্যদ নামে একটিমাত্র স্থাপনা ইস্পাহানে নির্মিত হয়।
মুসলিম ঐতিহ্যের শহর ইস্পাহানকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে। ব্রিটিশ পর্যটক রবার্ট বায়রন এথেন্স বা রোমের মতো বিরল স্থানগুলোর সঙ্গে ইস্পাহানকে তুলনা করেছেন। ইস্পাহানের ইতিহাস ও চিত্তাকর্ষক স্থাপত্যের কারণে শহরটিকে ‘ইরানের লুকানো রত্ন’ও বলা হয়।

মানবসভ্যতার ইতিহাসে ইসলাম একমাত্র ধর্ম, যা জ্ঞান অর্জনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেছে। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে তাকে অন্যান্য সৃষ্টির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন মূলত জ্ঞানের মাধ্যমেই। ইসলামের সূচনালগ্ন থেকেই জ্ঞান চর্চাকে ইমানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১৬ ঘণ্টা আগে
মাদ্রাসার বার্ষিক পরীক্ষার এক সপ্তাহ বাকি। বেফাকের অধীনে কওমি মাদ্রাসার ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হবে ১৭ জানুয়ারি। বার্ষিক পরীক্ষার এক মাস থেকে ২০ দিন আগে ক্লাস শেষ করে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা নিজস্ব রুটিনে পড়াশোনা করে। মাদ্রাসায় এই সময়কে খেয়ার বলা হয়।
১ দিন আগে
ইসলামের ইতিহাসে সাহাবিরা হলেন নবীজি (সা.)-এর নুরানি পরশ পাওয়া অনন্য জামাত। তাঁরা ছিলেন নবীজির সহচর। ইসলামের সুমহান সত্য প্রচারে নিজেদের জীবন ও সম্পদ উৎসর্গ করেছিলেন তাঁরা। সাহাবিদের জীবন আমাদের জন্য হিদায়াতের আলোকবর্তিকা এবং চিরন্তন অনুপ্রেরণার উৎস।
১ দিন আগে