ড. মোহাম্মদ ইউছুফ

আত্মার পরিচ্ছন্নতা ও গুনাহমুক্ত থাকা নৈতিক জীবনের ভিত্তি। ইসলামের চোখে যা কিছু অন্যায় এবং যা কিছু অন্তরকে কলুষিত করে, তা থেকে জীবনকে পবিত্র রাখার অনুশীলন করা মোমিনের জন্য আবশ্যক। কোরআন-হাদিসে আত্মশুদ্ধি অর্জন করে নৈতিক জীবন গঠনের জোর তাগিদ দেওয়া হয়েছে।
মানুষ স্বভাবতই মন্দ কর্মপ্রবণ। প্রবৃত্তির তাড়নায় সে অন্যায় ও অসৎ কাজে জড়িয়ে পড়ে। তাকে সৎপথে ফেরাতে প্রয়োজন নৈতিকতার শিক্ষা। আল্লাহ তাআলা এ উদ্দেশ্যেই যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নৈতিকতার মহান শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তিনি তাদের আল্লাহর কিতাব পাঠ করে শোনাবেন আর তাদের কোরআন ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের হৃদয় পবিত্র করবেন।’ (সুরা-২: বাকারা, আয়াত: ১২৯) নবী (সা.) বলেছেন, ‘আমাকে উত্তম শিষ্টাচারের পূর্ণতার জন্য পাঠানো হয়েছে।’ (সিলসিলা সহিহা, হাদিস: ৪৫)
নৈতিক জীবন গঠনের পূর্বশর্ত আত্মার পরিশুদ্ধি। আত্মা যখন শুদ্ধ, সুন্দর ও কাচের মতো পরিষ্কার হয়ে যায়, তখন গুনাহমুক্ত জীবন গঠন সহজ হয়ে যায়। হাদিস শরিফে এসেছে, ‘জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একখণ্ড মাংসপিণ্ড আছে, যখন তা সংশোধিত হয়, তখন গোটা দেহ সংশোধিত হয়ে যায়। আর যখন তা দূষিত হয়, তখন পুরো দেহ দূষিত হয়ে যায়। মনে রেখো, সেটাই অন্তর।’ (সহিহ্ বুখারি, হাদিস: ৫০)।
আত্মা পরিশুদ্ধ হলে মানুষ যেমন মনের গোপন পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি লাভ করে, তেমনি অন্যায়-অনাচারে জড়িয়ে পড়া থেকেও বিরত থাকে। তার মধ্যে থাকে না হিংসা, বিদ্বেষ, অহংকার ও নিষিদ্ধ কামনা-বাসনা। চুরি, দুর্নীতি, সুদ-ঘুষ, খুনখারাবি ও পরনিন্দার মতো কাজে সে জড়াতে পারে না। ফলে সে দুনিয়া-আখিরাতের সাফল্য লাভ করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘নিশ্চয়ই সে সফলকাম, যে আত্মাকে পরিচ্ছন্ন করেছে।’ (সুরা-৯১: শামস, আয়াত: ৯)
পরকালে আল্লাহর কাছে মানুষের ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তির কোনো মূল্য থাকবে না, যদি তাদের অন্তর পরিশুদ্ধ না থাকে। অন্তরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং সব কাজে তার ভয় না থাকলে পরকালীন জীবন মসৃণ হবে না। দৈহিক সৌন্দর্য কিংবা রূপ-লাবণ্য সেদিন কোনো কাজে আসবে না। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের আকৃতি ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও সৎকর্মের প্রতিই লক্ষ করেন। এরপর রাসুল (সা.) অন্তর দেখানোর জন্য আঙুল দিয়ে নিজের বুকের দিকে ইশারা করেন।’ (সহিহ্ মুসলিম, হাদিস: ২৫৬৪)
অন্তরের পরিশুদ্ধি লাভের জন্য ভালো কাজের অনুশীলন আবশ্যক। গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করা এবং আল্লাহর ভয় সদা অন্তরে জাগরুক থাকলেই শুদ্ধ অন্তরের অধিকারী হওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন আল্লাহর একান্ত অনুগ্রহ। তাই কায়মনোবাক্যে তাঁর দরবারে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ; কিন্তু ওই ব্যক্তি নয়, যার প্রতি আমার প্রতিপালক দয়া করেছেন। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল ও পরম দয়ালু।’ (সুরা-১২: ইউসুফ, আয়াত: ৫৩)
লেখক: অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

আত্মার পরিচ্ছন্নতা ও গুনাহমুক্ত থাকা নৈতিক জীবনের ভিত্তি। ইসলামের চোখে যা কিছু অন্যায় এবং যা কিছু অন্তরকে কলুষিত করে, তা থেকে জীবনকে পবিত্র রাখার অনুশীলন করা মোমিনের জন্য আবশ্যক। কোরআন-হাদিসে আত্মশুদ্ধি অর্জন করে নৈতিক জীবন গঠনের জোর তাগিদ দেওয়া হয়েছে।
মানুষ স্বভাবতই মন্দ কর্মপ্রবণ। প্রবৃত্তির তাড়নায় সে অন্যায় ও অসৎ কাজে জড়িয়ে পড়ে। তাকে সৎপথে ফেরাতে প্রয়োজন নৈতিকতার শিক্ষা। আল্লাহ তাআলা এ উদ্দেশ্যেই যুগে যুগে নবী-রাসুল পাঠিয়েছেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নৈতিকতার মহান শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, ‘তিনি তাদের আল্লাহর কিতাব পাঠ করে শোনাবেন আর তাদের কোরআন ও হিকমত শিক্ষা দেবেন এবং তাদের হৃদয় পবিত্র করবেন।’ (সুরা-২: বাকারা, আয়াত: ১২৯) নবী (সা.) বলেছেন, ‘আমাকে উত্তম শিষ্টাচারের পূর্ণতার জন্য পাঠানো হয়েছে।’ (সিলসিলা সহিহা, হাদিস: ৪৫)
নৈতিক জীবন গঠনের পূর্বশর্ত আত্মার পরিশুদ্ধি। আত্মা যখন শুদ্ধ, সুন্দর ও কাচের মতো পরিষ্কার হয়ে যায়, তখন গুনাহমুক্ত জীবন গঠন সহজ হয়ে যায়। হাদিস শরিফে এসেছে, ‘জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একখণ্ড মাংসপিণ্ড আছে, যখন তা সংশোধিত হয়, তখন গোটা দেহ সংশোধিত হয়ে যায়। আর যখন তা দূষিত হয়, তখন পুরো দেহ দূষিত হয়ে যায়। মনে রেখো, সেটাই অন্তর।’ (সহিহ্ বুখারি, হাদিস: ৫০)।
আত্মা পরিশুদ্ধ হলে মানুষ যেমন মনের গোপন পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি লাভ করে, তেমনি অন্যায়-অনাচারে জড়িয়ে পড়া থেকেও বিরত থাকে। তার মধ্যে থাকে না হিংসা, বিদ্বেষ, অহংকার ও নিষিদ্ধ কামনা-বাসনা। চুরি, দুর্নীতি, সুদ-ঘুষ, খুনখারাবি ও পরনিন্দার মতো কাজে সে জড়াতে পারে না। ফলে সে দুনিয়া-আখিরাতের সাফল্য লাভ করে। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘নিশ্চয়ই সে সফলকাম, যে আত্মাকে পরিচ্ছন্ন করেছে।’ (সুরা-৯১: শামস, আয়াত: ৯)
পরকালে আল্লাহর কাছে মানুষের ধন-সম্পদ ও প্রভাব-প্রতিপত্তির কোনো মূল্য থাকবে না, যদি তাদের অন্তর পরিশুদ্ধ না থাকে। অন্তরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং সব কাজে তার ভয় না থাকলে পরকালীন জীবন মসৃণ হবে না। দৈহিক সৌন্দর্য কিংবা রূপ-লাবণ্য সেদিন কোনো কাজে আসবে না। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের আকৃতি ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও সৎকর্মের প্রতিই লক্ষ করেন। এরপর রাসুল (সা.) অন্তর দেখানোর জন্য আঙুল দিয়ে নিজের বুকের দিকে ইশারা করেন।’ (সহিহ্ মুসলিম, হাদিস: ২৫৬৪)
অন্তরের পরিশুদ্ধি লাভের জন্য ভালো কাজের অনুশীলন আবশ্যক। গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করা এবং আল্লাহর ভয় সদা অন্তরে জাগরুক থাকলেই শুদ্ধ অন্তরের অধিকারী হওয়া সম্ভব। এর জন্য প্রয়োজন আল্লাহর একান্ত অনুগ্রহ। তাই কায়মনোবাক্যে তাঁর দরবারে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ; কিন্তু ওই ব্যক্তি নয়, যার প্রতি আমার প্রতিপালক দয়া করেছেন। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল ও পরম দয়ালু।’ (সুরা-১২: ইউসুফ, আয়াত: ৫৩)
লেখক: অধ্যাপক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

কালিমা শাহাদাত হলো ইসলামের ৫টি স্তম্ভের অন্যতম প্রধান ভিত্তি। কালিমা অর্থ বাণী বা বাক্য এবং শাহাদাত অর্থ সাক্ষ্য প্রদান করা। অর্থাৎ কালিমা শাহাদাতের অর্থ হলো সাক্ষ্য প্রদানের বাণী। এই কালিমা ইমানের মূল বাণী। এর মাধ্যমেই মুমিন তার বিশ্বাসের ঘোষণা প্রদান করে।
৪০ মিনিট আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে
আগামী ৩ ফেব্রুয়ারি রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। ইসলাম ধর্মের অনুসারীরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে পুণ্যময় এই রাতটি কাটিয়ে থাকেন।
১২ ঘণ্টা আগে
সুরা ফালাক পবিত্র কোরআনুল কারিমের ১১৩তম সুরা। আরবিতে সুরাটির নাম: سورة الفلق। মহান আল্লাহ তাআলা এই সুরার মাধ্যমে তাঁর কাছে আশ্রয় প্রার্থনার সর্বোত্তম পদ্ধতি শিক্ষা দিয়েছেন। মূলত জাদু-টোনা, হিংসা ও অনিষ্ট থেকে বাঁচতে সুরাটি মুমিনের জন্য এক শক্তিশালী হাতিয়ার। তাই সুরা ফালাক বাংলা উচ্চারণ, অর্থসহ...
১৬ ঘণ্টা আগে