
বাইডেন প্রশাসন বিশ্বাস করে যে, চীন দেশটির জ্বালানি এবং যোগাযোগ খাতের নেটওয়ার্কে ম্যালওয়্যার স্থাপন করেছে। চীনের স্থাপিত এসব ম্যালওয়্যার ‘টাইম বোম’ হিসেবে কাজ করছে এবং যেকোনো সময় তা সংশ্লিষ্ট নেটওয়ার্কের কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন সামরিক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গতকাল শনিবার নিউইয়র্ক টাইমস বলেছে, ম্যালওয়্যারটি সম্ভবত চীনের পিপলস লিবারেশন আর্মিকে মার্কিন সামরিক অভিযান ব্যাহত করার ক্ষমতা দিয়েছে। বিশেষ করে বেইজিং যদি কখনো তাইওয়ানের বিরুদ্ধে সামরিক অভিযান নিতে অগ্রসর হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যালওয়্যারের কারণে চীন কেবল যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির খাতের পানি, জ্বালানি এবং যোগাযোগ ব্যবস্থাকেই বাধাগ্রস্ত করবে না, পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাড়িঘর এমনকি ব্যবসা-বাণিজ্যও বাধাগ্রস্ত করতে পারবে।
মাস দু-এক আগে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট সতর্ক করে বলেছিল যে, চীনের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থায় অনুপ্রবেশ করেছে। সে সময় প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের অন্যতম সেনা ঘাঁটি গুয়ামের সেনা অবকাঠামোর নেটওয়ার্কে চীনা ম্যালওয়্যার অনুপ্রবেশ করানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, কেবল গুয়াম নয় যুক্তরাষ্ট্রের সর্বত্র এই কাজ করেছে চীনা হ্যাকাররা।
মাইক্রোসফট আরও জানিয়েছে, চীন ২০২১ সাল থেকে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য হলো কখনো কোনো আঞ্চলিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্রকে বাধাগ্রস্ত করা।
একই সময়ে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং ব্রিটেনের কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল যে, চীনা হ্যাকাররা সম্ভবত বিশ্বজুড়েই হ্যাকিং কার্যক্রম চালাচ্ছে যা ব্যাপকভাবে নেটওয়ার্ক পরিকাঠামোকে প্রভাবিত করছে।

বাইডেন প্রশাসন বিশ্বাস করে যে, চীন দেশটির জ্বালানি এবং যোগাযোগ খাতের নেটওয়ার্কে ম্যালওয়্যার স্থাপন করেছে। চীনের স্থাপিত এসব ম্যালওয়্যার ‘টাইম বোম’ হিসেবে কাজ করছে এবং যেকোনো সময় তা সংশ্লিষ্ট নেটওয়ার্কের কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন সামরিক, গোয়েন্দা ও নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে গতকাল শনিবার নিউইয়র্ক টাইমস বলেছে, ম্যালওয়্যারটি সম্ভবত চীনের পিপলস লিবারেশন আর্মিকে মার্কিন সামরিক অভিযান ব্যাহত করার ক্ষমতা দিয়েছে। বিশেষ করে বেইজিং যদি কখনো তাইওয়ানের বিরুদ্ধে সামরিক অভিযান নিতে অগ্রসর হয়।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ম্যালওয়্যারের কারণে চীন কেবল যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির খাতের পানি, জ্বালানি এবং যোগাযোগ ব্যবস্থাকেই বাধাগ্রস্ত করবে না, পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাড়িঘর এমনকি ব্যবসা-বাণিজ্যও বাধাগ্রস্ত করতে পারবে।
মাস দু-এক আগে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট সতর্ক করে বলেছিল যে, চীনের রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক ব্যবস্থায় অনুপ্রবেশ করেছে। সে সময় প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের অন্যতম সেনা ঘাঁটি গুয়ামের সেনা অবকাঠামোর নেটওয়ার্কে চীনা ম্যালওয়্যার অনুপ্রবেশ করানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, কেবল গুয়াম নয় যুক্তরাষ্ট্রের সর্বত্র এই কাজ করেছে চীনা হ্যাকাররা।
মাইক্রোসফট আরও জানিয়েছে, চীন ২০২১ সাল থেকে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য হলো কখনো কোনো আঞ্চলিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্রকে বাধাগ্রস্ত করা।
একই সময়ে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং ব্রিটেনের কর্তৃপক্ষ সতর্ক করে বলেছিল যে, চীনা হ্যাকাররা সম্ভবত বিশ্বজুড়েই হ্যাকিং কার্যক্রম চালাচ্ছে যা ব্যাপকভাবে নেটওয়ার্ক পরিকাঠামোকে প্রভাবিত করছে।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২৯ মিনিট আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
১ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২ ঘণ্টা আগে