
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে নীতিগতভাবে সম্মত হয়েছেন। হোয়াইট হাউস বলেছে, ফ্রান্স এই বৈঠকের প্রস্তাব দিয়েছে, এবং এই বৈঠক তখনই সম্ভব হবে যদি রাশিয়া তার প্রতিবেশী দেশের ওপর সামরিক হামলা না করে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে দুই দফায় প্রায় তিন ঘণ্টা ফোনালাপের পর ফরাসি প্রেসিডেন্ট এই বৈঠকের প্রস্তাব দেন।
ইমানুয়েল মাখোঁর কার্যালয় জানিয়েছে, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে বৈঠকের সময় বাইডেন-পুতিনের বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ধারণা করা হচ্ছে, দুই শক্তিধর দেশের প্রেসিডেন্টের এই বৈঠকের মাধ্যমে ইউরোপে কয়েক দশক ধরে চলা নিরাপত্তা সংকটের সম্ভাব্য কূটনৈতিক সমাধান বেরিয়ে আসবে।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ফরাসি প্রেসিডেন্টের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে ইউক্রেন সমস্যার কূটনৈতিক সমাধান বের হয়ে আসতে পারে। বরিস জনসন রুশ প্রেসিডেন্ট পুতিনকে বর্তমান হুমকি থেকে সরে আসতে বলেন এবং ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র বরাবরই অভিযোগ করে আসছে যে রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তবে রাশিয়া শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে হামলার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।
তবে ইউক্রেন সীমান্তে রাশিয়া লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমরা যা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে, পরিস্থিতি অত্যন্ত গুরুতর অবস্থার দিকে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনে হামলার দ্বার প্রান্তে পৌঁছে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে নীতিগতভাবে সম্মত হয়েছেন। হোয়াইট হাউস বলেছে, ফ্রান্স এই বৈঠকের প্রস্তাব দিয়েছে, এবং এই বৈঠক তখনই সম্ভব হবে যদি রাশিয়া তার প্রতিবেশী দেশের ওপর সামরিক হামলা না করে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে দুই দফায় প্রায় তিন ঘণ্টা ফোনালাপের পর ফরাসি প্রেসিডেন্ট এই বৈঠকের প্রস্তাব দেন।
ইমানুয়েল মাখোঁর কার্যালয় জানিয়েছে, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে বৈঠকের সময় বাইডেন-পুতিনের বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ধারণা করা হচ্ছে, দুই শক্তিধর দেশের প্রেসিডেন্টের এই বৈঠকের মাধ্যমে ইউরোপে কয়েক দশক ধরে চলা নিরাপত্তা সংকটের সম্ভাব্য কূটনৈতিক সমাধান বেরিয়ে আসবে।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ফরাসি প্রেসিডেন্টের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে ইউক্রেন সমস্যার কূটনৈতিক সমাধান বের হয়ে আসতে পারে। বরিস জনসন রুশ প্রেসিডেন্ট পুতিনকে বর্তমান হুমকি থেকে সরে আসতে বলেন এবং ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র বরাবরই অভিযোগ করে আসছে যে রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তবে রাশিয়া শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে হামলার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।
তবে ইউক্রেন সীমান্তে রাশিয়া লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমরা যা দেখতে পাচ্ছি, তাতে মনে হচ্ছে, পরিস্থিতি অত্যন্ত গুরুতর অবস্থার দিকে যাচ্ছে। রাশিয়া ইউক্রেনে হামলার দ্বার প্রান্তে পৌঁছে গেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করে আসছেন। তাঁর মতে, কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের কারণে দ্বীপটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের তাড়া খাওয়া তেলবাহী ট্যাংকারকে পাহারা দিতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে জানা যায়, আটলান্টিক মহাসাগরে অবস্থানরত ওই ট্যাংকারটিকে এসকর্ট বা পাহারা দেবে রুশ যুদ্ধজাহাজ।
৪২ মিনিট আগে
১৯ বছরের বিবাহিত জীবনে ১০ কন্যাসন্তানের পর এক পুত্রসন্তানের জন্ম দিলেন ভারতের হরিয়ানার ৩৭ বছর বয়সী এক নারী। এই ঘটনায় দেশটির কিছু অঞ্চলে এখনো ছেলেসন্তানের প্রতি ঝোঁক আছে বলে মনে করা হচ্ছে এবং মাতৃস্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
নিকোলা মাদুরোর শাসনামলের শুরুর দিকে ভেনেজুয়েলা থেকে সুইজারল্যান্ডে বিপুল পরিমাণ সোনা পাচার করা হয়েছিল। সুইজারল্যান্ডের শুল্ক দপ্তরের সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ওই সময়ে প্রায় ৫২০ কোটি ডলার মূল্যের সোনা সুইজারল্যান্ডে পাঠিয়েছিল দক্ষিণ আমেরিকার এই দেশটি।
৩ ঘণ্টা আগে