
কিউবার উত্তর উপকূলে একটি অপরিশোধিত তেল মজুত কারখানায় বজ্রপাত আঘাত হানায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এ দুর্ঘটনায় ১৭ জন অগ্নিনির্বাপক নিখোঁজ রয়েছেন। কারখানাটি থেকে এ পর্যন্ত ৬০০ ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে এবং শনিবার বিকেল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে বার্তা সংস্থা এপি কিউবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর জানিয়েছে। তবে তাঁর পরিচয় উদ্ধার করা যায়নি। এপি জানিয়েছে, শনিবার রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন।
বজ্রপাতজনিত এই অগ্নিকাণ্ড হয়েছে কিউবার রাজধানী শহর হাভানা থেকে ৬০ মাইল পূর্ব দিকে মাতানজাস প্রদেশের ‘মাতানজাস সুপারট্যাংকার’ নামে পরিচিত তেল কারখানায়। সামাজিক মাধ্যমে পোস্ট করা কিউবার জ্বালানি মন্ত্রণালয়ের ছবিতে দেখা গেছে, তেল কারখানাটি থেকে কালো ধোঁয়া ওপরের দিকে উঠে আকাশ ছেয়ে ফেলেছে।
কিউবার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ামাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন। আহত অবস্থায় ১২১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ৬০০ জনকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন। এ ছাড়া ওই এলাকা থেকে ১ হাজার ৩০০ ব্যক্তি নিজেরাই সরে গেছে।
কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে একটি তেলের ট্যাংকে আগুনের সূত্রপাত হয়। এরপর শনিবার ভোরের দিকে অন্য একটি ট্যাংকে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিস্ফোরণ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের ১৭ জন কর্মী নিখোঁজ রয়েছেন। দ্বিতীয় ট্যাংকে ৫২ হাজার ঘনমিটার জ্বালানি মজুত ছিল।
আহতদের মধ্যে কিউবার জ্বালানিমন্ত্রী লিভান আরন্তে ক্রুজও রয়েছেন বলে এক টুইটার পোস্টে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল ও প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ স্থানীয় সময় শনিবার দুর্ঘটনাকবলিত কারখানাটি পরিদর্শন করেছেন। এ ছাড়া হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেছেন তাঁরা।

কিউবার উত্তর উপকূলে একটি অপরিশোধিত তেল মজুত কারখানায় বজ্রপাত আঘাত হানায় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এ দুর্ঘটনায় ১৭ জন অগ্নিনির্বাপক নিখোঁজ রয়েছেন। কারখানাটি থেকে এ পর্যন্ত ৬০০ ব্যক্তিকে সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে এবং শনিবার বিকেল পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে বার্তা সংস্থা এপি কিউবার কর্তৃপক্ষের বরাত দিয়ে এক ব্যক্তি নিহত হওয়ার খবর জানিয়েছে। তবে তাঁর পরিচয় উদ্ধার করা যায়নি। এপি জানিয়েছে, শনিবার রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন।
বজ্রপাতজনিত এই অগ্নিকাণ্ড হয়েছে কিউবার রাজধানী শহর হাভানা থেকে ৬০ মাইল পূর্ব দিকে মাতানজাস প্রদেশের ‘মাতানজাস সুপারট্যাংকার’ নামে পরিচিত তেল কারখানায়। সামাজিক মাধ্যমে পোস্ট করা কিউবার জ্বালানি মন্ত্রণালয়ের ছবিতে দেখা গেছে, তেল কারখানাটি থেকে কালো ধোঁয়া ওপরের দিকে উঠে আকাশ ছেয়ে ফেলেছে।
কিউবার প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ামাত্র ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন। আহত অবস্থায় ১২১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ৬০০ জনকে সেখান থেকে সরিয়ে নিয়েছেন। এ ছাড়া ওই এলাকা থেকে ১ হাজার ৩০০ ব্যক্তি নিজেরাই সরে গেছে।
কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বজ্রপাতে একটি তেলের ট্যাংকে আগুনের সূত্রপাত হয়। এরপর শনিবার ভোরের দিকে অন্য একটি ট্যাংকে আগুন ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিস্ফোরণ হয়। এরপর থেকে ফায়ার সার্ভিসের ১৭ জন কর্মী নিখোঁজ রয়েছেন। দ্বিতীয় ট্যাংকে ৫২ হাজার ঘনমিটার জ্বালানি মজুত ছিল।
আহতদের মধ্যে কিউবার জ্বালানিমন্ত্রী লিভান আরন্তে ক্রুজও রয়েছেন বলে এক টুইটার পোস্টে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল ও প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ স্থানীয় সময় শনিবার দুর্ঘটনাকবলিত কারখানাটি পরিদর্শন করেছেন। এ ছাড়া হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেছেন তাঁরা।

২০২৫ সালের গ্লোবাল ফায়ারপাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী, লাতিন আমেরিকায় সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ব্রাজিলের, যার বৈশ্বিক অবস্থান ১১ তম। মেক্সিকোর অবস্থান ৩২ তম, কলম্বিয়া ৪৬ তম, ভেনেজুয়েলা ৫০ তম এবং কিউবা ৬৭ তম। সক্রিয় সেনাসংখ্যা, সামরিক বিমান, যুদ্ধট্যাংক, নৌযান এবং সামরিক বাজেট—সব সূচকেই এসব...
২১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা সামনে এনেছে। অন্যদিকে, ইউরোপ ও কানাডার নেতারা এই আর্কটিক (সুমেরু) অঞ্চলটির পাশে দাঁড়িয়ে বলেছেন, এটি সেখানকার জনগণের নিজস্ব সম্পত্তি। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার জানিয়েছেন, কারাকাস এবং ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলার সমমূল্যের অপরিশোধিত তেল রপ্তানির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তি হলে ভেনেজুয়েলা চীনের কাছে তেল বিক্রি কমিয়ে দেবে এবং দেশটি তেল উৎপাদন আরও কমে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিরাপত্তার দোহাই দিয়ে ডেনমার্কের নিয়ন্ত্রিত গ্রিনল্যান্ড দখলের হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকি নতুন নয়, অনেক আগে থেকে এই হুমকি দিয়ে আসছেন তিনি। এমনকি দ্বীপটি কিনে নেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তাঁর প্রস্তাব ও হুমকি উভয়ই প্রত্যাহার করছে ডেনমার্ক...
২ ঘণ্টা আগে