
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার এক টুইট বার্তায় তিনি নিজে এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
কানাডার প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘আমি করোনা পরীক্ষা করেছিলাম। পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সুতরাং আমি এখন জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করব এবং সবার কাছ থেকে বিচ্ছিন্ন থাকব। আমি মোটামুটি সুস্থ আছি এবং আমার টিকা নেওয়া আছে। আপনার যদি টিকা নেওয়া না থাকে, আপনিও নিন। সম্ভব হলে বুস্টার ডোজ নিন।’
এর আগে চলতি বছরের জানুয়ারিতে একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫০ বছর বয়সী জাস্টিন ট্রুডো।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেছেন কানাডার প্রধানমন্ত্রী। সেখানে ক্যালিফোর্নিয়ায় অভিবাসন সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেন তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেই তিনি করোনায় আক্রান্ত হন।
রয়টার্স জানিয়েছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে বেশি টিকা দেওয়া দেশগুলোর একটি কানাডা। টিকা দেওয়ার কারণে কানাডার মানুষেরা করোনায় আক্রান্ত হলেও খুব বেশি মানুষ গুরুতর অসুস্থ হয়নি বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এদিকে করোনার তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, কানাডায় এ পর্যন্ত ৩৮ লাখ ৯৭ হাজার ৪৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসজনিত মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫১৯ জনের। কানাডায় আবার করোনা সংক্রমণ বাড়ছে। গত রোববার ৬৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার এক টুইট বার্তায় তিনি নিজে এ তথ্য জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
কানাডার প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, ‘আমি করোনা পরীক্ষা করেছিলাম। পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সুতরাং আমি এখন জনস্বাস্থ্য নির্দেশিকা অনুসরণ করব এবং সবার কাছ থেকে বিচ্ছিন্ন থাকব। আমি মোটামুটি সুস্থ আছি এবং আমার টিকা নেওয়া আছে। আপনার যদি টিকা নেওয়া না থাকে, আপনিও নিন। সম্ভব হলে বুস্টার ডোজ নিন।’
এর আগে চলতি বছরের জানুয়ারিতে একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৫০ বছর বয়সী জাস্টিন ট্রুডো।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেছেন কানাডার প্রধানমন্ত্রী। সেখানে ক্যালিফোর্নিয়ায় অভিবাসন সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেন তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেই তিনি করোনায় আক্রান্ত হন।
রয়টার্স জানিয়েছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে বেশি টিকা দেওয়া দেশগুলোর একটি কানাডা। টিকা দেওয়ার কারণে কানাডার মানুষেরা করোনায় আক্রান্ত হলেও খুব বেশি মানুষ গুরুতর অসুস্থ হয়নি বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এদিকে করোনার তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস বলছে, কানাডায় এ পর্যন্ত ৩৮ লাখ ৯৭ হাজার ৪৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসজনিত মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫১৯ জনের। কানাডায় আবার করোনা সংক্রমণ বাড়ছে। গত রোববার ৬৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
১ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৪ ঘণ্টা আগে