
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বলে আখ্যা দিয়েছেন। স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় এক র্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত পরশু (২ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার প্রাইমটাইমে দেওয়া এক ভাষণে বাইডেন বলেছিলেন, ‘ট্রাম্পের রাজনৈতিক মতাদর্শ “মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন–মেগা” গণতন্ত্রের জন্য হুমকি। এই মেগা মতাদর্শ এই দেশকে পেছনের দিকে নিয়ে যাবে। তাঁর মতাদর্শ চরমপন্থার প্রতিনিধিত্ব করে।’
প্রেসিডেন্ট বাইডেনের এমন মন্তব্যের এক দিন পর পাল্টা জবাবে তাঁকে ‘রাষ্ট্রের শত্রু’ বললেন ট্রাম্প। পেনসিলভানিয়ার ওই র্যালিতে বক্তৃতা দেওয়ার সময় তিনি বাইডেন সম্পর্কে বলেন, ‘একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি সবচেয়ে জঘন্য, ঘৃণ্য ও বিভেদমূলক বক্তব্য দিয়েছেন। তিনি রাষ্ট্রের শত্রু।’
সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, তাঁকে (বাইডেনকে) আপনারা চিনে রাখুন। আমাদের মেগা আন্দোলন মোটেও গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে না। বরং আমরা গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছি। গণতন্ত্রের জন্য বিপদ আসে বামপন্থীদের পক্ষ থেকেই, ডানপন্থীদের থেকে নয়।’
গত ৮ আগস্ট ট্রাম্পের বাড়িতে তল্লাশি অভিযান চালান এফবিআইয়ের কর্মকর্তারা। এই তল্লাশিকে ট্রাম্প ‘বিচারের প্রতারণা’ বলে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এর প্রতিক্রিয়া এমন হবে, যা কেউ কখনো দেখেনি।’
ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশিকে স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমেরিকার স্বাধীনতার বিরুদ্ধে হুমকির এর চেয়ে বাস্তব ও প্রাণবন্ত উদাহরণ আর হয় না। আমরা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ক্ষমতার অপব্যবহারের সাক্ষী হলাম।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ বলে আখ্যা দিয়েছেন। স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় এক র্যালিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত পরশু (২ সেপ্টেম্বর) পেনসিলভানিয়ার প্রাইমটাইমে দেওয়া এক ভাষণে বাইডেন বলেছিলেন, ‘ট্রাম্পের রাজনৈতিক মতাদর্শ “মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন–মেগা” গণতন্ত্রের জন্য হুমকি। এই মেগা মতাদর্শ এই দেশকে পেছনের দিকে নিয়ে যাবে। তাঁর মতাদর্শ চরমপন্থার প্রতিনিধিত্ব করে।’
প্রেসিডেন্ট বাইডেনের এমন মন্তব্যের এক দিন পর পাল্টা জবাবে তাঁকে ‘রাষ্ট্রের শত্রু’ বললেন ট্রাম্প। পেনসিলভানিয়ার ওই র্যালিতে বক্তৃতা দেওয়ার সময় তিনি বাইডেন সম্পর্কে বলেন, ‘একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনি সবচেয়ে জঘন্য, ঘৃণ্য ও বিভেদমূলক বক্তব্য দিয়েছেন। তিনি রাষ্ট্রের শত্রু।’
সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, তাঁকে (বাইডেনকে) আপনারা চিনে রাখুন। আমাদের মেগা আন্দোলন মোটেও গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছে না। বরং আমরা গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছি। গণতন্ত্রের জন্য বিপদ আসে বামপন্থীদের পক্ষ থেকেই, ডানপন্থীদের থেকে নয়।’
গত ৮ আগস্ট ট্রাম্পের বাড়িতে তল্লাশি অভিযান চালান এফবিআইয়ের কর্মকর্তারা। এই তল্লাশিকে ট্রাম্প ‘বিচারের প্রতারণা’ বলে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘এর প্রতিক্রিয়া এমন হবে, যা কেউ কখনো দেখেনি।’
ট্রাম্পের বাড়িতে এফবিআইয়ের তল্লাশিকে স্বাধীনতার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমেরিকার স্বাধীনতার বিরুদ্ধে হুমকির এর চেয়ে বাস্তব ও প্রাণবন্ত উদাহরণ আর হয় না। আমরা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ক্ষমতার অপব্যবহারের সাক্ষী হলাম।’

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, প্রচন্ড ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ৬ শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
১ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১০ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে