আজকের পত্রিকা ডেস্ক

আমেরিকার জনপ্রিয় ডানপন্থী ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম টাইলার রবিনসন। তাঁর বয়স ২২ বছর।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নিশ্চিত করেছে, হত্যাকাণ্ডের ৩৩ ঘণ্টা পর স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রবিনসনকে ইউটাহ থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সময় গত বুধবার (১০ সেপ্টেম্বর) ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে স্নাইপার দিয়ে গুলি করে চার্লি কার্ককে হত্যা করা হয়। একটিমাত্র গুলিতেই ঘটনাস্থলে প্রাণ হারান কার্ক। ঘটনার পর প্রায় ২৪ ঘণ্টা পলাতক ছিলেন অভিযুক্ত ব্যক্তি। এর মধ্যে হত্যায় ব্যবহৃত বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করে এফবিআই এবং একজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করে। ছবিতে কালো পোশাক, সানগ্লাস ও টুপি পরা এক ব্যক্তিকে দেখা যায়।
অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, ‘আমাদের কাছে উচ্চমাত্রার নিশ্চয়তা আছে যে, সঠিক ব্যক্তিকেই ধরা হয়েছে।’ কার্কের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে ট্রাম্প জানান, তরুণ ভোটারদের রিপাবলিকান পার্টির দিকে টানতে বড় ভূমিকা রেখেছিলেন কার্ক। তিনি বলেন, কার্ক নির্বাচনে বিশাল প্রভাব রেখেছেন।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ১১ হাজারের বেশি সূত্র যাচাইয়ের পর দ্রুততম সময়ের মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ফরেনসিক প্রমাণও ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে।
ইউটাহ গভর্নর স্পেনসার কক্স জানান, কার্কের ভক্তদের রাজনৈতিক সহিংসতা থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, এখানে শুধু একজন দায়ী আর সেই ব্যক্তি এখন হেফাজতে রয়েছে। শিগগির তাঁর বিরুদ্ধে মামলা হবে। তিনি তরুণ প্রজন্মকে বিভাজন নয়, সংলাপের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
জানা গেছে, রবিনসনের রুমমেট কর্তৃপক্ষকে ডিসকর্ড অ্যাপে তাঁর কিছু বার্তা দেখান। সেখানে অস্ত্র সংগ্রহ, বনে রাইফেল লুকিয়ে রাখা, গুলি লোড করা, স্কোপ ব্যবহার এবং পোশাক পরিবর্তনের বিষয়ে লেখা ছিল।
ইউটাহ গভর্নর নিশ্চিত করেছেন, রবিনসন একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত এখনো চলমান।

আমেরিকার জনপ্রিয় ডানপন্থী ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় মূল সন্দেহভাজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম টাইলার রবিনসন। তাঁর বয়স ২২ বছর।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) নিশ্চিত করেছে, হত্যাকাণ্ডের ৩৩ ঘণ্টা পর স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রবিনসনকে ইউটাহ থেকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সময় গত বুধবার (১০ সেপ্টেম্বর) ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে স্নাইপার দিয়ে গুলি করে চার্লি কার্ককে হত্যা করা হয়। একটিমাত্র গুলিতেই ঘটনাস্থলে প্রাণ হারান কার্ক। ঘটনার পর প্রায় ২৪ ঘণ্টা পলাতক ছিলেন অভিযুক্ত ব্যক্তি। এর মধ্যে হত্যায় ব্যবহৃত বোল্ট-অ্যাকশন রাইফেল উদ্ধার করে এফবিআই এবং একজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করে। ছবিতে কালো পোশাক, সানগ্লাস ও টুপি পরা এক ব্যক্তিকে দেখা যায়।
অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেছেন, ‘আমাদের কাছে উচ্চমাত্রার নিশ্চয়তা আছে যে, সঠিক ব্যক্তিকেই ধরা হয়েছে।’ কার্কের রাজনৈতিক ভূমিকা তুলে ধরে ট্রাম্প জানান, তরুণ ভোটারদের রিপাবলিকান পার্টির দিকে টানতে বড় ভূমিকা রেখেছিলেন কার্ক। তিনি বলেন, কার্ক নির্বাচনে বিশাল প্রভাব রেখেছেন।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ১১ হাজারের বেশি সূত্র যাচাইয়ের পর দ্রুততম সময়ের মধ্যে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ফরেনসিক প্রমাণও ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে।
ইউটাহ গভর্নর স্পেনসার কক্স জানান, কার্কের ভক্তদের রাজনৈতিক সহিংসতা থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, এখানে শুধু একজন দায়ী আর সেই ব্যক্তি এখন হেফাজতে রয়েছে। শিগগির তাঁর বিরুদ্ধে মামলা হবে। তিনি তরুণ প্রজন্মকে বিভাজন নয়, সংলাপের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।
জানা গেছে, রবিনসনের রুমমেট কর্তৃপক্ষকে ডিসকর্ড অ্যাপে তাঁর কিছু বার্তা দেখান। সেখানে অস্ত্র সংগ্রহ, বনে রাইফেল লুকিয়ে রাখা, গুলি লোড করা, স্কোপ ব্যবহার এবং পোশাক পরিবর্তনের বিষয়ে লেখা ছিল।
ইউটাহ গভর্নর নিশ্চিত করেছেন, রবিনসন একাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত এখনো চলমান।

ইন্টারনেট সেন্সরশিপ পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্টারওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ইন্টারনেট ব্যবহার আর সাধারণ নাগরিক অধিকার নয়, বরং সরকারের দেওয়া ‘বিশেষ সুযোগ’ হিসেবে গণ্য হবে। ফিল্টারওয়াচের প্রধান আমির রাশিদি জানান, নতুন পরিকল্পনা অনুযায়ী, যাঁদের নিরাপত্তা ছাড়পত্র আছে বা যাঁরা সরকারি যাচাই
৭ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করার পরিকল্পনায় বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর শুল্কের খড়্গ চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেনমার্কসহ উত্তর ইউরোপ ও পশ্চিম ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
১০ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
১১ ঘণ্টা আগে