আজকের পত্রিকা ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী আইনপ্রণেতা ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ভেবেছেন, ইরানে হামলা করে গাজা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নিতে পারবেন। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ববাসী নেতানিয়াহুর ওপর নজর রাখছে।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ ওয়ারেন স্থানীয় সময় আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে নেতানিয়াহুর উদ্দেশে এই সতর্কবার্তা দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ ওয়ারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন। তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে ব্যবহার করে গাজায় চলমান সংকট থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন নেতানিয়াহু—বলে অভিযোগ তুলেছেন।
তিনি বলেছেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়তো ভাবছেন, ইরানে বোমা ফেললেই কেউ আর গাজার দিকে নজর দেবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, মানুষ সেখানে অনাহারে মরছে। ৫৫ হাজার মানুষ নিহত হয়েছে। সীমান্তে ত্রাণকর্মী ও চিকিৎসকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। খাদ্যের আশায় ছুটে আসা নিরীহ মানুষের ওপর গুলি চালানো হচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহু, বিশ্ব আপনাকে দেখছে।’
এদিকে, ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার গাজা শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় ডজনখানেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। ওয়াফা নিউজের সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, শহরের পশ্চিম পাশে দারাবিয়েহ চত্বরের কাছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে শুক্রবার বহু মানুষ নিহত ও আহত হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, ভারী বোমা হামলার কারণে এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর রাস্তায় পড়ে আছে ছিন্নভিন্ন ও পুড়ে যাওয়া মরদেহ। এই হামলায় নিহতদের যোগ করলে শুক্রবার ভোর থেকে গাজায় অন্তত ৪৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী আইনপ্রণেতা ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর এলিজাবেথ ওয়ারেন বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী ভেবেছেন, ইরানে হামলা করে গাজা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরিয়ে নিতে পারবেন। কিন্তু তিনি সতর্ক করে বলেছেন, বিশ্ববাসী নেতানিয়াহুর ওপর নজর রাখছে।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবালের প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ ওয়ারেন স্থানীয় সময় আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে নেতানিয়াহুর উদ্দেশে এই সতর্কবার্তা দেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এলিজাবেথ ওয়ারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন। তিনি ইরানের সঙ্গে যুদ্ধকে ব্যবহার করে গাজায় চলমান সংকট থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন নেতানিয়াহু—বলে অভিযোগ তুলেছেন।
তিনি বলেছেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়তো ভাবছেন, ইরানে বোমা ফেললেই কেউ আর গাজার দিকে নজর দেবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে, মানুষ সেখানে অনাহারে মরছে। ৫৫ হাজার মানুষ নিহত হয়েছে। সীমান্তে ত্রাণকর্মী ও চিকিৎসকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। খাদ্যের আশায় ছুটে আসা নিরীহ মানুষের ওপর গুলি চালানো হচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহু, বিশ্ব আপনাকে দেখছে।’
এদিকে, ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার গাজা শহরের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বোমা হামলায় ডজনখানেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত ও আহত হয়েছেন। ওয়াফা নিউজের সংবাদদাতা ঘটনাস্থল থেকে জানিয়েছেন, শহরের পশ্চিম পাশে দারাবিয়েহ চত্বরের কাছে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে শুক্রবার বহু মানুষ নিহত ও আহত হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, ভারী বোমা হামলার কারণে এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর রাস্তায় পড়ে আছে ছিন্নভিন্ন ও পুড়ে যাওয়া মরদেহ। এই হামলায় নিহতদের যোগ করলে শুক্রবার ভোর থেকে গাজায় অন্তত ৪৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
৬ মিনিট আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৬ মিনিট আগে
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় বলা হয়েছিল—অবিলম্বে সব ধরনের সামরিক হামলা বন্ধ করতে হবে; ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে; গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে; পূর্ণমাত্রায় মানবিক সহায়তা...
৪ ঘণ্টা আগে
এনডিটিভি জানিয়েছে, সীতামাড়ির ঝাঝিহাট গ্রামে সপ্তম শ্রেণির ছাত্র রিতেশ কুমার (ডাকনাম গোলু) সকালে যখন কোচিং ক্লাসে যাচ্ছিল, সে সময় এক দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ওই ছাত্র। খবর পেয়ে রিতেশের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যায়।
৬ ঘণ্টা আগে