অনলাইন ডেস্ক
কানাডায় নিখোঁজের এক মাস পর প্রবাসী বাংলাদেশি কলেজ-শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্যানশোয়ে কলেজের শিক্ষার্থী নিধুয়া কানাডাপ্রবাসী বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। গত ডিসেম্বরের শুরুর দিকে অন্টারিওর লন্ডন এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
সামিনা নাসরিন চৌধুরী এক ফেসবুক পোস্টে জানান, স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) জোহরের নামাজের পর স্কারব্রোর ২৬৬৫ লরেন্স অ্যাভিনিউর জামে আবু বকর সিদ্দিকী মসজিদে নিধুয়া মুক্তাদিরের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে অন্টারিওর পিকারিংয়ের ডাফিন মেডৌস সেমেটেরিতে দাফন করা হবে।
মেয়ের জানাজায় শরিক হতে অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্টে সামিনা নাসরিন চৌধুরী লেখেন, ‘মাত্র ১৯ বছরের জীবনে বুকে অজানা কষ্ট, নাকি না-বলা অভিমান নিয়ে চলে যাওয়া আমার মেয়ে নিধুয়ার নামাজে জানাজা আগামী ১১ জানুয়ারি শনিবার জোহরের নামাজের পর আয়োজন করা হয়েছে।
নিধুয়ার জন্য এই বিদায়ী আয়োজনে সব কাছের মানুষ ও বন্ধুদের দোয়া তাঁর অনন্তযাত্রায় পাথেয় হবে এবং সবার উপস্থিতি আমাদের এই অসহনীয় কষ্ট হয়তো কিছুটা কমাতে সাহায্য করবে। আমিন।
নিধুয়া মুক্তাদির গত ৩ ডিসেম্বর নিখোঁজ হন। সর্বশেষ পোর্ট স্ট্যানলির হক ক্লিফ রোডে তাঁকে দেখা গিয়েছিল। অন্টারিও প্রাদেশিক পুলিশের ইমার্জেন্সি রেসপন্স টিম, অ্যাভিয়েশন, ক্যানাইন ও মেরিন ইউনিট ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনো কূলকিনারা খুঁজে না পেয়ে তল্লাশি বন্ধ করে দেয়। নিখোঁজের ৩২ দিন পর মিলল তাঁর মরদেহ।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গত শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুসের কাছে ওয়েনিটা সৈকত এলাকায় ইরি লেকের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এক ব্যক্তি। গত মঙ্গলবার পরিচয় নিশ্চিত করা যায়।
পুলিশ জানায়, নিধুয়ার মৃত্যুর ঘটনা সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে, জনসাধারণের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
কানাডায় নিখোঁজের এক মাস পর প্রবাসী বাংলাদেশি কলেজ-শিক্ষার্থী নিধুয়া মুক্তাদিরের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্যানশোয়ে কলেজের শিক্ষার্থী নিধুয়া কানাডাপ্রবাসী বাংলাদেশি লেখক ও উপস্থাপক সামিনা নাসরিন চৌধুরীর মেয়ে। গত ডিসেম্বরের শুরুর দিকে অন্টারিওর লন্ডন এলাকা থেকে নিখোঁজ হন তিনি।
সামিনা নাসরিন চৌধুরী এক ফেসবুক পোস্টে জানান, স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) জোহরের নামাজের পর স্কারব্রোর ২৬৬৫ লরেন্স অ্যাভিনিউর জামে আবু বকর সিদ্দিকী মসজিদে নিধুয়া মুক্তাদিরের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে অন্টারিওর পিকারিংয়ের ডাফিন মেডৌস সেমেটেরিতে দাফন করা হবে।
মেয়ের জানাজায় শরিক হতে অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্টে সামিনা নাসরিন চৌধুরী লেখেন, ‘মাত্র ১৯ বছরের জীবনে বুকে অজানা কষ্ট, নাকি না-বলা অভিমান নিয়ে চলে যাওয়া আমার মেয়ে নিধুয়ার নামাজে জানাজা আগামী ১১ জানুয়ারি শনিবার জোহরের নামাজের পর আয়োজন করা হয়েছে।
নিধুয়ার জন্য এই বিদায়ী আয়োজনে সব কাছের মানুষ ও বন্ধুদের দোয়া তাঁর অনন্তযাত্রায় পাথেয় হবে এবং সবার উপস্থিতি আমাদের এই অসহনীয় কষ্ট হয়তো কিছুটা কমাতে সাহায্য করবে। আমিন।
নিধুয়া মুক্তাদির গত ৩ ডিসেম্বর নিখোঁজ হন। সর্বশেষ পোর্ট স্ট্যানলির হক ক্লিফ রোডে তাঁকে দেখা গিয়েছিল। অন্টারিও প্রাদেশিক পুলিশের ইমার্জেন্সি রেসপন্স টিম, অ্যাভিয়েশন, ক্যানাইন ও মেরিন ইউনিট ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তল্লাশি চালিয়ে কোনো কূলকিনারা খুঁজে না পেয়ে তল্লাশি বন্ধ করে দেয়। নিখোঁজের ৩২ দিন পর মিলল তাঁর মরদেহ।
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গত শনিবার (৪ জানুয়ারি) পোর্ট ব্রুসের কাছে ওয়েনিটা সৈকত এলাকায় ইরি লেকের পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এক ব্যক্তি। গত মঙ্গলবার পরিচয় নিশ্চিত করা যায়।
পুলিশ জানায়, নিধুয়ার মৃত্যুর ঘটনা সম্পর্কে এখনো তদন্ত চলছে। তবে, জনসাধারণের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
শ্রীলঙ্কায় ইসলাম ধর্ম অবমাননা ও ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষুকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত বৌদ্ধ ভিক্ষুর নাম গালাগোদাত্তে জ্ঞানাসারা। তিনি শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ঘনিষ্ঠ মিত্র ছিলেন। বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা গেছে,
৫ ঘণ্টা আগেসিএনএন জানিয়েছে, বিগত দুই দশকে চীনে বুনো শূকরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। যদিও এক সময় অতিরিক্ত শিকারের কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে এই প্রাণীগুলো প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে ২০০০ সালে চীনের সরকার বুনো শূকরকে চীন, শিকার, বন, শূকর, বন্যপ্রাণী, সংরক্ষণ, শিকারি, যুদ্ধ
৬ ঘণ্টা আগেগত আগস্টে ৯১ বছর বয়সে মারা গেছেন থিবেরভিল। তাঁর কোনো উত্তরাধিকারী ছিল না। তবে তাঁর মৃত্যুর পর একটি ফোনকল পান নরম্যান্ডির থিবেরভিল শহরের মেয়র। তিনি জানতে পারেন, মৃত্যুর আগে নিজের নামের সঙ্গে মিল থাকা শহরটিকে প্রায় ১০ মিলিয়ন ইউরো দান করে গেছেন থিবেরভিল।
৭ ঘণ্টা আগেস্মিথ গত নভেম্বরেই তাঁর পদত্যাগের কথা জানিয়েছিলেন। তিনি জানান, তাঁর কাজ সম্পন্ন হওয়ার পর বিচার বিভাগ থেকে সরে দাঁড়াবেন। তবে জ্যাক স্মিথ এমন একসময়ে পদত্যাগ করলেন, যখন ট্রাম্পের গোপন নথি মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা নিয়ে নতুন করে বিতর্ক চলছে।
৮ ঘণ্টা আগে