
নিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ আগস্ট সকালে সেই মনটকেরই একটি এক্সক্লুসিভ মেরিনায় নোঙর করা বিলাসবহুল ইয়টের ভেতর থেকে ৩৩ বছর বয়সী আয়ারল্যান্ডপ্রবাসী ফ্যাশন উদ্যোক্তা মার্থা নোলানের মরদেহ উদ্ধার করে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, এই মৃত্যুর পেছনে কোনো অপরাধের প্রমাণ মেলেনি। তবে চূড়ান্ত কারণ জানতে টক্সিকোলজি পরীক্ষার ফলের জন্য অপেক্ষা চলছে। মাদক-সংশ্লিষ্টতা নিয়ে এখনো নিশ্চিত কিছু বলা হয়নি।
স্থানীয়রা বলছেন, শহরের একঘেয়েমি এড়াতে ধনী তরুণ-তরুণীরা সপ্তাহান্তে বা গ্রীষ্মকালীন ছুটিতে মনটকে ভিড় জমাচ্ছেন। ইয়ট (প্রমোদতরি), রাতের জীবন আর ইনস্টাগ্রাম-নির্ভর লাইফস্টাইল এলাকাটিকে নিউইয়র্কের অভিজাতদের হাঁপ ছেড়ে বাঁচার জায়গায় পরিণত করেছে।
ফক্স নিউজ জানিয়েছে, বিলাসবহুল ইয়ট ক্লাব, হোটেল ও ডকের ব্যাপক সংস্কার এবং নতুন বিনিয়োগের ফলে মনটকে ধনী পর্যটকদের সংখ্যা বেড়েছে। কেউ কেউ এখানে আসেন ফ্লোরিডা বা কেম্যান দ্বীপপুঞ্জ থেকেও। আবার অনেকে জনপ্রিয় ইয়ট সার্কিটের অংশ হিসেবে নিউপোর্ট, মার্থাস ভিনইয়ার্ড ও ন্যানটাকেট ঘুরে আসেন। রাত নামতেই এসব ইয়টে জমে ওঠে ভাসমান পার্টি; ভোর পর্যন্ত চলে নাচ-গানের উৎসব।

মনটকে তরুণীর মৃত্যুর ঘটনায় মাদক নিয়ন্ত্রণ সংস্থার সাবেক সিনিয়র এজেন্ট মাইকেল ব্রাউন সতর্ক করে বলেন, ‘টাকা, পার্টি আর তারুণ্য—এই তিনের মিশ্রণ মাদক বিক্রেতাদের জন্য উর্বর জায়গা। আজকাল ফেন্টানিল মিশিয়ে মাদক সরবরাহের কারণে মৃত্যুঝুঁকি বেড়েছে।’ তাঁর মতে, ধনী তরুণেরাই মাদক বিক্রেতাদের সহজ টার্গেট। অনেক সময় তাঁরা জানেই না, তাঁদের কেনা মাদকে প্রাণঘাতী উপাদান রয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ২০২৪ সালে সারা দেশে প্রায় ১ লাখ ৭ হাজার ৫০০ মানুষ মাদক ওভারডোজে মারা গেছে। যদিও ২০২২ সালের ১ লাখ ১১ হাজার মৃত্যুর তুলনায় এই সংখ্যা কিছুটা কম ছিল। ব্রাউনের মতে, ‘ফেন্টানিল কার আয় কেমন, জাতি বা ধর্ম—কোনো সীমা মানে না। এটি এখন সর্বত্র।’
স্থানীয় এক প্রবীণ ব্যবসায়ী মনটকের পরিবর্তনে হতাশা প্রকাশ করে বলেন, ‘আগে সবাই একে অপরকে চিনত। গ্রীষ্মে আয়ারল্যান্ড থেকে তরুণেরা আসতেন মৌসুমি কাজ করতে, স্মৃতি নিয়ে ফিরে যেত। এখনকার জমায়েতগুলো বিলাসিতা আর সিনথেটিক নেশায় অভ্যস্ত।’ তাঁর মতে, আগে মনটক ছিল একটা ছোট মাছধরা গ্রাম, যেখানে টুকটাক পানীয়ের অভ্যাস সবারই ছিল, কিন্তু এখন এটি পাগলামির পর্যায়ে পৌঁছে গেছে।
তবে মার্থা নোলানের মৃত্যুর ঘটনায়ও মনটকের দৈনন্দিন জীবন পুরোপুরি থেমে যায়নি। ঘটনার পরের দিনও ইয়ট ক্লাবের রেস্তোরাঁয় আয়োজিত ওয়াইন উৎসবে ধনী অতিথির ভিড় ছিল চোখে পড়ার মতো। দিনের বেলা সোনালি বালুর সৈকতে পরিবারগুলো হাঁটছিল, শিশুরা আইসক্রিম খাচ্ছিল, ক্যাফেগুলোও ছিল জমজমাট। সূর্যের আলোয় ঝলমল করছিল ডক আর বালিয়াড়ি; তরুণেরা বিচ ভলিবল খেলছিল—যেন কোনো খারাপ খবরের কথা তাঁরা জানেনই না।
কিন্তু সেদিন সন্ধ্যায় এক নারী চুপচাপ সেই ইয়টের দিকে এগিয়ে গেলেন, যেখানে নোলানের মৃত্যু হয়েছিল। তাঁর চোখে জল, স্মৃতিকাতর হয়ে বললেন, ‘সে ছিল খুব মিষ্টি, আন্তরিক। জীবনটা মাত্রই শুরু করেছিল। খুব কষ্ট লাগছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সনদ ঘোষণা ও স্বাক্ষর করতে যাচ্ছেন। অনুষ্ঠানটি গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৯টা বা বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা।
২০ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
৪ ঘণ্টা আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বুধবার একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় থাকবে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা। ইইউর সর্বোচ্চ কূটনীতিক কাইয়া ক্যালাস এ তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি সমঝোতায় পৌঁছেছেন। ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ বৈঠকের’ পর গ্রিনল্যান্ড এবং ‘সমগ্র আর্কটিক অঞ্চল’ নিয়ে একটি ‘ভবিষ্যৎ কাঠামো’তে...
৫ ঘণ্টা আগে