
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট করা। এমনকি স্বল্প মেয়াদের জন্য হলেও। এমনটাই মন্তব্য করেছেন কমলা হ্যারিসের সাবেক যোগাযোগ পরিচালক জামাল সিমনস। মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জামাল সিমনস বলেছেন, এখনো সুযোগ আছে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার। আর সেটি সম্ভব কেবল বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের পদত্যাগের মাধ্যমে। বাইডেন প্রেসিডেন্সির মেয়াদ আছে এখনো ৭০ দিনের মতো। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে নতুন প্রশাসনের মেয়াদ শুরু হবে।
সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে জামাল সিমনস এই মন্তব্য করেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, বাইডেন প্রশাসনের আগামী ৭১ দিন মেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কী হতে পারে। জবাবে তিনি উল্লিখিত মন্তব্য করেন। এই অনুষ্ঠানে জামাল সিমনস ছাড়াও সাংবাদিক ও লেখক স্কট জেনিংস, রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলে অ্যালিসন ও সাংবাদিক ব্র্যাড টড উপস্থিত ছিলেন।
সিমনস বলেন, ‘বাইডেন আগামী ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে পারেন এবং কমলা হ্যারিসকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করতে পারেন। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে অসাধারণ ছিলেন।’
কমলা হ্যারিসের সাবেক এই সহযোগী আরও বলেন, ‘বাইডেন তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তিনি পূরণ করেছেন। তবে একটি প্রতিশ্রুতি এখনো বাকি, যা তিনি পূরণ করতে পারেন। আর তা হলো, তিনি নিজেকে ক্রান্তিকালীন ব্যক্তিত্ব হিসেবে হাজির করতে পারেন।’ তবে বাইডেন তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে ওভাল অফিস ছাড়বেন এমন কোনো আলোচনা নেই।
কেন কমলাকে প্রেসিডেন্ট করা উচিত সে বিষয়ে সিমনস যুক্তি দিয়ে বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে যখন সিনেট নতুন প্রেসিডেন্টকে অনুমোদন দেবে তখন তাঁকে এই বিষয়টি—নিজের পারজয়—দেখতে হবে না। কারণ, সিনেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ভাইস প্রেসিডেন্ট। সিমনস বলেন, এর মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা যে ‘ভুল থেকে শিখছে’ তার প্রমাণ পাবে জনগণ।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত পদত্যাগ করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট করা। এমনকি স্বল্প মেয়াদের জন্য হলেও। এমনটাই মন্তব্য করেছেন কমলা হ্যারিসের সাবেক যোগাযোগ পরিচালক জামাল সিমনস। মার্কিন সংবাদমাধ্যম ইউএস টুডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জামাল সিমনস বলেছেন, এখনো সুযোগ আছে কমলা হ্যারিসের প্রেসিডেন্ট হওয়ার। আর সেটি সম্ভব কেবল বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের পদত্যাগের মাধ্যমে। বাইডেন প্রেসিডেন্সির মেয়াদ আছে এখনো ৭০ দিনের মতো। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে নতুন প্রশাসনের মেয়াদ শুরু হবে।
সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে জামাল সিমনস এই মন্তব্য করেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, বাইডেন প্রশাসনের আগামী ৭১ দিন মেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি কী হতে পারে। জবাবে তিনি উল্লিখিত মন্তব্য করেন। এই অনুষ্ঠানে জামাল সিমনস ছাড়াও সাংবাদিক ও লেখক স্কট জেনিংস, রাজনৈতিক বিশ্লেষক অ্যাশলে অ্যালিসন ও সাংবাদিক ব্র্যাড টড উপস্থিত ছিলেন।
সিমনস বলেন, ‘বাইডেন আগামী ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে পারেন এবং কমলা হ্যারিসকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট করতে পারেন। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে অসাধারণ ছিলেন।’
কমলা হ্যারিসের সাবেক এই সহযোগী আরও বলেন, ‘বাইডেন তাঁর দেওয়া প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তিনি পূরণ করেছেন। তবে একটি প্রতিশ্রুতি এখনো বাকি, যা তিনি পূরণ করতে পারেন। আর তা হলো, তিনি নিজেকে ক্রান্তিকালীন ব্যক্তিত্ব হিসেবে হাজির করতে পারেন।’ তবে বাইডেন তাঁর মেয়াদ শেষ হওয়ার আগে ওভাল অফিস ছাড়বেন এমন কোনো আলোচনা নেই।
কেন কমলাকে প্রেসিডেন্ট করা উচিত সে বিষয়ে সিমনস যুক্তি দিয়ে বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে যখন সিনেট নতুন প্রেসিডেন্টকে অনুমোদন দেবে তখন তাঁকে এই বিষয়টি—নিজের পারজয়—দেখতে হবে না। কারণ, সিনেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ভাইস প্রেসিডেন্ট। সিমনস বলেন, এর মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা যে ‘ভুল থেকে শিখছে’ তার প্রমাণ পাবে জনগণ।

ভারতে আফগানিস্তানের দূতাবাসের দায়িত্ব নিতে দিল্লিতে পৌঁছেছেন তালেবান নিয়োগপ্রাপ্ত প্রথম কূটনীতিক। মুফতি নূর আহমদ নূর নামের এই জ্যেষ্ঠ তালেবান নেতা দিল্লিস্থ আফগান মিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
২২ মিনিট আগে
ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে বন্দী করার পর এবার প্রতিবেশী কিউবার দিকে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি কিউবাকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন।
২৫ মিনিট আগে
মুম্বাইকে কথিত অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের হাত থেকে ‘মুক্ত’ করার অঙ্গীকার করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। আজ রোববার মুম্বাই পৌরসভা (বিএমসি) নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন ‘মহায়ুতি’ জোটের নির্বাচনী ইশতেহার প্রকাশকালে তিনি এই ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী সংঘাত আরও তীব্র হচ্ছে। গত দুই সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরব অবস্থান ও হামলার প্রচ্ছন্ন হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান।
২ ঘণ্টা আগে