
দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর নতুন প্রশাসনে যুক্ত হতে যাচ্ছেন আরও একজন ভারতীয় বংশোদ্ভূত। সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ প্যাটেলকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে মনোনীত করেছেন তিনি।
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর জোরালো গুঞ্জন ছিল কাশ সিআইএ প্রধান হবেন কিন্তু জন র্যাটক্লিফকে সিআইএ প্রধান হিসেবে নির্বাচিত করেন তিনি। অবশেষে কাশ প্যাটেলকে দিলেন এফবিআইয়ের দায়িত্ব।
আজ রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
৪৪ বছর বয়সী কাশ্যপ প্রমোদ প্যাটেল আমেরিকায় কাশ প্যাটেল নামে পরিচিত। এক্স হ্যান্ডলে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে কাশ্যপ “কাশ” এফবিআইয়ের পরবর্তী পরিচালক হিসেবে কাজ করবেন।’
হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটিতে কাউন্টার টেররিজমের উপদেষ্টা হিসেবে কাজের অভিজ্ঞতা আছে কাশ প্যাটেলের। ২০১৯ সালে হোয়াইট হাউসে কাউন্টার টেররিজম ডিরেক্টরেট অব দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এনএসসির সিনিয়র ডিরেক্টর পদে ছিলেন। সে সময় ট্রাম্পের নজর কাড়েন কাশ। পরের বছর আমেরিকার অস্থায়ী প্রতিরক্ষা সচিব ক্রিস মিলারের চিফ অব স্টাফ নিযুক্ত হন।
কাশ গত সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে বলেন, ‘এফবিআইয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর গোয়েন্দা বিভাগ। এই বিভাগ ভেঙে দেব আমি। প্রথম দিনেই এফবিআইয়ের হুভার ভবনটি বন্ধ করব এবং পরদিন এটিকে জাদুঘর হিসেবে নতুন করে উদ্বোধন করব। আমি ওই ভবনে কর্মরত ৭ হাজার কর্মীকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিয়ে অপরাধীদের ধাওয়া করতে বলব। তারা পুলিশ, তাদের পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতে বলব।’
এফবিআইয়ের বর্তমান প্রধান রেইকে ২০১৭ সালে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। আদালতের অনুমতি নিয়ে সরকারি গোপনীয় নথির সন্ধান করতে ট্রাম্পের বাসভবন মার–আ–লাগোয় তল্লাশি চালিয়েছিল এফবিআই। সেসময় থেকে রেই–এর ওপর বিরক্ত ট্রাম্প। ধারণা করা হচ্ছে দায়িত্ব নিয়েই তাঁকে সরিয়ে দেবেন ট্রাম্প।
এফবিআই প্রধানদের ১০ বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হয়। সে অনুযায়ী বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রেই–এর মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তবে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন পেলে এফবিআই প্রধান হবেন কাশ।
এ বিষয়ে গতকাল শনিবার এফবিআইয়ের মুখপাত্র বলেন, ‘প্রতিদিন এফবিআই কর্মীরা আমেরিকার বাসিন্দাদের ক্রমবর্ধমান হুমকি থেকে রক্ষার কাজ করে। পরিচালক রেই এফবিআই কর্মীদের ওপর খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন তাঁদের ওপর যাদের নিয়ে আমরা কাজ করি এবং যাদের জন্য কাজ করি।’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনজীবী ও কৌঁসুলি কাশ প্যাটেল ২০২৩ সালে ‘গভর্নমেন্ট গ্যাংস্টারস’ নামে একটি বই লেখেন। বইটিকে ‘ডিপ স্টেটের শাসন শেষ করার রোডম্যাপ’ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প।
আইন নিয়ে পড়াশোনার জন্য নিউইয়র্কে আসার আগে রিচমন্ড বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক হন কাশ্যপ। ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন–এর ফ্যাকাল্টি অব ল থেকে আন্তর্জাতিক আইনেরও ডিগ্রি রয়েছে কাশ্যপের। নিউইয়র্কে পড়াশোনা শেষে ফ্লোরিডায় স্টেট পাবলিক ডিফেন্ডার (আইনজীবী) হিসেবে কর্মজীবন শুরু করেন কাশ প্যাটেল। পরে আরও চার বছর ফেডারেল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেন। এরপর ওয়াশিংটনে বিচার বিভাগে টেররিজম প্রসিকিউটর (সন্ত্রাসবাদ বিষয়ক কৌঁসুলি) হিসেবে কাজ করেন।
গুজরাটি পরিবারের সন্তান কাশ প্যাটেল। তবে তাঁর জন্ম নিউইয়র্কে। তাঁর পরিবার পূর্ব আফ্রিকা থেকে আমেরিকা গিয়েছিল। একটি বেসামরিক বিমান সংস্থায় কাজ করতেন কাশের বাবা।

দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর নতুন প্রশাসনে যুক্ত হতে যাচ্ছেন আরও একজন ভারতীয় বংশোদ্ভূত। সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ প্যাটেলকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে মনোনীত করেছেন তিনি।
ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর জোরালো গুঞ্জন ছিল কাশ সিআইএ প্রধান হবেন কিন্তু জন র্যাটক্লিফকে সিআইএ প্রধান হিসেবে নির্বাচিত করেন তিনি। অবশেষে কাশ প্যাটেলকে দিলেন এফবিআইয়ের দায়িত্ব।
আজ রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
৪৪ বছর বয়সী কাশ্যপ প্রমোদ প্যাটেল আমেরিকায় কাশ প্যাটেল নামে পরিচিত। এক্স হ্যান্ডলে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে কাশ্যপ “কাশ” এফবিআইয়ের পরবর্তী পরিচালক হিসেবে কাজ করবেন।’
হাউস পারমানেন্ট সিলেক্ট কমিটিতে কাউন্টার টেররিজমের উপদেষ্টা হিসেবে কাজের অভিজ্ঞতা আছে কাশ প্যাটেলের। ২০১৯ সালে হোয়াইট হাউসে কাউন্টার টেররিজম ডিরেক্টরেট অব দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বা এনএসসির সিনিয়র ডিরেক্টর পদে ছিলেন। সে সময় ট্রাম্পের নজর কাড়েন কাশ। পরের বছর আমেরিকার অস্থায়ী প্রতিরক্ষা সচিব ক্রিস মিলারের চিফ অব স্টাফ নিযুক্ত হন।
কাশ গত সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে বলেন, ‘এফবিআইয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এর গোয়েন্দা বিভাগ। এই বিভাগ ভেঙে দেব আমি। প্রথম দিনেই এফবিআইয়ের হুভার ভবনটি বন্ধ করব এবং পরদিন এটিকে জাদুঘর হিসেবে নতুন করে উদ্বোধন করব। আমি ওই ভবনে কর্মরত ৭ হাজার কর্মীকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে পাঠিয়ে দিয়ে অপরাধীদের ধাওয়া করতে বলব। তারা পুলিশ, তাদের পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতে বলব।’
এফবিআইয়ের বর্তমান প্রধান রেইকে ২০১৭ সালে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। আদালতের অনুমতি নিয়ে সরকারি গোপনীয় নথির সন্ধান করতে ট্রাম্পের বাসভবন মার–আ–লাগোয় তল্লাশি চালিয়েছিল এফবিআই। সেসময় থেকে রেই–এর ওপর বিরক্ত ট্রাম্প। ধারণা করা হচ্ছে দায়িত্ব নিয়েই তাঁকে সরিয়ে দেবেন ট্রাম্প।
এফবিআই প্রধানদের ১০ বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হয়। সে অনুযায়ী বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রেই–এর মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তবে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন পেলে এফবিআই প্রধান হবেন কাশ।
এ বিষয়ে গতকাল শনিবার এফবিআইয়ের মুখপাত্র বলেন, ‘প্রতিদিন এফবিআই কর্মীরা আমেরিকার বাসিন্দাদের ক্রমবর্ধমান হুমকি থেকে রক্ষার কাজ করে। পরিচালক রেই এফবিআই কর্মীদের ওপর খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন তাঁদের ওপর যাদের নিয়ে আমরা কাজ করি এবং যাদের জন্য কাজ করি।’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনজীবী ও কৌঁসুলি কাশ প্যাটেল ২০২৩ সালে ‘গভর্নমেন্ট গ্যাংস্টারস’ নামে একটি বই লেখেন। বইটিকে ‘ডিপ স্টেটের শাসন শেষ করার রোডম্যাপ’ হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প।
আইন নিয়ে পড়াশোনার জন্য নিউইয়র্কে আসার আগে রিচমন্ড বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক হন কাশ্যপ। ব্রিটেনের ইউনিভার্সিটি কলেজ লন্ডন–এর ফ্যাকাল্টি অব ল থেকে আন্তর্জাতিক আইনেরও ডিগ্রি রয়েছে কাশ্যপের। নিউইয়র্কে পড়াশোনা শেষে ফ্লোরিডায় স্টেট পাবলিক ডিফেন্ডার (আইনজীবী) হিসেবে কর্মজীবন শুরু করেন কাশ প্যাটেল। পরে আরও চার বছর ফেডারেল পাবলিক ডিফেন্ডার হিসেবে কাজ করেন। এরপর ওয়াশিংটনে বিচার বিভাগে টেররিজম প্রসিকিউটর (সন্ত্রাসবাদ বিষয়ক কৌঁসুলি) হিসেবে কাজ করেন।
গুজরাটি পরিবারের সন্তান কাশ প্যাটেল। তবে তাঁর জন্ম নিউইয়র্কে। তাঁর পরিবার পূর্ব আফ্রিকা থেকে আমেরিকা গিয়েছিল। একটি বেসামরিক বিমান সংস্থায় কাজ করতেন কাশের বাবা।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
২ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৪ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে