
ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নীতির চেয়ে সুবিধা প্রাপ্তিকেই প্রাধান্য দিয়েছিল ওয়াশিংটন। এমনটাই মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিবিদ রিচার্ড হাস। ফরেন অ্যাফেয়ার্স সাময়িকীতে লিখিত ‘ট্রাবল উইদ দ্য অ্যালাইস’ শীর্ষক নিবন্ধে তিনি ভারত-যুক্তরাষ্ট্রসহ মার্কিন মিত্রদের সম্পর্ক মূল্যায়ন করেন।
রিচার্ড হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র ভারতের ক্ষেত্রেও একধরনের পরোক্ষ পন্থা বা পদ্ধতি অবলম্বন করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় পার্টির প্রশাসনই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিকে দিয়ে চীনকে চাপে রাখতে একই ধরনের নীতি অনুসরণ করেছে। তার ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়েছে এবং এর ফলে মার্কিন ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক ছিল, তা ঝুঁকির মুখে পড়েছে।’
তবে এমন নীতি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়েছে বলে মনে করেন রিচার্ড হাস। তিনি এ বিষয়ে বলেন, ‘কিন্তু এই কৌশলের কারণে ভারতের অভ্যন্তরে ক্রমবর্ধমান অনুদারতাবাদ, বিদেশে ভারতীয় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং রাশিয়ার সঙ্গে দেশটির অব্যাহত অর্থনৈতিক ও সামরিক সম্পর্ককে উপেক্ষা করতে হয়েছে। যার অর্থ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র নীতির চেয়ে বেশি সুবিধাকে প্রাধান্য দিয়েছে।’
রিচার্ড হাস আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমরা যদি এই কৌশলের ঝুঁকি বিবেচনা করি, তাহলে দেখব যে ভারত তার ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের প্রতি বর্তমানে কম শ্রদ্ধাশীল। ফলে দেশটি আরও কম সংহত এবং অস্থিতিশীল হওয়ার ঝুঁকিতে আছে।’
ভারতের নিজস্ব পররাষ্ট্রনীতি যদি চলতে থাকে এবং যুক্তরাষ্ট্র যদি দেশটির সঙ্গে সংঘাতে (পররাষ্ট্রনীতির ক্ষেত্রে) যেতে না চায়, তাহলে নয়াদিল্লি ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হবে না। এ বিষয়ে তিনি বলেন, ‘ভারতের ক্ষেত্রে ওয়াশিংটনের সংঘাতে না যাওয়ার নীতি এই ঝুঁকিকেই বাড়িয়ে তোলে যে দেশটি (ভারত) নিজস্ব পররাষ্ট্রনীতির প্রাধান্য বিস্তার চালিয়ে যাবে এবং ক্রমেই যুক্তরাষ্ট্রের তুলনামূলক কম নির্ভরযোগ্য অংশীদার হবে।’

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে নীতির চেয়ে সুবিধা প্রাপ্তিকেই প্রাধান্য দিয়েছিল ওয়াশিংটন। এমনটাই মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিবিদ রিচার্ড হাস। ফরেন অ্যাফেয়ার্স সাময়িকীতে লিখিত ‘ট্রাবল উইদ দ্য অ্যালাইস’ শীর্ষক নিবন্ধে তিনি ভারত-যুক্তরাষ্ট্রসহ মার্কিন মিত্রদের সম্পর্ক মূল্যায়ন করেন।
রিচার্ড হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র ভারতের ক্ষেত্রেও একধরনের পরোক্ষ পন্থা বা পদ্ধতি অবলম্বন করেছিল। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় পার্টির প্রশাসনই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিকে দিয়ে চীনকে চাপে রাখতে একই ধরনের নীতি অনুসরণ করেছে। তার ধারাবাহিকতায় দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়িয়েছে এবং এর ফলে মার্কিন ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক ছিল, তা ঝুঁকির মুখে পড়েছে।’
তবে এমন নীতি যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়েছে বলে মনে করেন রিচার্ড হাস। তিনি এ বিষয়ে বলেন, ‘কিন্তু এই কৌশলের কারণে ভারতের অভ্যন্তরে ক্রমবর্ধমান অনুদারতাবাদ, বিদেশে ভারতীয় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং রাশিয়ার সঙ্গে দেশটির অব্যাহত অর্থনৈতিক ও সামরিক সম্পর্ককে উপেক্ষা করতে হয়েছে। যার অর্থ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র নীতির চেয়ে বেশি সুবিধাকে প্রাধান্য দিয়েছে।’
রিচার্ড হাস আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে আমরা যদি এই কৌশলের ঝুঁকি বিবেচনা করি, তাহলে দেখব যে ভারত তার ধর্মনিরপেক্ষ ঐতিহ্যের প্রতি বর্তমানে কম শ্রদ্ধাশীল। ফলে দেশটি আরও কম সংহত এবং অস্থিতিশীল হওয়ার ঝুঁকিতে আছে।’
ভারতের নিজস্ব পররাষ্ট্রনীতি যদি চলতে থাকে এবং যুক্তরাষ্ট্র যদি দেশটির সঙ্গে সংঘাতে (পররাষ্ট্রনীতির ক্ষেত্রে) যেতে না চায়, তাহলে নয়াদিল্লি ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হবে না। এ বিষয়ে তিনি বলেন, ‘ভারতের ক্ষেত্রে ওয়াশিংটনের সংঘাতে না যাওয়ার নীতি এই ঝুঁকিকেই বাড়িয়ে তোলে যে দেশটি (ভারত) নিজস্ব পররাষ্ট্রনীতির প্রাধান্য বিস্তার চালিয়ে যাবে এবং ক্রমেই যুক্তরাষ্ট্রের তুলনামূলক কম নির্ভরযোগ্য অংশীদার হবে।’

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৮ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৯ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে