
পাকিস্তানে আত্মঘাতী হামলায় দেশটির সাত সেনার মৃত্যু হয়েছিল। এই হামলায় আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার তালেবানকে দায়ী করে দেশটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সীমান্ত এলাকায় পাকিস্তানের বিমান হামলায় তিন শিশু ও পাঁচ নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোররাত ৩টার দিকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে দুটি জায়গায় বিমান হামলা হয়।
তালেবান সরকারের মুখপাত্র এই বিমান হামলার নিন্দা করে বলেছেন, এটা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত। তিনি বলেছেন, এর প্রতিক্রিয়া ভালো হবে না। এক পৃথক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলার প্রতিক্রিয়ায় সীমান্তে পাকিস্তানের সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিমান হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, পাকিস্তানি তালেবান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা করা হয়েছিল। তাদের কাছে গোয়েন্দারা নির্দিষ্ট তথ্য দিয়েছিল এবং তার ভিত্তিতেই আক্রমণ করা হয়।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পাকিস্তানি তালেবানের সঙ্গে আফগানিস্তানের তালেবানের সম্পর্ক আছে। ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে এপি জানিয়েছে, আফগান তালেবানের গুলিতে পাকিস্তানে চার গ্রামবাসী আহত হয়েছেন। বাকিদের নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে।
এর আগে, গত শনিবার পাকিস্তানি সেনাদের ওপর আত্মঘাতী হামলা চালানো হয়। সেই ঘটনায় ৭ সেনা মারা যায়। তাদের জানাজায় যোগ দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, ‘এই আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে। শহিদ সেনার রক্ত ব্যর্থ হবে না।’
উল্লেখ্য, শনিবারের আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ। তবে পাকিস্তানের দাবি, এটা মূলত নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির শাখা সংগঠন।

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দেশটির সাত সেনার মৃত্যু হয়েছিল। এই হামলায় আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার তালেবানকে দায়ী করে দেশটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সীমান্ত এলাকায় পাকিস্তানের বিমান হামলায় তিন শিশু ও পাঁচ নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোররাত ৩টার দিকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে দুটি জায়গায় বিমান হামলা হয়।
তালেবান সরকারের মুখপাত্র এই বিমান হামলার নিন্দা করে বলেছেন, এটা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত। তিনি বলেছেন, এর প্রতিক্রিয়া ভালো হবে না। এক পৃথক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলার প্রতিক্রিয়ায় সীমান্তে পাকিস্তানের সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিমান হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, পাকিস্তানি তালেবান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা করা হয়েছিল। তাদের কাছে গোয়েন্দারা নির্দিষ্ট তথ্য দিয়েছিল এবং তার ভিত্তিতেই আক্রমণ করা হয়।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পাকিস্তানি তালেবানের সঙ্গে আফগানিস্তানের তালেবানের সম্পর্ক আছে। ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে এপি জানিয়েছে, আফগান তালেবানের গুলিতে পাকিস্তানে চার গ্রামবাসী আহত হয়েছেন। বাকিদের নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে।
এর আগে, গত শনিবার পাকিস্তানি সেনাদের ওপর আত্মঘাতী হামলা চালানো হয়। সেই ঘটনায় ৭ সেনা মারা যায়। তাদের জানাজায় যোগ দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, ‘এই আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে। শহিদ সেনার রক্ত ব্যর্থ হবে না।’
উল্লেখ্য, শনিবারের আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ। তবে পাকিস্তানের দাবি, এটা মূলত নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির শাখা সংগঠন।

এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
১ ঘণ্টা আগে
তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
১ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
১ ঘণ্টা আগে
গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে