
পাকিস্তানে আত্মঘাতী হামলায় দেশটির সাত সেনার মৃত্যু হয়েছিল। এই হামলায় আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার তালেবানকে দায়ী করে দেশটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সীমান্ত এলাকায় পাকিস্তানের বিমান হামলায় তিন শিশু ও পাঁচ নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোররাত ৩টার দিকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে দুটি জায়গায় বিমান হামলা হয়।
তালেবান সরকারের মুখপাত্র এই বিমান হামলার নিন্দা করে বলেছেন, এটা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত। তিনি বলেছেন, এর প্রতিক্রিয়া ভালো হবে না। এক পৃথক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলার প্রতিক্রিয়ায় সীমান্তে পাকিস্তানের সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিমান হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, পাকিস্তানি তালেবান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা করা হয়েছিল। তাদের কাছে গোয়েন্দারা নির্দিষ্ট তথ্য দিয়েছিল এবং তার ভিত্তিতেই আক্রমণ করা হয়।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পাকিস্তানি তালেবানের সঙ্গে আফগানিস্তানের তালেবানের সম্পর্ক আছে। ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে এপি জানিয়েছে, আফগান তালেবানের গুলিতে পাকিস্তানে চার গ্রামবাসী আহত হয়েছেন। বাকিদের নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে।
এর আগে, গত শনিবার পাকিস্তানি সেনাদের ওপর আত্মঘাতী হামলা চালানো হয়। সেই ঘটনায় ৭ সেনা মারা যায়। তাদের জানাজায় যোগ দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, ‘এই আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে। শহিদ সেনার রক্ত ব্যর্থ হবে না।’
উল্লেখ্য, শনিবারের আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ। তবে পাকিস্তানের দাবি, এটা মূলত নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির শাখা সংগঠন।

পাকিস্তানে আত্মঘাতী হামলায় দেশটির সাত সেনার মৃত্যু হয়েছিল। এই হামলায় আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার তালেবানকে দায়ী করে দেশটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। সেই হামলায় আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সীমান্ত এলাকায় পাকিস্তানের বিমান হামলায় তিন শিশু ও পাঁচ নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোররাত ৩টার দিকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে দুটি জায়গায় বিমান হামলা হয়।
তালেবান সরকারের মুখপাত্র এই বিমান হামলার নিন্দা করে বলেছেন, এটা আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আঘাত। তিনি বলেছেন, এর প্রতিক্রিয়া ভালো হবে না। এক পৃথক বিবৃতিতে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলার প্রতিক্রিয়ায় সীমান্তে পাকিস্তানের সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিমান হামলার কথা স্বীকার করেছে। তারা বলেছে, পাকিস্তানি তালেবান সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে হামলা করা হয়েছিল। তাদের কাছে গোয়েন্দারা নির্দিষ্ট তথ্য দিয়েছিল এবং তার ভিত্তিতেই আক্রমণ করা হয়।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পাকিস্তানি তালেবানের সঙ্গে আফগানিস্তানের তালেবানের সম্পর্ক আছে। ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে এপি জানিয়েছে, আফগান তালেবানের গুলিতে পাকিস্তানে চার গ্রামবাসী আহত হয়েছেন। বাকিদের নিরাপদ জায়গায় নেওয়া হয়েছে।
এর আগে, গত শনিবার পাকিস্তানি সেনাদের ওপর আত্মঘাতী হামলা চালানো হয়। সেই ঘটনায় ৭ সেনা মারা যায়। তাদের জানাজায় যোগ দিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, ‘এই আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হবে। শহিদ সেনার রক্ত ব্যর্থ হবে না।’
উল্লেখ্য, শনিবারের আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ। তবে পাকিস্তানের দাবি, এটা মূলত নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির শাখা সংগঠন।

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
২ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন মনে করছে—ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিস্থিতির উত্তেজনার পারদ কখনো বাড়িয়ে আবার কখনো কমিয়ে ‘এসক্যালেশন ল্যাডারে’ উত্তেজনার সিঁড়িতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় গত বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
৩ ঘণ্টা আগে