Ajker Patrika

ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ জুন ২০২৫, ২০: ০১
ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষো। ছবি: সংগৃহীত
ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষো। ছবি: সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বান জানিয়েছে। শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদের এক অধিবেশনে বক্তব্য প্রদানকালে এই আহ্বান জানান।

তিনি বলেন, ইরান, ইয়েমেন এবং ফিলিস্তিনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। যদি মুসলিম জাতিগুলি এখনই ঐক্যবদ্ধ না হয়, তাহলে তাদের প্রত্যেকেরই একই পরিণতি হবে। খবর আল-জাজিরার

খাজা আসিফ বলেন, ইসরাইল ইরানের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং তাদের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। তবে এই হামলায় ইসরাইল একা কাজ করছে না বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ইরান পাকিস্তানের নিকটবর্তী দেশ এবং তাদের সম্পর্ক বহু শতাব্দী ধরে টিকে আছে। এই সংকটময় মুহূর্তে পাকিস্তান ইরানের পাশে আছে।

তার ভাষ্য, ইরানিরা তাদের ভাই, তাদের যন্ত্রণায় তারাও ব্যথিত। তাই ইরানের স্বার্থ রক্ষা করা পাকিস্তানের কর্তব্য।

তার মতে, পশ্চিমা বিশ্বের অনেক অমুসলিম জনগণও এখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হচ্ছেন, তাদের মানবিকতা জাগ্রত হয়েছে। অথচ মুসলিম বিশ্ব এখনও ঘুমিয়ে রয়েছে।

তিনি বলেন, পাকিস্তান সবসময়ই নিজেদের অবস্থানে অটল থেকে ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেয়নি এবং কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কও স্থাপন করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত