
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিকে কেন্দ্র করে আজ রাজধানীজুড়ে ১৪৪ ধারা জারি করেছে ইসলামাবাদ জেলা প্রশাসন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এবং ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের পার্লামেন্টে আজ রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সংবিধানে বলা আছে, জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপনের সাত দিনের মধ্যে ভোটাভুটি হওয়া বাধ্যতামূলক। সেই বাধ্যবাধকতা মেনেই আজ রোববার ভোটাভুটির দিন ধার্য করা হয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ জন্য কনটেইনার ও কাঁটাতার দিয়ে ‘রেড জোন’ এলাকার সব প্রবেশপথ সিল করে দেওয়া হয়েছে। এই রেড জোনের এক কিলোমিটারের মধ্যে সব ধরনের জমায়েত, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ এলাকায় পাঁচজনের বেশি মানুষ একসঙ্গে জড়ো হতে পারবেন না। এ ছাড়া মোটরসাইকেলে একাধিক ব্যক্তির আরোহণও নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
ধারণা করা হচ্ছে, ইমরান খানের সমর্থকেরা রেড জোন এলাকায় ঢুকে পড়তে পারেন এবং অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন। এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তাই আগে থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং রেড জোন এলাকা চিহ্নিত করা হয়েছে।
গতকাল শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইমরান খান অভিযোগ করে বলেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতেই বিরোধীরা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং অনাস্থা ভোটের নীল নকশা তৈরি করেছে। ভোটের ফল যদি তাঁর বিপক্ষে যায়, তিনি তা মেনে নেবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।
অনাস্থা ভোট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যখন পুরো প্রক্রিয়াটিই নিন্দিত, তখন আমি কীভাবে ফলাফল গ্রহণ করতে পারি? গণতন্ত্র নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করে, কিন্তু এই যোগসাজশের পরে কোনো নৈতিক মূল্যবোধ অবশিষ্ট থাকে?’
তবে আজ ইমরান খান তাঁর দলের আইনপ্রণেতাদের জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিতে বলেছেন এবং নিজেও জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিয়ে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক করবেন বলে ঘোষণা দিয়েছেন।
ইমরান খান সম্পর্কিত পড়ুন:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিকে কেন্দ্র করে আজ রাজধানীজুড়ে ১৪৪ ধারা জারি করেছে ইসলামাবাদ জেলা প্রশাসন। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এবং ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের পার্লামেন্টে আজ রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সংবিধানে বলা আছে, জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব উত্থাপনের সাত দিনের মধ্যে ভোটাভুটি হওয়া বাধ্যতামূলক। সেই বাধ্যবাধকতা মেনেই আজ রোববার ভোটাভুটির দিন ধার্য করা হয়েছে।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ জন্য কনটেইনার ও কাঁটাতার দিয়ে ‘রেড জোন’ এলাকার সব প্রবেশপথ সিল করে দেওয়া হয়েছে। এই রেড জোনের এক কিলোমিটারের মধ্যে সব ধরনের জমায়েত, মিছিল, বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ এলাকায় পাঁচজনের বেশি মানুষ একসঙ্গে জড়ো হতে পারবেন না। এ ছাড়া মোটরসাইকেলে একাধিক ব্যক্তির আরোহণও নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।
ধারণা করা হচ্ছে, ইমরান খানের সমর্থকেরা রেড জোন এলাকায় ঢুকে পড়তে পারেন এবং অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন। এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তাই আগে থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং রেড জোন এলাকা চিহ্নিত করা হয়েছে।
গতকাল শনিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইমরান খান অভিযোগ করে বলেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতেই বিরোধীরা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়েছে এবং অনাস্থা ভোটের নীল নকশা তৈরি করেছে। ভোটের ফল যদি তাঁর বিপক্ষে যায়, তিনি তা মেনে নেবেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।
অনাস্থা ভোট সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যখন পুরো প্রক্রিয়াটিই নিন্দিত, তখন আমি কীভাবে ফলাফল গ্রহণ করতে পারি? গণতন্ত্র নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করে, কিন্তু এই যোগসাজশের পরে কোনো নৈতিক মূল্যবোধ অবশিষ্ট থাকে?’
তবে আজ ইমরান খান তাঁর দলের আইনপ্রণেতাদের জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিতে বলেছেন এবং নিজেও জাতীয় পরিষদের অধিবেশনে যোগ দিয়ে অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্ক করবেন বলে ঘোষণা দিয়েছেন।
ইমরান খান সম্পর্কিত পড়ুন:

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে