
পাকিস্তানের পশতু নাটক এবং মঞ্চ শিল্পের প্রখ্যাত অভিনেত্রী ছিলেন খুশবো খান। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলার একটি শস্য মাঠ থেকে সোমবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় দুই ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, খুশবো খানকে হত্যার ঘটনায় শওকত ও ফজল নিয়াজ নামে দুজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত হয়েছে। খুশবোর ভাই সন্দেহভাজন দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলাটি করেছেন।
এ অবস্থায় অভিযুক্ত দুজনকে খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতেও আরেক অভিনেত্রীকে হত্যার অভিযোগ ছিল।
মামলায় খুশবোর ভাই অভিযোগ করেছেন, সন্দেহভাজন দুজনের কথা মতো না চলার কারণেই হত্যা করা হয়েছে খুশবোকে। তাঁরা খুশবোকে শুধুমাত্র তাঁদের আয়োজন করা অনুষ্ঠানগুলোতেই কাজ করার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি তাঁকে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথাও বলেছিল। কিন্তু খুশবো এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে নিজেদের এলাকায় একটি অনুষ্ঠানের কথা বলে নিয়ে যায় ওই সন্দেহভাজনেরা। পরে তাঁকে পরিকল্পনা করে হত্যা করে।
স্থানীয় আকবরপুরা পুলিশ স্টেশনের কর্মকর্তা নিয়াজ মাহমুদ খান বলেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণের পর খুশবোকে অন্যত্র নিয়ে গিয়ে হত্যা করে ওই দুই সন্দেহভাজন। হত্যার পর তাঁর মরদেহটি ফসলের মাঠে ফেলে রাখে তাঁরা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিজেদের বাসস্থানে খুশবোকে প্রথমে হত্যা করে পরে মাঠে ফেলে রাখা হয়।
অভিনেত্রীর মরদেহের ময়নাতদন্তের পর তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পাকিস্তানের পশতু নাটক এবং মঞ্চ শিল্পের প্রখ্যাত অভিনেত্রী ছিলেন খুশবো খান। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলার একটি শস্য মাঠ থেকে সোমবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় দুই ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, খুশবো খানকে হত্যার ঘটনায় শওকত ও ফজল নিয়াজ নামে দুজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত হয়েছে। খুশবোর ভাই সন্দেহভাজন দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলাটি করেছেন।
এ অবস্থায় অভিযুক্ত দুজনকে খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতেও আরেক অভিনেত্রীকে হত্যার অভিযোগ ছিল।
মামলায় খুশবোর ভাই অভিযোগ করেছেন, সন্দেহভাজন দুজনের কথা মতো না চলার কারণেই হত্যা করা হয়েছে খুশবোকে। তাঁরা খুশবোকে শুধুমাত্র তাঁদের আয়োজন করা অনুষ্ঠানগুলোতেই কাজ করার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি তাঁকে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথাও বলেছিল। কিন্তু খুশবো এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে নিজেদের এলাকায় একটি অনুষ্ঠানের কথা বলে নিয়ে যায় ওই সন্দেহভাজনেরা। পরে তাঁকে পরিকল্পনা করে হত্যা করে।
স্থানীয় আকবরপুরা পুলিশ স্টেশনের কর্মকর্তা নিয়াজ মাহমুদ খান বলেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণের পর খুশবোকে অন্যত্র নিয়ে গিয়ে হত্যা করে ওই দুই সন্দেহভাজন। হত্যার পর তাঁর মরদেহটি ফসলের মাঠে ফেলে রাখে তাঁরা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিজেদের বাসস্থানে খুশবোকে প্রথমে হত্যা করে পরে মাঠে ফেলে রাখা হয়।
অভিনেত্রীর মরদেহের ময়নাতদন্তের পর তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৫ ঘণ্টা আগে