
পাকিস্তানের পশতু নাটক এবং মঞ্চ শিল্পের প্রখ্যাত অভিনেত্রী ছিলেন খুশবো খান। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলার একটি শস্য মাঠ থেকে সোমবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় দুই ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, খুশবো খানকে হত্যার ঘটনায় শওকত ও ফজল নিয়াজ নামে দুজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত হয়েছে। খুশবোর ভাই সন্দেহভাজন দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলাটি করেছেন।
এ অবস্থায় অভিযুক্ত দুজনকে খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতেও আরেক অভিনেত্রীকে হত্যার অভিযোগ ছিল।
মামলায় খুশবোর ভাই অভিযোগ করেছেন, সন্দেহভাজন দুজনের কথা মতো না চলার কারণেই হত্যা করা হয়েছে খুশবোকে। তাঁরা খুশবোকে শুধুমাত্র তাঁদের আয়োজন করা অনুষ্ঠানগুলোতেই কাজ করার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি তাঁকে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথাও বলেছিল। কিন্তু খুশবো এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে নিজেদের এলাকায় একটি অনুষ্ঠানের কথা বলে নিয়ে যায় ওই সন্দেহভাজনেরা। পরে তাঁকে পরিকল্পনা করে হত্যা করে।
স্থানীয় আকবরপুরা পুলিশ স্টেশনের কর্মকর্তা নিয়াজ মাহমুদ খান বলেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণের পর খুশবোকে অন্যত্র নিয়ে গিয়ে হত্যা করে ওই দুই সন্দেহভাজন। হত্যার পর তাঁর মরদেহটি ফসলের মাঠে ফেলে রাখে তাঁরা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিজেদের বাসস্থানে খুশবোকে প্রথমে হত্যা করে পরে মাঠে ফেলে রাখা হয়।
অভিনেত্রীর মরদেহের ময়নাতদন্তের পর তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পাকিস্তানের পশতু নাটক এবং মঞ্চ শিল্পের প্রখ্যাত অভিনেত্রী ছিলেন খুশবো খান। দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলার একটি শস্য মাঠ থেকে সোমবার তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় দুই ব্যক্তি তাঁকে গুলি করে হত্যা করেছে।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, খুশবো খানকে হত্যার ঘটনায় শওকত ও ফজল নিয়াজ নামে দুজনের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত হয়েছে। খুশবোর ভাই সন্দেহভাজন দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলাটি করেছেন।
এ অবস্থায় অভিযুক্ত দুজনকে খুঁজে বের করতে অভিযান শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে অতীতেও আরেক অভিনেত্রীকে হত্যার অভিযোগ ছিল।
মামলায় খুশবোর ভাই অভিযোগ করেছেন, সন্দেহভাজন দুজনের কথা মতো না চলার কারণেই হত্যা করা হয়েছে খুশবোকে। তাঁরা খুশবোকে শুধুমাত্র তাঁদের আয়োজন করা অনুষ্ঠানগুলোতেই কাজ করার প্রস্তাব দিয়েছিল। পাশাপাশি তাঁকে ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার কথাও বলেছিল। কিন্তু খুশবো এসব প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে নিজেদের এলাকায় একটি অনুষ্ঠানের কথা বলে নিয়ে যায় ওই সন্দেহভাজনেরা। পরে তাঁকে পরিকল্পনা করে হত্যা করে।
স্থানীয় আকবরপুরা পুলিশ স্টেশনের কর্মকর্তা নিয়াজ মাহমুদ খান বলেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণের পর খুশবোকে অন্যত্র নিয়ে গিয়ে হত্যা করে ওই দুই সন্দেহভাজন। হত্যার পর তাঁর মরদেহটি ফসলের মাঠে ফেলে রাখে তাঁরা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিজেদের বাসস্থানে খুশবোকে প্রথমে হত্যা করে পরে মাঠে ফেলে রাখা হয়।
অভিনেত্রীর মরদেহের ময়নাতদন্তের পর তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
৩ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে