
পাকিস্তানের নগদ অর্থের সংকট মেটাতে দেশটিকে ৪২০ কোটি ডলার সহায়তা দেবে সৌদি আরব। আজ বুধবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। চলতি সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরই সৌদি আরবের পক্ষ থেকে পাকিস্তানকে এই অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হলো।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী একটি টুইট বার্তায় বলেন, সৌদি আরবে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার সহায়তা দেবে যা কেন্দ্রীয় ব্যাংকে জমা করে রাখা হবে। এ ছাড়া ১২০ কোটি ডলারের পেট্রোলিয়ামজাত পণ্য দিয়ে সহায়তা করবে।
এই সহায়তা দেওয়ার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
একটি টুইট বার্তায় তিনি বলেন, আমাদের কঠিন সময়ে সৌদি আরব সর্বদা পাকিস্তানের পাশে ছিল।
২০১৮ সালের সৌদি আরব পাকিস্তানকে ৩০০ কোটি ডলার নগদ অর্থ দিয়েছিল। পাশাপাশি পাকিস্তানকে ৩০০ কোটি ডলারের তেল সহায়তা দেওয়ার ঘোষণাও দেয় সৌদি আরব। .
পরে পাকিস্তান এবং সৌদি আরবের সম্পর্কের অবনতি ঘটে। এই ঘটনার পর পাকিস্তান সৌদি আরবকে ২০০ কোটি ডলার ফিরিয়ে দেয়।
গত জুনে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রতি বছর সৌদি আরব তাদেরকে ১৫০ কোটি ডলারের তেল সুবিধা দেবে।

পাকিস্তানের নগদ অর্থের সংকট মেটাতে দেশটিকে ৪২০ কোটি ডলার সহায়তা দেবে সৌদি আরব। আজ বুধবার পাকিস্তান সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। চলতি সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরই সৌদি আরবের পক্ষ থেকে পাকিস্তানকে এই অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হলো।
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী একটি টুইট বার্তায় বলেন, সৌদি আরবে পাকিস্তানকে ৩০০ কোটি ডলার সহায়তা দেবে যা কেন্দ্রীয় ব্যাংকে জমা করে রাখা হবে। এ ছাড়া ১২০ কোটি ডলারের পেট্রোলিয়ামজাত পণ্য দিয়ে সহায়তা করবে।
এই সহায়তা দেওয়ার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
একটি টুইট বার্তায় তিনি বলেন, আমাদের কঠিন সময়ে সৌদি আরব সর্বদা পাকিস্তানের পাশে ছিল।
২০১৮ সালের সৌদি আরব পাকিস্তানকে ৩০০ কোটি ডলার নগদ অর্থ দিয়েছিল। পাশাপাশি পাকিস্তানকে ৩০০ কোটি ডলারের তেল সহায়তা দেওয়ার ঘোষণাও দেয় সৌদি আরব। .
পরে পাকিস্তান এবং সৌদি আরবের সম্পর্কের অবনতি ঘটে। এই ঘটনার পর পাকিস্তান সৌদি আরবকে ২০০ কোটি ডলার ফিরিয়ে দেয়।
গত জুনে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়, প্রতি বছর সৌদি আরব তাদেরকে ১৫০ কোটি ডলারের তেল সুবিধা দেবে।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৬ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৬ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৯ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১০ ঘণ্টা আগে