
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান দাবি করেছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর সরকার টিকিয়ে রাখতে সেনাবাহিনীর কাছে ‘অবৈধ ও অসাংবিধানিক’ সহায়তা চেয়েছিলেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি ইমরান খান চলতি বছরের এপ্রিলে তাঁর সরকারের পতনে পাকিস্তানের সেনাবাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ করেন। তাঁর এই মন্তব্যের অল্প পরেই আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম এ মন্তব্য করলেন। তিনি বলেন, ‘খানের সমালোচনার কারণ হলো সেনাপ্রধান ও সামরিক বাহিনী অবৈধ বা অসাংবিধানিক কাজ করতে অস্বীকৃতি জানিয়েছিল।’
লে. জেনারেল নাদিম আনজুম এ সময় আরও জানান, সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী একটি পরিষ্কার নীতি প্রণয়ন করেছে যে তাঁরা রাজনীতির বাইরে থাকবে এবং এ কারণেই ইমরান বারবার অনুরোধ করার পরও সেনাবাহিনী তাঁর অনুরোধে সাড়া দেয়নি। সাধারণত আইএসআইয়ের প্রধান জনসমক্ষে খুব একটা মন্তব্য করেন না। তবে এবার তিনি ইমরান খানের বিষয়ে মন্তব্য করলেও ইমরান খান কী অনুরোধ করেছিলেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।
অতীতে পাকিস্তান সেনাবাহিনী বেশ কিছু ভুল করেছে—স্বীকার করে নাদিম আনজুম বলেন, ‘উত্তেজনা কমাতে সম্প্রতি ইমরান খান ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বৈঠক করেছেন।’ তবে ফলাফল কী সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। তবে তিনি বলেছেন, ইমরান খান ‘রাতের আঁধারে’ সামরিক নেতৃত্বের সঙ্গে দেখা করেন অনুগ্রহ চাইতে এবং পরদিনই তিনি তাঁকে আক্রমণ করে কথা বলেন।
তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা আসাদ উমর আইএসআই প্রধানের এই অভিযোগ অস্বীকার করেছেন।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান দাবি করেছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর সরকার টিকিয়ে রাখতে সেনাবাহিনীর কাছে ‘অবৈধ ও অসাংবিধানিক’ সহায়তা চেয়েছিলেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি ইমরান খান চলতি বছরের এপ্রিলে তাঁর সরকারের পতনে পাকিস্তানের সেনাবাহিনীর হাত রয়েছে বলে অভিযোগ করেন। তাঁর এই মন্তব্যের অল্প পরেই আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুম এ মন্তব্য করলেন। তিনি বলেন, ‘খানের সমালোচনার কারণ হলো সেনাপ্রধান ও সামরিক বাহিনী অবৈধ বা অসাংবিধানিক কাজ করতে অস্বীকৃতি জানিয়েছিল।’
লে. জেনারেল নাদিম আনজুম এ সময় আরও জানান, সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী একটি পরিষ্কার নীতি প্রণয়ন করেছে যে তাঁরা রাজনীতির বাইরে থাকবে এবং এ কারণেই ইমরান বারবার অনুরোধ করার পরও সেনাবাহিনী তাঁর অনুরোধে সাড়া দেয়নি। সাধারণত আইএসআইয়ের প্রধান জনসমক্ষে খুব একটা মন্তব্য করেন না। তবে এবার তিনি ইমরান খানের বিষয়ে মন্তব্য করলেও ইমরান খান কী অনুরোধ করেছিলেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।
অতীতে পাকিস্তান সেনাবাহিনী বেশ কিছু ভুল করেছে—স্বীকার করে নাদিম আনজুম বলেন, ‘উত্তেজনা কমাতে সম্প্রতি ইমরান খান ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বৈঠক করেছেন।’ তবে ফলাফল কী সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি। তবে তিনি বলেছেন, ইমরান খান ‘রাতের আঁধারে’ সামরিক নেতৃত্বের সঙ্গে দেখা করেন অনুগ্রহ চাইতে এবং পরদিনই তিনি তাঁকে আক্রমণ করে কথা বলেন।
তবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা আসাদ উমর আইএসআই প্রধানের এই অভিযোগ অস্বীকার করেছেন।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৩০ মিনিট আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
১ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২ ঘণ্টা আগে