
রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগে তিন বছরের কারাদণ্ড ও রাজনীতিতে পাঁচ বছরের নিষেধাজ্ঞা নিয়ে জেলে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খান। পরে উচ্চ আদালতে তাঁর সাজা স্থগিত হয়ে যায়।
রাষ্ট্রীয় গোপন নথি-সংক্রান্ত আরেকটি মামলায় এখনো জেলে আছেন ইমরান। এর মধ্যে তাঁর বিরুদ্ধে নতুন আরেকটি অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে ইমরান খানের সর্বোচ্চ সাজাও হতে পারে বলে দাবি করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক উচ্চপদস্থ কর্মকর্তা।
আজ বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মে প্রথমবারের মতো গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পাক রেঞ্জারস। এ ঘটনার জের ধরে রণক্ষেত্রে রূপ নেয় পাকিস্তানের বিভিন্ন শহর। পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
সে সময় গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সামরিক বিভিন্ন স্থাপনায় হামলা চালান ইমরানের সমর্থকেরা। একাধিক সরকারি ভবনসহ রাওয়ালপিন্ডিতে সেনাসদর দপ্তরেও হামলা চালানো হয়। এই ঘটনাতেই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে।
এই বিষয়ে লাহোর পুলিশের তদন্ত কর্মকর্তা আনুশ মাসুদ জানিয়েছেন, গত ৯ মে যে বিক্ষোভের ঘটনা ঘটেছিল তাতে ষড়যন্ত্রে জড়িত ছিলেন পিটিআই নেতা ও সমর্থকেরা। সেদিনের ঘটনা নিয়ে পুলিশ পূর্ণ তদন্ত করেছে এবং প্রমাণ পাওয়া গেছে যে সামরিক বাহিনীর ওপর হামলা ও বিক্ষোভে উসকানি দেওয়ার মদদ দিয়েছিলেন ইমরান খান। তদন্তকারী দল তাদের অভিযোগপত্র লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে জমা দেবে।
ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। যার মধ্যে তোষাখানা মামলা অন্যতম। প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহার সরকারি কোষাগার বা তোষাখানায় জমা না করে বিক্রি করে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
এদিকে, ইমরান কারাগারে থাকা অবস্থায়ই পাকিস্তানের জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করেছে দেশটির নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশটিতে আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগে তিন বছরের কারাদণ্ড ও রাজনীতিতে পাঁচ বছরের নিষেধাজ্ঞা নিয়ে জেলে গিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খান। পরে উচ্চ আদালতে তাঁর সাজা স্থগিত হয়ে যায়।
রাষ্ট্রীয় গোপন নথি-সংক্রান্ত আরেকটি মামলায় এখনো জেলে আছেন ইমরান। এর মধ্যে তাঁর বিরুদ্ধে নতুন আরেকটি অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে ইমরান খানের সর্বোচ্চ সাজাও হতে পারে বলে দাবি করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক উচ্চপদস্থ কর্মকর্তা।
আজ বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ মে প্রথমবারের মতো গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পাক রেঞ্জারস। এ ঘটনার জের ধরে রণক্ষেত্রে রূপ নেয় পাকিস্তানের বিভিন্ন শহর। পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
সে সময় গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সামরিক বিভিন্ন স্থাপনায় হামলা চালান ইমরানের সমর্থকেরা। একাধিক সরকারি ভবনসহ রাওয়ালপিন্ডিতে সেনাসদর দপ্তরেও হামলা চালানো হয়। এই ঘটনাতেই সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়েছে।
এই বিষয়ে লাহোর পুলিশের তদন্ত কর্মকর্তা আনুশ মাসুদ জানিয়েছেন, গত ৯ মে যে বিক্ষোভের ঘটনা ঘটেছিল তাতে ষড়যন্ত্রে জড়িত ছিলেন পিটিআই নেতা ও সমর্থকেরা। সেদিনের ঘটনা নিয়ে পুলিশ পূর্ণ তদন্ত করেছে এবং প্রমাণ পাওয়া গেছে যে সামরিক বাহিনীর ওপর হামলা ও বিক্ষোভে উসকানি দেওয়ার মদদ দিয়েছিলেন ইমরান খান। তদন্তকারী দল তাদের অভিযোগপত্র লাহোরের সন্ত্রাসবিরোধী আদালতে জমা দেবে।
ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। যার মধ্যে তোষাখানা মামলা অন্যতম। প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া উপহার সরকারি কোষাগার বা তোষাখানায় জমা না করে বিক্রি করে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
এদিকে, ইমরান কারাগারে থাকা অবস্থায়ই পাকিস্তানের জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করেছে দেশটির নির্বাচন কমিশন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশটিতে আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে