
সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে অভিযানের নেপথ্যে রয়েছেন মরিয়ম নওয়াজ। এমন অভিযোগ করা হয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে।
দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, জামান পার্কে দলের চেয়ারম্যান ইমরান খানের বাসভবনে অভিযানকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। আর এই হামলা এবং ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা তাঁকে দমানোর জন্য ‘লন্ডন পরিকল্পনার অংশ’ বলছে দলটি।
দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, ইমরান খানকে গ্রেপ্তার করানোর চেষ্টা এবং তাঁর বাড়িতে অভিযান পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান সমন্বয়কারী মরিয়ম নওয়াজের পরিকল্পনার অংশ ছিল।
এদিকে এক ভিডিও বার্তায় ইমরান খানের বোন উজমা খানুম দাবি করেন, পুলিশ ওয়ারেন্ট ছাড়াই অভিযান পরিচালনা করেছে। পুলিশ সদস্যরা নারীদের হয়রানি এবং বাড়ির কাজের লোকদের নির্যাতন করেছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সদস্যরা বাড়িতে প্রবেশ করে নিরস্ত্র লোকদের নির্মমভাবে মারধর করে। তাঁর স্বামী ও কয়েকজন কাজের লোককে পুলিশ তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন উজমা।
পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহি অভিযানের পর জামান পার্ক পরিদর্শন করেন এবং এই পদক্ষেপকে ‘বর্বরতা ও সহিংসতা’ বলে অভিহিত করেন।
মরিয়ম শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে পারভেজ এলাহি বলেন, পুলিশ ইমরানের বাড়ির নারীদেরও অসম্মান করেছে। কর্মী ও কাজের লোকদের ওপর বোমা ও রাবার বুলেট ছোড়ার নিন্দা জানান তিনি।
শনিবার সকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের জামান পার্কে বাড়িতে ঢুকে পুলিশ ভাঙচুর করে এবং পিটিআইয়ের ২০ জনেরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। ইমরান খান ইসলামাবাদের আদালতে তোশাখানা মামলার শুনানিতে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটে। অভিযানের আগে পুলিশ ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল। কিন্তু পিটিআই সমর্থকেরা ১৪৪ ধারা উপেক্ষা করে লাহোরে ইমরান খানের বাড়ির সামনে জড়ো হন। তাঁরা পুলিশকে ইমরান খানের বাড়িতে ঢুকতে বাধা দেন। তখন পুলিশের সঙ্গে পিটিআই নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে অভিযানের নেপথ্যে রয়েছেন মরিয়ম নওয়াজ। এমন অভিযোগ করা হয়েছে পিটিআইয়ের পক্ষ থেকে।
দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা যায়, জামান পার্কে দলের চেয়ারম্যান ইমরান খানের বাসভবনে অভিযানকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পিটিআই। আর এই হামলা এবং ইমরানকে গ্রেপ্তারের চেষ্টা তাঁকে দমানোর জন্য ‘লন্ডন পরিকল্পনার অংশ’ বলছে দলটি।
দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, ইমরান খানকে গ্রেপ্তার করানোর চেষ্টা এবং তাঁর বাড়িতে অভিযান পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) প্রধান সমন্বয়কারী মরিয়ম নওয়াজের পরিকল্পনার অংশ ছিল।
এদিকে এক ভিডিও বার্তায় ইমরান খানের বোন উজমা খানুম দাবি করেন, পুলিশ ওয়ারেন্ট ছাড়াই অভিযান পরিচালনা করেছে। পুলিশ সদস্যরা নারীদের হয়রানি এবং বাড়ির কাজের লোকদের নির্যাতন করেছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সদস্যরা বাড়িতে প্রবেশ করে নিরস্ত্র লোকদের নির্মমভাবে মারধর করে। তাঁর স্বামী ও কয়েকজন কাজের লোককে পুলিশ তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন উজমা।
পিটিআই প্রেসিডেন্ট চৌধুরী পারভেজ এলাহি অভিযানের পর জামান পার্ক পরিদর্শন করেন এবং এই পদক্ষেপকে ‘বর্বরতা ও সহিংসতা’ বলে অভিহিত করেন।
মরিয়ম শরীফ ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে পারভেজ এলাহি বলেন, পুলিশ ইমরানের বাড়ির নারীদেরও অসম্মান করেছে। কর্মী ও কাজের লোকদের ওপর বোমা ও রাবার বুলেট ছোড়ার নিন্দা জানান তিনি।
শনিবার সকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাহোরের জামান পার্কে বাড়িতে ঢুকে পুলিশ ভাঙচুর করে এবং পিটিআইয়ের ২০ জনেরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। ইমরান খান ইসলামাবাদের আদালতে তোশাখানা মামলার শুনানিতে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা পর এ ঘটনা ঘটে। অভিযানের আগে পুলিশ ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছিল। কিন্তু পিটিআই সমর্থকেরা ১৪৪ ধারা উপেক্ষা করে লাহোরে ইমরান খানের বাড়ির সামনে জড়ো হন। তাঁরা পুলিশকে ইমরান খানের বাড়িতে ঢুকতে বাধা দেন। তখন পুলিশের সঙ্গে পিটিআই নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে রক্তক্ষয়ী সংঘাত আরও তীব্র হচ্ছে। গত দুই সপ্তাহে নিহতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরব অবস্থান ও হামলার প্রচ্ছন্ন হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান।
১ মিনিট আগে
প্রায় অর্ধশতাব্দী ধরে চলা ধর্মীয় শাসনের বিরুদ্ধে কখনোই এক হতে পারেনি ইরানের বিভক্ত বিরোধী রাজনীতি। তবে এবার দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সর্বশেষ শাহের ছেলে রেজা পাহলভি।
১ ঘণ্টা আগে
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দিয়ে কঠোর তিরস্কার করেছে ভারত। দিল্লিতে কারাবন্দী সাবেক ছাত্রনেতা উমর খালিদকে সংহতি জানিয়ে একটি ব্যক্তিগত চিরকুট পাঠানোয় মামদানির ওপর চটেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে