আজকের পত্রিকা ডেস্ক

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দাবি করেছেন, কিছুদিন আগে হয়ে যাওয়া ভারত-পাকিস্তানের ৪ দিনের যুদ্ধে ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তাঁর ভাষ্যমতে, এ ঘটনার ভিডিও প্রমাণ পাকিস্তানের হাতে রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসলামাবাদ।
গতকাল রোববার লাহোরে এক সেমিনারে বক্তব্য দেন নাকভি। সেখানে তিনি দুই দেশের সামরিক সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে বলেন, পাকিস্তানি সেনারা ভারতের পরিকল্পনা আগে থেকেই জেনে ফেলেছিল এবং সেই অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলেছিল। তাঁর দাবি, ‘আমাদের কাছে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ভিডিও আছে। রাডার ডেটাও তা নিশ্চিত করেছে।’
এ সময় তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ভূমিকার প্রশংসা করে নাকভি বলেন, ‘গুরুত্বপূর্ণ কাজ করেছে আমাদের গোয়েন্দারা। তাদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন।’ তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার প্রমাণ হিসেবে কোনো ছবি বা ভিডিও তিনি উপস্থাপন করেননি।
তবে, এ ধরনের দাবি নতুন নয়। এর আগে পাকিস্তান একাধিকবার যুদ্ধবিমান ভূপাতিত করার কথা বলেছে। তবে ভারত তা সরাসরি নাকচ করেছে। গত ৩১ মে সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান বলেন, পাকিস্তানের দাবি ‘সম্পূর্ণ ভুল।’ তাঁর ভাষ্য, ‘রাফালসহ কোনো ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।’
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, সংঘর্ষের সময় পাকিস্তান ভারতের একটি তেল ডিপো ধ্বংস করেছে। তবে ভারতের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারেনি। নাকভির ভাষ্যমতে, ‘ভারত কী পরিকল্পনা করছে, কোন যুদ্ধবিমান ব্যবহার করবে—সব আমরা আগে থেকেই জানতাম।’
প্রসঙ্গত, প্রতিবেশী দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্ক তিক্ত। তবে ২০২৫ সালের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি নতুন মোড় নেয়। হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আছে দাবি করে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এর জেরেই সীমান্তে সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ।
তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি দাবি করেছেন, কিছুদিন আগে হয়ে যাওয়া ভারত-পাকিস্তানের ৪ দিনের যুদ্ধে ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তাঁর ভাষ্যমতে, এ ঘটনার ভিডিও প্রমাণ পাকিস্তানের হাতে রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসলামাবাদ।
গতকাল রোববার লাহোরে এক সেমিনারে বক্তব্য দেন নাকভি। সেখানে তিনি দুই দেশের সামরিক সংঘাত নিয়ে কথা বলতে গিয়ে বলেন, পাকিস্তানি সেনারা ভারতের পরিকল্পনা আগে থেকেই জেনে ফেলেছিল এবং সেই অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলেছিল। তাঁর দাবি, ‘আমাদের কাছে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ভিডিও আছে। রাডার ডেটাও তা নিশ্চিত করেছে।’
এ সময় তিনি পাকিস্তানি গোয়েন্দা সংস্থার ভূমিকার প্রশংসা করে নাকভি বলেন, ‘গুরুত্বপূর্ণ কাজ করেছে আমাদের গোয়েন্দারা। তাদের স্বীকৃতি দেওয়া প্রয়োজন।’ তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার প্রমাণ হিসেবে কোনো ছবি বা ভিডিও তিনি উপস্থাপন করেননি।
তবে, এ ধরনের দাবি নতুন নয়। এর আগে পাকিস্তান একাধিকবার যুদ্ধবিমান ভূপাতিত করার কথা বলেছে। তবে ভারত তা সরাসরি নাকচ করেছে। গত ৩১ মে সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান বলেন, পাকিস্তানের দাবি ‘সম্পূর্ণ ভুল।’ তাঁর ভাষ্য, ‘রাফালসহ কোনো ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়নি।’
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, সংঘর্ষের সময় পাকিস্তান ভারতের একটি তেল ডিপো ধ্বংস করেছে। তবে ভারতের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানতে পারেনি। নাকভির ভাষ্যমতে, ‘ভারত কী পরিকল্পনা করছে, কোন যুদ্ধবিমান ব্যবহার করবে—সব আমরা আগে থেকেই জানতাম।’
প্রসঙ্গত, প্রতিবেশী দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্ক তিক্ত। তবে ২০২৫ সালের এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পরিস্থিতি নতুন মোড় নেয়। হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আছে দাবি করে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এর জেরেই সীমান্তে সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দেশ।
তথ্যসূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

কানাডা ও চীন বৈদ্যুতিক যান (ইভি) এবং ক্যানোলা (সরিষার মতো তেলবীজ) পণ্যের ওপর শুল্ক কমাতে একটি প্রাথমিক বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। আজ শুক্রবার চীন সফররত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ কথা জানিয়েছেন। দুই দেশই বাণিজ্য বাধা দূর করা এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেছে।
১৮ মিনিট আগে
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর কড়া সমালোচক মাচাদো গত বছর ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনের জন্য এই পুরস্কার জিতেছিলেন। এখন তিনি সেই পদক হোয়াইট হাউসে রেখে গেলেন এই আশায়, এই সৌজন্যের বিনিময়ে হয়তো আরও মূল্যবান কিছু মিলবে।
২৮ মিনিট আগে
দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে