
পাকিস্তানে বন্যার কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০০ কোটি ডলারে। এর আগের হিসাব অনুসারে দেশটিতে বন্যায় ক্ষতির পরিমাণ হিসাব করা হয়েছিল ১ হাজার ২৫০ কোটি মার্কিন ডলার। তবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই বন্যায় পাকিস্তান অন্তত ৩০০০ কোটি ডলার সমপরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মন্তব্য করেছিলেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে, এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাবের সম্মুখীন হয়েছে পাকিস্তানের কৃষি খাত। প্রাথমিকভাবে মূল্যায়ন করা হয়েছিল, এই ভয়াবহ বন্যায় দেশটির ৪২ লাখ একর জমির কৃষি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সর্বশেষ প্রতিবেদন অনুসারে তা প্রায় দ্বিগুণ বেড়ে সাড়ে ৮২ লাখ একরে দাঁড়িয়েছে। ফসলের এই ভয়াবহ ক্ষতিই দেশটির অর্থনৈতিক ক্ষতিকে আরও বাড়িয়ে দিয়েছে।
ক্ষতিগ্রস্ত হওয়া কৃষিজ পণ্যের মধ্যে রয়েছে—তুলা, ধান এবং অন্যান্য আরও একাধিক প্রজাতির ফসল এবং যদি বন্যার পানি সঠিকভাবে নিষ্কাশিত না হয় তবে পরবর্তী সময়ে পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শস্য গম বপনের ক্ষেত্রেও গুরুতর সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। দ্য নিউজ ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্রমবর্ধমান অর্থনৈতিক ক্ষতি এবং জিডিপি প্রবৃদ্ধির হ্রাসের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের মাথাপিছু আয়ও অনেকটাই কমে যেতে পারে। যেখানে সরকার চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৫ শতাংশ হতে পারে বলে আশাবাদ প্রকাশ করেছিল।
এ ছাড়া পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, স্টেট ব্যাংক অব পাকিস্তান, এফবিআর, পিআইডিই এবং অন্যান্যদের প্রতিনিধিত্বসহ একটি উচ্চপদস্থ কমিটির মূল্যায়নে বলা হয়েছিল, দারিদ্র্য ও বেকারত্বের হার ২১ দশমিক ৯ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশ পর্যন্ত হতে পারে। পাকিস্তান সরকারের অনুমান অনুযায়ী, বন্যার পর দেশের ১১৮টি জেলার প্রায় ৩৭ শতাংশ জনসংখ্যা দারিদ্র্যের কবলে পড়তে পারে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত শুক্রবার বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং ক্ষতিগ্রস্ত দেশটির জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে পাকিস্তানে দুই দিনের সফর করেন। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট এই বিপর্যয়ের জাতীয় ও বৈশ্বিক প্রতিক্রিয়ার বিষয়ে মতামত বিনিময় করতে জাতিসংঘের প্রধান পাকিস্তান সরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। গুতেরেস পাকিস্তানের সবচেয়ে বেশি বন্যাকবলিত এলাকাগুলো দেখতে যাবেন এবং বাস্তুচ্যুত পরিবার ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সরকারের উদ্ধার ও ত্রাণ প্রচেষ্টার সমর্থনে জাতিসংঘের মানবিক প্রতিক্রিয়া কাজের তদারকি করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
১৮ মিনিট আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বুধবার একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় থাকবে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা। ইইউর সর্বোচ্চ কূটনীতিক কাইয়া ক্যালাস এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি সমঝোতায় পৌঁছেছেন। ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ বৈঠকের’ পর গ্রিনল্যান্ড এবং ‘সমগ্র আর্কটিক অঞ্চল’ নিয়ে একটি ‘ভবিষ্যৎ কাঠামো’তে...
২ ঘণ্টা আগে
সৌদি আরব সোমালিয়া ও মিসরের সঙ্গে এক নতুন সামরিক জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রভাব কমানো।
২ ঘণ্টা আগে