
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে সৌদি আরব সহ কয়েকটি আঞ্চলিক দেশ সফর করছেন। ইরানের বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, আরাগচি তাঁর সফরের সময় আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং গাজা ও লেবাননে ইসরায়েলের অভিযান বন্ধে কাজ করবেন।
আজ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত একটি ভিডিওতে আরাগচি বলেছেন, ‘গাজায় হামলার মধ্যেই লেবাননে ইহুদিবাদীদের নির্লজ্জ অপরাধ প্রতিরোধের জন্য এই অঞ্চলে আমাদের সংলাপ অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ থেকে আমি এই অঞ্চলে, রিয়াদ সহ কয়েকটি রাজধানীতে সফর শুরু করব। আমরা লেবাননে নৃশংস হামলা বন্ধ করতে এই অঞ্চলের দেশগুলো থেকে একটি সম্মিলিত আন্দোলনের প্রচেষ্টা চালাব।’
এদিকে মঙ্গলবারই সৌদি আরব সফরের সরাসরি উল্লেখ না করে আরব নেতাদের নিষ্ক্রিয়তার নিয়ে তীব্র সমালোচনা করেছে ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে সম্পৃক্ত মিডিয়া আউটলেট তাসনিম। আউটলেটটি পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব নেতাদের অভিযুক্ত করে বলেছে, তাঁরা গাজায় ইহুদিবাদী বর্বরতার দর্শক মাত্র। আরও অভিযোগ করা হয়—উপসাগরীয় আরব নেতারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি নিষ্পত্তিমূলক অবস্থান নিতে শুধু ব্যর্থই হয়নি বরং প্রকাশ্যে বা গোপনে দেশটির শাসন ও কর্মকে সমর্থন করেছে।
এর আগে গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল, পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর অধিকাংশই ইরান-ইসরায়েলের সংঘর্ষে তাদের নিরপেক্ষতার কথা তেহরানকে জানিয়ে দিয়েছিল।
আজ ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচির কূটনৈতিক প্রচেষ্টা তার লেবানন এবং সিরিয়া সফরের পরপরই এসেছে। লেবাননে সফরে গিয়ে তিনি হিজবুল্লাহর প্রতি ইরানের অবিচল সমর্থনের ওপর জোর দিয়েছিলেন। সে সময় ‘ইরান সব সময় লেবাননের জনগণের পাশে থাকবে’ লিখে একটি টুইটও করেছিলেন।
গত শুক্রবার ইরানের সুপ্রিম লিডার আলি খামেনি পাঁচ বছরের মধ্যে প্রথমবারের তেহরানের নামাজে ইমামতি করেন। খুতবা পাঠে তিনি আরব অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির উপস্থিতির বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের ডাক দেন। তিনি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা বেল্ট শক্ত করতে হবে। আফগানিস্তান থেকে ইয়েমেন, ইরান থেকে গাজা এবং লেবানন, সমস্ত ইসলামিক দেশে। এটিই প্রধান বিষয় যা আমি আলোচনা করতে চেয়েছিলাম।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে সৌদি আরব সহ কয়েকটি আঞ্চলিক দেশ সফর করছেন। ইরানের বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, আরাগচি তাঁর সফরের সময় আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং গাজা ও লেবাননে ইসরায়েলের অভিযান বন্ধে কাজ করবেন।
আজ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সম্প্রচারিত একটি ভিডিওতে আরাগচি বলেছেন, ‘গাজায় হামলার মধ্যেই লেবাননে ইহুদিবাদীদের নির্লজ্জ অপরাধ প্রতিরোধের জন্য এই অঞ্চলে আমাদের সংলাপ অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ থেকে আমি এই অঞ্চলে, রিয়াদ সহ কয়েকটি রাজধানীতে সফর শুরু করব। আমরা লেবাননে নৃশংস হামলা বন্ধ করতে এই অঞ্চলের দেশগুলো থেকে একটি সম্মিলিত আন্দোলনের প্রচেষ্টা চালাব।’
এদিকে মঙ্গলবারই সৌদি আরব সফরের সরাসরি উল্লেখ না করে আরব নেতাদের নিষ্ক্রিয়তার নিয়ে তীব্র সমালোচনা করেছে ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে সম্পৃক্ত মিডিয়া আউটলেট তাসনিম। আউটলেটটি পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব নেতাদের অভিযুক্ত করে বলেছে, তাঁরা গাজায় ইহুদিবাদী বর্বরতার দর্শক মাত্র। আরও অভিযোগ করা হয়—উপসাগরীয় আরব নেতারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি নিষ্পত্তিমূলক অবস্থান নিতে শুধু ব্যর্থই হয়নি বরং প্রকাশ্যে বা গোপনে দেশটির শাসন ও কর্মকে সমর্থন করেছে।
এর আগে গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল, পারস্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোর অধিকাংশই ইরান-ইসরায়েলের সংঘর্ষে তাদের নিরপেক্ষতার কথা তেহরানকে জানিয়ে দিয়েছিল।
আজ ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, আরাগচির কূটনৈতিক প্রচেষ্টা তার লেবানন এবং সিরিয়া সফরের পরপরই এসেছে। লেবাননে সফরে গিয়ে তিনি হিজবুল্লাহর প্রতি ইরানের অবিচল সমর্থনের ওপর জোর দিয়েছিলেন। সে সময় ‘ইরান সব সময় লেবাননের জনগণের পাশে থাকবে’ লিখে একটি টুইটও করেছিলেন।
গত শুক্রবার ইরানের সুপ্রিম লিডার আলি খামেনি পাঁচ বছরের মধ্যে প্রথমবারের তেহরানের নামাজে ইমামতি করেন। খুতবা পাঠে তিনি আরব অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির উপস্থিতির বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্যের ডাক দেন। তিনি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা বেল্ট শক্ত করতে হবে। আফগানিস্তান থেকে ইয়েমেন, ইরান থেকে গাজা এবং লেবানন, সমস্ত ইসলামিক দেশে। এটিই প্রধান বিষয় যা আমি আলোচনা করতে চেয়েছিলাম।’

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৬ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৯ ঘণ্টা আগে