
প্রকাশ্যে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানের দুই খ্যাতনামা অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
অভিনেত্রী হেনগামেহ গাজিয়ানি ও কাতাইয়ুন রিয়াহিকে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মামলায় আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই অভিনেত্রী এর আগে হিজাব ছাড়া জনসমক্ষে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানান।
হেনগামেহ গাজিয়ানি এবং কাতাইয়ুন রিয়াহি দুজনেই একাধিক পুরস্কার বিজয়ী অভিনেত্রী। রোববার (২০ নভেম্বর) ইরানি কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের আটক করা হয়েছে। দেশটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে অভিনেত্রীরাও রয়েছেন, যারা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন দিচ্ছেন।
গ্রেপ্তারের আগে, অভিনেত্রী গাজিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘যাই ঘটুক না কেন, জেনে রাখুন বরাবরের মতো আমি ইরানের জনগণের পাশে থাকব। হয়তো এটাই আমার শেষ পোস্ট।’
এর আগে রোববার, কাতার বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলের অধিনায়ক এহসান হাজসাফি বলেছিলেন, ‘আমাদের মেনে নিতে হবে যে দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমাদের জনগণ ভালো নেই।’
ইরানের বক্সিং ফেডারেশনের প্রধান হোসেইন সোরি ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর দেশে বিক্ষোভে সহিংস দমনপীড়নের কারণে স্পেনের একটি টুর্নামেন্ট থেকে আর দেশে ফিরবেন না।
গত সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪০০ বিক্ষোভকারী নিহত হয়েছে। আর গ্রেপ্তার হয়েছে প্রায় ১৭ হাজার জন। এ ছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

প্রকাশ্যে সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন দেওয়ায় ইরানের দুই খ্যাতনামা অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
অভিনেত্রী হেনগামেহ গাজিয়ানি ও কাতাইয়ুন রিয়াহিকে ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মামলায় আসামি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুই অভিনেত্রী এর আগে হিজাব ছাড়া জনসমক্ষে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংহতি জানান।
হেনগামেহ গাজিয়ানি এবং কাতাইয়ুন রিয়াহি দুজনেই একাধিক পুরস্কার বিজয়ী অভিনেত্রী। রোববার (২০ নভেম্বর) ইরানি কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের আটক করা হয়েছে। দেশটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে অভিনেত্রীরাও রয়েছেন, যারা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন দিচ্ছেন।
গ্রেপ্তারের আগে, অভিনেত্রী গাজিয়ানি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘যাই ঘটুক না কেন, জেনে রাখুন বরাবরের মতো আমি ইরানের জনগণের পাশে থাকব। হয়তো এটাই আমার শেষ পোস্ট।’
এর আগে রোববার, কাতার বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলের অধিনায়ক এহসান হাজসাফি বলেছিলেন, ‘আমাদের মেনে নিতে হবে যে দেশের পরিস্থিতি ঠিক নয় এবং আমাদের জনগণ ভালো নেই।’
ইরানের বক্সিং ফেডারেশনের প্রধান হোসেইন সোরি ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর দেশে বিক্ষোভে সহিংস দমনপীড়নের কারণে স্পেনের একটি টুর্নামেন্ট থেকে আর দেশে ফিরবেন না।
গত সেপ্টেম্বরে পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে এখন পর্যন্ত প্রায় ৪০০ বিক্ষোভকারী নিহত হয়েছে। আর গ্রেপ্তার হয়েছে প্রায় ১৭ হাজার জন। এ ছাড়া বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে অন্তত পাঁচজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৪ ঘণ্টা আগে