অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইরানে তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমটি বিশ্বজুড়ে অচল হয়ে পড়ে। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে এই বিভ্রাট শুরু হয়, যা চলে অনেকক্ষণ। তবে এখন আবার স্বাভাবিকভাবে চলছে প্ল্যাটফর্মটি।
শনিবার স্থানীয় সময় রাত ৭টা ৪৬ মিনিটে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতান্জ ও ইস্পাহানে অত্যন্ত সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’
এই ঘোষণার ঠিক সাত মিনিট পর ৭টা ৫৩ মিনিটে ট্রাম্পের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটির একটি স্ক্রিনশট শেয়ার করা হয়।
এরপর স্থানীয় সময় রাত ৮টার পর থেকে ট্রুথ ব্যবহার করতে গিয়ে বিশ্বব্যাপী বহু ব্যবহারকারী সমস্যার মুখে পড়েন। অনেকেই ‘নেটওয়ার্ক ফেইলড’ বা ‘প্লিজ ট্রাই অ্যাগেইন’ বার্তা দেখতে পান। প্রযুক্তি ত্রুটি শনাক্তকারী সাইট ডাউনটেকারও রাত ৮টার দিকে ট্রুথ সোশ্যালের অচল হয়ে পড়ার অনেক রিপোর্ট পায়।
ব্লুস্কাই অ্যাকাউন্টে এক পোস্টে ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানায়, ‘ডোনাল্ড ট্রাম্প ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার ঘোষণা দেওয়ার পরপরই ট্রুথ সোশ্যাল আন্তর্জাতিকভাবে অনেক ব্যবহারকারীর জন্য অচল হয়ে পড়েছে। এ ঘটনা দেশীয় পর্যায়ে কোনো ইন্টারনেট ব্লক বা ফিল্টারিংয়ের সঙ্গে সম্পর্কিত নয়।’
এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র ফোরদো, নাতান্জে বিমান হামলা চালিয়েছে। তবে হামলার ফলে ওই স্থাপনাগুলোর বর্তমান অবস্থা নিশ্চিত হওয়া যায়নি।
গত বুধবার কিছু ব্যবহারকারীকে ইমেইল পাঠিয়ে ট্রাম্পের অ্যাকাউন্ট অনুসরণ করার আহ্বান জানিয়েছিল ট্রুথ সোশ্যাল। সেখানে লেখা ছিল, ‘যদি আপনি প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে ট্রুথ সোশ্যালে অনুসরণ না করেন, তবে আপনি আজকের বিশ্ব পরিস্থিতি বোঝার একটি গুরুত্বপূর্ণ উৎস মিস করছেন।’
প্রসঙ্গত, ইসরায়েল গত ১৩ জুন প্রথম ইরানে বিমান হামলা শুরু করে। এরপর থেকে দু দেশ একে অপরের বিরুদ্ধে একাধিকবার হামলা চালিয়েছে।
এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, ট্রাম্প শনিবার রাত ১০টায় একটি টেলিভিশন ভাষণ দেবেন।
তথ্যসূত্র: ওয়্যারড
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইরানে তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমটি বিশ্বজুড়ে অচল হয়ে পড়ে। স্থানীয় সময় শনিবার রাত ৮টার দিকে এই বিভ্রাট শুরু হয়, যা চলে অনেকক্ষণ। তবে এখন আবার স্বাভাবিকভাবে চলছে প্ল্যাটফর্মটি।
শনিবার স্থানীয় সময় রাত ৭টা ৪৬ মিনিটে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতান্জ ও ইস্পাহানে অত্যন্ত সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’
এই ঘোষণার ঠিক সাত মিনিট পর ৭টা ৫৩ মিনিটে ট্রাম্পের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্টটির একটি স্ক্রিনশট শেয়ার করা হয়।
এরপর স্থানীয় সময় রাত ৮টার পর থেকে ট্রুথ ব্যবহার করতে গিয়ে বিশ্বব্যাপী বহু ব্যবহারকারী সমস্যার মুখে পড়েন। অনেকেই ‘নেটওয়ার্ক ফেইলড’ বা ‘প্লিজ ট্রাই অ্যাগেইন’ বার্তা দেখতে পান। প্রযুক্তি ত্রুটি শনাক্তকারী সাইট ডাউনটেকারও রাত ৮টার দিকে ট্রুথ সোশ্যালের অচল হয়ে পড়ার অনেক রিপোর্ট পায়।
ব্লুস্কাই অ্যাকাউন্টে এক পোস্টে ইন্টারনেট অ্যাক্সেস পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানায়, ‘ডোনাল্ড ট্রাম্প ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার ঘোষণা দেওয়ার পরপরই ট্রুথ সোশ্যাল আন্তর্জাতিকভাবে অনেক ব্যবহারকারীর জন্য অচল হয়ে পড়েছে। এ ঘটনা দেশীয় পর্যায়ে কোনো ইন্টারনেট ব্লক বা ফিল্টারিংয়ের সঙ্গে সম্পর্কিত নয়।’
এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্র ফোরদো, নাতান্জে বিমান হামলা চালিয়েছে। তবে হামলার ফলে ওই স্থাপনাগুলোর বর্তমান অবস্থা নিশ্চিত হওয়া যায়নি।
গত বুধবার কিছু ব্যবহারকারীকে ইমেইল পাঠিয়ে ট্রাম্পের অ্যাকাউন্ট অনুসরণ করার আহ্বান জানিয়েছিল ট্রুথ সোশ্যাল। সেখানে লেখা ছিল, ‘যদি আপনি প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে ট্রুথ সোশ্যালে অনুসরণ না করেন, তবে আপনি আজকের বিশ্ব পরিস্থিতি বোঝার একটি গুরুত্বপূর্ণ উৎস মিস করছেন।’
প্রসঙ্গত, ইসরায়েল গত ১৩ জুন প্রথম ইরানে বিমান হামলা শুরু করে। এরপর থেকে দু দেশ একে অপরের বিরুদ্ধে একাধিকবার হামলা চালিয়েছে।
এদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, ট্রাম্প শনিবার রাত ১০টায় একটি টেলিভিশন ভাষণ দেবেন।
তথ্যসূত্র: ওয়্যারড
ক্ষমতাসীন জোট এলডিপির উচ্চকক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে ১২৫টি আসনের মধ্যে ৫০টি আসনে জয়লাভ করা প্রয়োজন। কিন্তু কিয়োডো, ইয়োমিউরি এবং নিক্কেই পরিচালিত জরিপ অনুযায়ী, এলডিপি ও তাদের জোটের ছোট অংশীদার কোমেইতো এই আসন অর্জনে ব্যর্থ হতে পারে। যদি এমনটা হয়, তাহলে জাপানের আর্থিক ও রাজনৈতিক পরিস্থিতি...
৪২ মিনিট আগেইরানের খোমেইন শহরে একটি সামরিক ঘাঁটির নিরাপত্তা বাহিনীর গুলিতে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র জনরোষ তৈরি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে রাহা শেইখি নামে মাত্র তিন বছর বয়সী এক শিশু। এই ঘটনায় দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় বইছে।
১ ঘণ্টা আগেফের নারকীয় হামলার সাক্ষী ওডিশা। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তিন অজ্ঞাতনামা যুবকের হাতে পুড়ে ছারখার এক ১৫ বছরের স্কুলছাত্রী। ঘটনার ভয়াবহতা এমন যে, পুড়ে যাওয়া শরীরের বেশির ভাগ অংশেই থার্ড ডিগ্রি বার্নস ধরা পড়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েলি মন্ত্রী ও ধর্মীয় নেতারা প্রকাশ্যেই বলেন, গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই। প্রতিটি ফিলিস্তিনি শিশু জন্ম থেকেই সন্ত্রাসী। ফিলিস্তিনি নারীরা মানুষের জন্ম দেন না, জন্ম দেন সন্ত্রাসীর। এমন বক্তব্য শুধু রাষ্ট্রীয় বর্বরতার অনুমোদনই নয়, বরং গণহত্যাকে রাষ্ট্রীয় কৌশলে পরিণত করেছে।
২ ঘণ্টা আগে