আজকের পত্রিকা ডেস্ক

ইরানের সরকার বেকায়দায় ফেলতে, এমনকি প্রয়োজন বোধে সরকারের পতন ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে দেশটির এক কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ নেতা। এই বিষয়ে বিদ্রোহী গোষ্ঠী কোমলা পার্টি ইরান কুর্দিস্তানের শীর্ষ নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদনও জানিয়েছেন।
দেশ থেকে নির্বাসিত কোমলা পার্টির শীর্ষ নেতা তথা মহাসচিব আব্দুল্লাহ মোহতাদি মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে জানিয়েছেন, তাঁর দল যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে যেন, তারা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সরকার দুর্বল করতে এবং শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে।
সশস্ত্র সমর্থনের প্রত্যাশা না থাকলেও কোমলা পার্টির মহাসচিব আব্দুল্লাহ মোহতাদি ট্রাম্পের কাছে আবেদন করেছেন যেন, যুক্তরাষ্ট্র তাঁর দলসহ ইরানের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে এমন একটি সম্পর্ক তৈরি করে যা ইরান সরকারের পতনের পথ তৈরি করবে।
মোহতাদি নিউজউইককে বলেছেন, ‘আমরা মনে করি, (ট্রাম্প) প্রশাসনের উচিত ইরানের গণতান্ত্রিক বিরোধী দলগুলোর সঙ্গে—যেমন কুর্দি জনগণ, বিভিন্ন জাতিগত সংখ্যালঘু, বিভিন্ন জাতিগত রাজনৈতিক গোষ্ঠী, যারা সন্ত্রাসী বা অগণতান্ত্রিক নয়—তাদের জন্য একটি উন্মুক্ত দ্বার নীতি রাখা।’
কোমলা পার্টির এই নেতা আরও যোগ করেন, ‘আমরা মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য ইরানি বিরোধীদের বিভিন্ন অংশের সঙ্গে সরাসরি আলোচনা করা উচিত। কারণ, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের সঙ্গে সম্পর্ক থাকে, তবে অভ্যন্তরীণ সংকটের চাপে (তেহরানে) শাসনব্যবস্থা ভেঙে পড়তে পারে।’
যদিও ইরানের কিছু সমালোচক ট্রাম্পের তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার প্রচেষ্টার বিরোধিতা করেন তবে মোহতাদি মনে করেন, এমন একটি চুক্তি ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচিকে সীমাবদ্ধ করবে এবং তা দেশটির সরকারকে শক্তিশালী না করে বরং আরও ক্ষতিগ্রস্ত করবে।
মোহতাদি বলেন, ‘আমরাও ট্রাম্প প্রশাসনের মতোই একটি পরমাণু অস্ত্রমুক্ত ইরান চাই। আমরা এই অঞ্চলে ইরানের ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধে (মার্কিন) প্রশাসনের নীতিকেও সমর্থন করি। আমার মতে, এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে একটি চুক্তি (তেহরানের) শাসনব্যবস্থাকে শক্তিশালী করে না, বরং এটিকে দুর্বল করে।’

ইরানের সরকার বেকায়দায় ফেলতে, এমনকি প্রয়োজন বোধে সরকারের পতন ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে দেশটির এক কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ নেতা। এই বিষয়ে বিদ্রোহী গোষ্ঠী কোমলা পার্টি ইরান কুর্দিস্তানের শীর্ষ নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদনও জানিয়েছেন।
দেশ থেকে নির্বাসিত কোমলা পার্টির শীর্ষ নেতা তথা মহাসচিব আব্দুল্লাহ মোহতাদি মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে জানিয়েছেন, তাঁর দল যুক্তরাষ্ট্রকে অনুরোধ করছে যেন, তারা ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সরকার দুর্বল করতে এবং শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে।
সশস্ত্র সমর্থনের প্রত্যাশা না থাকলেও কোমলা পার্টির মহাসচিব আব্দুল্লাহ মোহতাদি ট্রাম্পের কাছে আবেদন করেছেন যেন, যুক্তরাষ্ট্র তাঁর দলসহ ইরানের বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে এমন একটি সম্পর্ক তৈরি করে যা ইরান সরকারের পতনের পথ তৈরি করবে।
মোহতাদি নিউজউইককে বলেছেন, ‘আমরা মনে করি, (ট্রাম্প) প্রশাসনের উচিত ইরানের গণতান্ত্রিক বিরোধী দলগুলোর সঙ্গে—যেমন কুর্দি জনগণ, বিভিন্ন জাতিগত সংখ্যালঘু, বিভিন্ন জাতিগত রাজনৈতিক গোষ্ঠী, যারা সন্ত্রাসী বা অগণতান্ত্রিক নয়—তাদের জন্য একটি উন্মুক্ত দ্বার নীতি রাখা।’
কোমলা পার্টির এই নেতা আরও যোগ করেন, ‘আমরা মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য ইরানি বিরোধীদের বিভিন্ন অংশের সঙ্গে সরাসরি আলোচনা করা উচিত। কারণ, যদি মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের সঙ্গে সম্পর্ক থাকে, তবে অভ্যন্তরীণ সংকটের চাপে (তেহরানে) শাসনব্যবস্থা ভেঙে পড়তে পারে।’
যদিও ইরানের কিছু সমালোচক ট্রাম্পের তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করার প্রচেষ্টার বিরোধিতা করেন তবে মোহতাদি মনে করেন, এমন একটি চুক্তি ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক কর্মসূচিকে সীমাবদ্ধ করবে এবং তা দেশটির সরকারকে শক্তিশালী না করে বরং আরও ক্ষতিগ্রস্ত করবে।
মোহতাদি বলেন, ‘আমরাও ট্রাম্প প্রশাসনের মতোই একটি পরমাণু অস্ত্রমুক্ত ইরান চাই। আমরা এই অঞ্চলে ইরানের ক্ষতিকর কার্যকলাপ প্রতিরোধে (মার্কিন) প্রশাসনের নীতিকেও সমর্থন করি। আমার মতে, এই বিষয়গুলোর ওপর ভিত্তি করে একটি চুক্তি (তেহরানের) শাসনব্যবস্থাকে শক্তিশালী করে না, বরং এটিকে দুর্বল করে।’

২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
১ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
২ ঘণ্টা আগে
রোলেক্স ঘড়ি, লুই ভিটন ব্যাগ কিংবা আইফোন—মহামূল্যবান ব্র্যান্ডের এসব পণ্য অনেকেরই কেনার সাধ্য নেই। তবে মানুষের আগ্রহের কারণে এসব পণ্যের ‘সেকেন্ড হ্যান্ড’ বাজারও জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহৃত বিলাসী পণ্য ক্রয়ের ক্ষেত্রে এখন ক্রেতাদের কাছে এক নতুন মানদণ্ড হয়ে উঠেছে ‘ইউজড ইন জাপান’।
২ ঘণ্টা আগে